23/02/2023
আলহামদুলিল্লাহ্ 🤲🤲🤲
কাতার এবং দুবাই থেকে আরো কিছু ভাইয়ের ইউরোপের স্বপ্ন পূরণ হলো।
বিশেষ বার্তাঃ একটা সময় ছিল রুমানিয়া বলেন আর ক্রুোয়েশিয়া একটা পার্মিট রিসিভ করা মানেই ছিল একটা ভিসা রিসিভ করা!!!
সেই দিন হারানোর জন্য আমরা নিজেরাই দায়ী কেননা ১০০ জন লোকের মধ্যে ৯৫ জন লোকই পালাইয়া যাওয়ার জন্যই দুই দেশে যেত।তাই রুমানিয়া এবং ক্রুোয়েশিয়ান কোম্পানীগুলো যখন দেখল নেপালী বা অন্য দেশের লোকেরা কাজে ভালো এবং কোম্পানী ছেড়ে পালিয়ে যাওয়ার সংখ্যাই কম ধীরে ধীরে তারা বাংলাদেশীদের প্রতি মূখ ফিরেয়ে নিতে লাগল আর এর জন্য দায়ী আমরা নিজেরাই।
তবে এখনও বাংলাদেশীদের সতর্ক হওয়া উচিত না হয় ভবিষ্যতে ইউরোপের সহজ দরজা বন্ধ হয়ে গেলেও ভাবনার কিছু নাই।আর সেখানে বাংলাদেশ হারাবে ইউরোপের সবচেয়ে বড় শ্রম বাজার।তাই এখনোও সময় আছে সকলের প্রচেষ্টায় তা ধরে রাখার।
★★ বর্তমানে যারা নতুন ফাইল জমা করবেন খুব ভালোভাবে মাথায় রাখবেন আপনি যার কাছেই বা যেই এজেন্সির কাছেই ফাইল জমা করেননা কেন প্রথমত যতেষ্ট সময় দিতে হবে এবং এবং পার্মিট আসলেই যে ভিসা পেয়ে যাবেন এমন দিন আর নেই তাই শতভাগ প্রত্যাশা না রেখে স্বাভাবিক থাকুন কারণ বিশেষ করে ক্রুোয়েশিয়া সেন্জেন কান্ট্রি হওয়ার পর থেকে তারা সেন্জেন কাইটেরিয়া মেন্টেইন করছে তাছাড়া ইউরোপের ভিসা পেতে তাদের নিজ নিজ দেশের এম্বাসির উপরই নির্ভর করতে হবে আপনাকে।
তাই স্বাভাবিকভাবে ব্যাপারগুলো আপনাকে নিতে হবে।বর্তমানে ক্রুোয়েশিয়ান এম্বাসি ভিসা দিচ্ছে রিফিউজ ও করছে আপনাকে এ ব্যাপারগুলো সহজ করে দেখতে হবে এই ব্যাপারগুলো বলার কারণ হলো অনেকেই আছেন ভিসা রিফিউজ হওয়ার পর মেনে নিতে পারেননা তখন একেকটা বাহানা খুঁজেন কোম্পানী ভালো ছিল না বা আপনার কাজ হয়তো সঠিকভাবে ছিলনা বা হেন তেন অনেক কিছু দিন বদলে গেছে ক্রুোয়েশিয়া সেন্জেন হয়েছে এই ব্যাপারগুলো সহজভাবে মানতে হবে।এমনকি রুমানিয়ান এম্বাসিতে ও কিছু ফাইল রিফিউজ হচ্ছে।
ধন্যবাদ সবাইকে।