01/09/2024
সেনজেন ভুক্ত দেশ এস্তোনিয়া তে ভিসা!!!
বর্তমান সময়ে কিছু নামি -বেনামী এজেন্সি মানুষকে ভুলভাবে বিভিন্ন রকমের প্রলোভনের মাধ্যমে এস্তোনিয়া তে ভিসা করার প্রতিশ্রুতি দিচ্ছে যা ৯০-৯৮/৯৯% পর্যন্ত নিশ্চয়তা দিয়ে।
প্রথমতঃ হ্যাঁ, এস্তোনিয়া তে ভিসা হচ্ছে! ভিজিট ভিসা। তবে তার আগে আপনাকে জানিতে হবে কি ক্যাটাগরিতে, কোন ধরনের ফাইল ভিসা হচ্ছে?
এস্তোনিয়া হচ্ছে ইউরোপের সেনজেন ভুক্ত একটি দেশ। এই দেশগুলোতে ভিজিট ভিসা যেতে হলে আপনার যা থাকা প্রয়োজন, যেমন
১: ভালো যে কোন ভালো দেশেই ভ্রমণের ক্ষেত্রে আপনাকে মিনিমাম ২-৩ টি দেশ ভ্রমণ থাকতে হবে।
২: আপনার নিজের ব্যাংক একাউন্ট এ যতেষ্ট পরিমাণে ব্যাংক ব্যালেন্স থাকতে হবে (উল্লেখ্য যে, উক্ত এম্বেসী গুলা মূল ডকুমেন্ট জমা নেয়। যদি ফেইক কিছু প্রমাণিত হয় তাহলে আপনি চিরতরে ইউরোপের দেশ গুলোতে ব্লাক লিস্টেড হতে পারেন)।
৩: আপনার বয়স যতেষ্ট হতে হবে। সেই ক্ষেত্রে আপনার এই বয়সে ভুল কাগজপত্রের মাধ্যমে এম্বেসী তে উঠে ব্লাক লিস্টেড না হওয়াই ভালো হবে।
৪: আপনার নিজের পেশাগত কাগজপত্র থাকতে হবে (যারা কন্ট্রাক্ট এ কাজ করে সেই ক্ষেত্রে দেখা যায় যে, ২২/২৩ বছরের ছেলেদেরকেও ওয়েল স্ট্যাবলিশ বিজনেস ম্যান হিসাবে দেখিয়ে দেয়। কিন্তু ২২/২৩ বছরের একজন লোক কেমনে হয় তা আপনার বুঝার বিষয়)।
এই রকম আরও অনেক বিষয় আছে। তাই জেনে বুঝে ভিসা করানোর জন্য পাসপোর্ট দিবেন। যদি একবার কোন দেশে ব্লাক লিস্টেড হয়ে যায়, পুরোটা জীবন আপনাকেই ভুক্তভুগী হতে হবে।