26/07/2025
আপনি, আপনার স্ত্রী/স্বামী ও সন্তানেরা একসাথে গ্রিনকার্ড নিয়ে যুক্তরাষ্ট্রে বসবাস করছেন, কাজ করছেন, সন্তানরা পড়াশোনা করছে সরকারি সুবিধায়।
এই স্বপ্নটা এখন অসম্ভব না— EB3 এমন একটা ইমিগ্রেশন প্রোগ্রাম, যেটার মাধ্যমে আপনি Low-skilled category-র একটা চাকরির স্পন্সরশিপ নিয়ে সরাসরি গ্রিনকার্ড পাবেন আপনি ও আপনার পরিবার।
এবং এর খরচটা ভাবছেন যতটা "অসম্ভব", আদতে তা না। এই ভিসার খরচটা আসলে ধাপে ধাপে হয়, ৩ থেকে ৪ বছর সময় ধরে।
কোনো উচ্চ শিক্ষার সার্টিফিকেট লাগবে না,
লাগবে না কোন ব্যাংক স্টেট্মেন্ট,
শুধু প্রপার প্রসেস আর ধৈর্য লাগে।
💰EB3 Visa নিয়ে সবার মধ্যে সবচেয়ে বড় যেই কনফিউশন থাকে, তা হলো মোট খরচ কত?
✅একজন সিঙ্গেল অ্যাপ্লিক্যান্টের জন্য মোট খরচ আনুমানিক $15,000 – $20,000 USD, যা বর্তমান বাংলাদেশি মুদ্রায় দাঁড়ায় প্রায় ১৮ থেকে ২৫ লাখ টাকার মতো।
🟡Step-by-Step Cost Breakdown
Step 1️⃣: Labor Certification (LC)
Labor Certification (LC) হলো একটি সরকারী অনুমোদন (Government Certification) যা ইউএস ডিপার্টমেন্ট অফ লেবার (DOL) দিয়ে থাকে।
সহজ কথায়, LC হলো সেই Government Permission, যেটা ছাড়া কোনো ইউএস কোম্পানি সরাসরি বিদেশি কর্মীকে স্পনসর করে কাজের জন্য বা গ্রিনকার্ডের জন্য আবেদন করতে পারে না।
📌এই ধাপে কোনো লাগে না। শুধু লিগ্যাল ফি দিতে হয়।
Step 2️⃣: I-140 Immigrant Petition
Total Cost:👇
🏛 Government Fee:
👉Regular: $1,315 USD , সময় লাগে ১০ থেকে ১২ মাস
👉Premium: $4,120 USD সময় লাগে ১৫ দিন
🟡এটি হলো ইউএস কোম্পানির পক্ষ থেকে সরকারকে জানানো যে তারা আপনাকে স্থায়ীভাবে নিয়োগ দিতে চায়।
Premium করলে সিদ্ধান্ত দ্রুত আসে, Regular করলে সাশ্রয়ী হয়।
তবে যদি বাজেট কিছুটা ফ্লেক্সিবল হয়, তাহলে Premium Processing অনেক সময় সেভ করে।
Step 3️⃣: DS-260 (Visa Application + Interview + Medical)
Total Cost:👇
🏛 Government Fee (Embassy Fee):
👉প্রতি অ্যাপ্লিক্যান্ট: $345 USD
👨👩👧👦 যদি spouse বা child থাকে, তাহলে:
👉প্রতি ডিপেন্ডেন্টে $1,000 – $2,000 USD (agency অনুযায়ী ভিন্ন হতে পারে)
📌 এই ধাপে যা যা লাগে:
✅DS-260 ফর্ম ফিলআপ
✅Police Clearance
✅Medical
✅Embassy Interview
🔴নোট: প্রত্যেকটা স্টেপেই লিগ্যাল ফী অ্যাড হবে যেটা attorney to attorney অথবা agency to agency ভিন্ন হয়ে থাকে।
🤔 তাহলে আপনি কি বলতে চাচ্ছেন এটা অনেক খরচ না?
হ্যাঁ অবশ্যই—কিন্তু মনে রাখবেন, শুনে হয়তো মনে হতে পারে অনেক টাকা কিন্তু মাথায় রাখুন, এটা একটা ৩ থেকে ৪ বছরের ফুল প্রসেস।
মানে এই টাকা আপনাকে একবারে দিতে হচ্ছে না।
ধাপে ধাপে, সময়ের সাথে সাথে পেমেন্ট দিতে হয় , যার জন্য প্রস্তুতি নেয়া অনেক সহজ।
যারা নিজের ভবিষ্যৎ নিয়ে সিরিয়াস, বেটার লাইফ চান, ফ্যামিলির জন্য ভালো কিছু করতে চান—তাদের জন্য EB-3 একটা গোল্ডেন অপর্চুনিটি।
✅ কেন এটা “লজিক্যাল ইনভেস্টমেন্ট আর এত ইনভেস্টমেন্ট কেন করব?”
একটা প্রশ্ন করুন নিজেকে:
"যদি এই খরচের বিনিময়ে আপনি ও আপনার বাচ্চারা আমেরিকায় সুরক্ষিত ভবিষ্যৎ পান, সেটা কি লাভ না ক্ষতি?"
🎓 সন্তানের ফ্রি স্কুলিং
🏥 হেলথ ইনস্যুরেন্স সুবিধা
🏠 স্থায়ী বসবাস
💼 কাজের অফিশিয়াল পারমিট
🛂 ৫ বছর পর নাগরিকত্বের সুযোগ
👉EB-3 Unskilled ভিসা কোনো শর্টকাট নয়—এটা ধাপে ধাপে এগোনোর একটি স্ট্রাকচার্ড প্রসেস।
আপনি যদি এখন থেকেই একটু একটু করে প্রস্তুতি নেন, তাহলে ৩-৪ বছরে এই খরচ সামলানো সম্ভব।
নিজের এবং পরিবারের জন্য স্থায়ী ভবিষ্যৎ গড়তে আজই উদ্যোগ নিন।
আল্লাহ সবার মঙ্গল করুন!