29/07/2025
হাঙ্গেরি স্টুডেন্ট ভিসা যারা ২০২৬ সালের ফেব্রুয়ারি ইনটেক হাঙ্গেরিতে আবেদন করতে চান যোগাযোগ করতে পারেন আমার সাথে / আমি এবং আমার টিম আপনাকে সব ধরণের সহযোগিতা করবো ইনশাআল্লাহ / নিচে Hungary নিয়ে কিছু তথ্য দিলাম সেটা মন দিয়ে পড়ে নিন
প্রথমে চেষ্টা করব আপনাদেরকে হাঙ্গেরি পরিচিতি নিয়ে বেসিক কিছু তথ্য দেওয়ার ,
হাঙ্গেরি ইউরোপ এর সেনজেন এর একটি দেশ। হাঙ্গেরি চারপাশে রয়েছে অস্ট্রিয়া ,স্লোভাকিয়া,রোমানিয়া ,
Serbia ,ক্রোয়েশিয়া ,স্লোভেনিয়া , হাঙ্গেরি রাজধানী নাম হল বুদাপেস্ট। ২০০৪ সাল থেকে হাঙ্গেরি EU সদস্য। হাঙ্গেরি টাকাকে Forinto বলে।
1/ হাঙ্গেরিতে Bachelor's আসতে SSC & HSC তে আপনার কত স্কোর দরকার?
আপনার SSC & HSC তে ৩+৩ থাকলে আপনি Hungary তে Bachelor জন্য আসতে পারবেন। আপনার মনে প্রশ্ন আসতে পারে একটু কম হলে কি আবেদন করা যাবে। জি আবেদন করতে পারবেন কিছু ইউনিভার্সিটি আছে Hungary তে কম স্কোর নিয়ে আবেদন করা যায়।
২/ হাঙ্গেরিতে Master’s করতে CGPA কত লাগে ?
CGPA Minimum 2.75 লাগবে ,তবে ভাল ইউনিভার্সিটিগুলোতে CGPA 3 লাগে For Master’s
3 / Hungary জন্য English profecincy স্কোর কোনটায় কত লাগে?
For Bachelor :
IELTS - 5.5- 6
TOEFL - 60- 80
Duolingo Test - 90 to 105
Cambridge English Test - B2 level (Score 160- 179)
PTE : 50- 58
For Master’s :
IELTS : 6 to 6.5 no band less than 5.5
TOEFL - 72- 90
Duolingo Test - 95- 120
Cambridge Test : B2 Or C1
4/ Without IELTS কি Hungary তে Bachelor & Master’s আবেদন করা যায়?
জি আবেদন করা যায়।তবে Every University আপনার ইন্টারভিউ নিবে যদি পাশ করেন তা হলে অফার লেটার ইশু করবে। Without IELTS এ আপনি Wekerle business School ,,University Of Gyor ,,University Of Debrecen এগুলোতে চেষ্টা করতে পারেন।
5/ Hungary ইউনিভার্সিটির এভারেজ টিউশন ফি কত?
Hungary তে Bachelor & Master’s জন্য এভারেজ টিউশন ফি
For Bachelor approximately 2k euro to 12k euro
For Master’s approximately 3k euro to 15k euro
6/ Hungary স্টুডেন্ট ভিসার জন্য কয়টা ইনটেক থাকে?
২ টা February And September ❤️
7/ আমার যদি IELTS থাকে তাহলে আমার কি Hungary ইউনিভার্সিটিতে আবেদন করার পর ইনটারভিউ দিতে হবে?
বেশিরভাগ University আপনার ইন্টারভিউ নিবে IELTS থাকার পর।
যেমন Wekerle business School ও BMU IELTS থাকার পরও তারা ছোট একটি Interview নেয় স্টুডেন্ট দের।
8/ Hungary ইউনিভার্সিটি ও কলেজ এর আবেদন ফি আছে কি?
ইউনিভার্সিটি ও কলেজের আবেদন ফি আছে।
9/Hungary ইউনিভার্সিটি থেকে অফার লেটার আসার পর টিউশন ফি কি পাটিয়ে দিতে হয়?
জি টিউশন ফি একটি নিদিষ্ট সময়ের ভিতরে পাটিয়ে দিতে হয়।
10/ Hungary Student ভিসার জন্য Bank এ কত টাকা দেখাতে হয়?
আনুমানিক ২০ লাখ তবে আপনার ইউনিভার্সিটির টিউশন ফি উপরে Depend করে আপনি কত দেখাবেন তবে বেশিরভাগ এরকমি লাগে।
11/ Hungary তে স্টুডেন্ট ভিসার জন্য কত মাসের ব্যাংক Statement লাগে?
৬ মাসের
১২/ কার Account এ Bank statement দেখাবেন Hungary student ভিসার জন্য?
Parents এর দেখানো বেস্ট অপশন
13/ Hungary তে স্টুডেন্ট ভিসায় যাওয়ার পর থাকা ,খাওয়া ও টিউশন ফি তুলা যায় কিনা?
থাকা ও খাওয়ার খরচ তুলা যায় ,টিউশন ফি কম হলে আপনি তুলতে পারবেন
14/ Hungary তে Spouse allowed কি না?
না Hungary Spouse Allowed না
15/ Hungary তে কত বছর গ্যাপ এলাও করে?
5 to 7 years তবে ৫ থেকে বেশি হলে ভিসা পাওয়া কটিন।
16/ Hungary তে স্টুডেন্ট ভিসায় ফাইল জমা করলে এমবেসি ইন্টারভিউ দিতে হবে কি না?
জি দিতে হবে❤️
17/ Hungary তে PR পাওয়া যায় কি না?
জি পাওয়া যায় তবে এটা জটিল। চেষ্টা করলে সম্ভব। অনেকগুলো Process এর মধ্যে দিয়ে যাইতে হবে PR পাইতে গেলে।
18/ Hungary তে স্টুডেন্ট হিসাবে যাওয়ার পর কি ফুল টাইম কাজ করা যাবে ?
না ফুল টাইম করতে পারবেন না Part Time কাজ করতে পারবেন ,হলিডেতে ফুল টাইম কাজ করতে পারবেন।
19/ কিছু Best University and College নাম নিচে দিতেছি এগুলোতে চেষ্টা করে নিতে পারেন ২০২৬ সালে ফেব্রুয়ারি ইনটেক এ
1.University of Debrecen
2.University of Pécs
3. International Business School - IBS
4.Budapest Matropolition University
5.Wekerle business school
6. University Of Gyor
২০২৬ সালে ফেব্রুয়ারি ইনটেক এ Hungary তে আমাদের মাধ্যমে আবেদন করতে চাইলে নিচে দেওয়া নাম্বার অথবা অফিস ভিজিট করুন❤️
সবার জন্য দোয়া রইল ❤️
+8801600-502927