01/06/2023
সুনামগঞ্জ নিয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য:-
১.সুনামগঞ্জের পূর্ব নাম- বনগাঁও
২.সুনামগঞ্জ মহকুমা করা হয়- ১৮৭৭ সালে
৩.সুনামগঞ্জ জেলায় রুপান্তরিত করা হয়- ১৯৮৪ সালে।
৪.সুনামগঞ্জে উপজেলা -১১ টি
৫.সুনামগঞ্জে থানা- ১২টি
৬.পৌরসভা -৪
৭.ইউনিয়ন -৮৮ টি
৮.সংসদীয় আসন- ৫টি
৯.গ্রাম সংখ্যা -২৮৮৭ টি
১০.সুনামগঞ্জের মোট আয়তন- ৩৭৪৭.১৮ বর্গকিলোমিটার
⛔সুনামগঞ্জ জেলার বিখ্যাত ব্যক্তি⛔
⚛️১.হাসন রাজা
➡️হাসন রাজার আসল নাম -অহিদুর রেজা।
➡️হাসন রাজা জন্মগ্রহণ করেন- ১৮৫৪ সালের ২১ শে ডিসেম্বর।
➡️হাসন রাজা মৃত্যুবরণ করেন- ১৯২২ সালের ৬ ই ডিসেম্বর
⚛️২. শাহ আব্দুল করিম
➡️শাহ আব্দুল করিম জন্মগ্রহণ করেন-১৯১৬ সালের ১৫ ই ফেব্রুয়ারি
➡️শাহ আব্দুল করিম মৃত্যুবরণ করেন- ১২ই সেপ্টেম্বর ২০০৯ সালে।
➡️সংগীতের সংখ্যা - পাঁচশোর উপরে।
➡️উপাধি- বাউল সম্রাট
➡️তাঁর দশটি গানের ইংরেজি অনুবাদ করা হয়েছে।
➡️একুশে পদক লাভ করেন- ২০০১ সালে।
⚛️৩.শাহেদ আলি
➡️ শাহেদ আলি ১৯২৫ সালের ২৬ শে মে তাহিরপুরের মাহমুদপুর গ্রামে জন্মগ্রহণ করেন।
➡️শাহেদ আলি ৬ই নভেম্বর ২০০১ সালে মৃত্যুবরণ করেন।
➡️উপাধি - জাতীয় অধ্যাপক
➡️তাঁর বিখ্যাত গল্পগ্রন্থ -জিবরাঈলের ডানা
- অতীত রাতের কাহিনী
- একই সমতলে
➡️তাঁর উপন্যাস - হৃদয় নদী (১৯৬৫)
⚛️৪. দুর্বিন শাহ
➡️দুর্বিন শাহ ১৯২০ সালে ২রা নভেম্বর জন্মগ্রহণ করেন।
➡️মৃত্যুবরণ করেন ১৯৭৭ সালে ১৫ ই ফেব্রুয়ারি।
⚛️৫.কাঁকন বিবি
➡️কাঁকন বিবির আসল নাম - কাকাত হেনিনচিতা।
➡️পেশা- বীরাঙ্গনা
➡️উপাধি- বীর প্রতীক
➡️মৃত্যু - ২১ শে মার্চ ২০১৮ সালে।
এছাড়াও
➡️জাতীয় অধ্যাপক দেওয়ান আজরফ চৌধুরী।
➡️ হুমায়ুন রশীদ চৌধুরী
➡️ধ্রুব এষ (চারুকলা শিল্পী ও প্রচ্ছদ শিল্পী)
➡️ কামাল উদ্দিন ( মুক্তিযুদ্ধের সংঘটক ও ভাষা সৈনিক)
➡️লেখক সঞ্জয় সহ আরো অনেক বিখ্যাত ব্যক্তি এসেছেন এ জেলায়।