Royal Airlines Express

Royal Airlines Express Give Thanks to Alllah! We support you to make your tour easy, World Wide Ticketing, Package Tour. Hajj, Umrah, support.. make your tour aerials

31/12/2023
Taqabbal Allahu Minna Wa Minkum.Eid Mubarak from us to you.
21/04/2023

Taqabbal Allahu Minna Wa Minkum.
Eid Mubarak from us to you.

বিদায়ী সংবর্ধনা! খাইরুল ইসলাম চৌধুরী ভাই এ-র আমেরিকা গমন উপলক্ষে।।।
09/10/2022

বিদায়ী সংবর্ধনা! খাইরুল ইসলাম চৌধুরী ভাই এ-র আমেরিকা গমন উপলক্ষে।।।

EID MUBARAK.. 🌙🌙
02/05/2022

EID MUBARAK.. 🌙🌙

বাংলাদেশে আসার ৭২ ঘণ্টা আগে  পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরমবিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন  দেশে আসার পর বিমানবন্দর...
15/04/2022

বাংলাদেশে আসার ৭২ ঘণ্টা আগে পূরণ করতে হবে হেলথ ডিক্লারেশন ফরম

বিদেশ থেকে বাংলাদেশে আসতে এতো দিন দেশে আসার পর বিমানবন্দর ও স্থল বন্দরে ইমিগ্রেশনের আগে যাত্রীদের পূরণ করতে হতো হেলথ ডিক্লারেশন ফরম। এতে বিমানবন্দরে এসে যাত্রীদের ফরম পূরণ করে জমা দিতে দীর্ঘ সময় অপেক্ষা করতে হতো। এই জটিলতা দূর করতে দেশে আসার আগে ৭২ ঘন্টার মধ্যে হেলথ ডিক্লারেশন ফরমপূরণ করতে হবে যাত্রীদের। এ নিয়ম চালু করতে স্বাস্থ্য অধিদপ্তর সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষগুলোকে চিঠি দিয়েছে বলে বাংলা এভিয়েশনকে জানিয়েছে সংশ্লিষ্টরা। শিগ্রই এ সংক্রান্ত আদেশ জারি করবে সংশ্লিষ্ট বন্দর কর্তৃপক্ষ।

যাত্রীদের দেশে আসার আগে ৭২ ঘণ্টার মধ্যে হেলথ ডিক্লারেশন ফরম পূরণ করতে হবে।
http://healthdeclaration.dghs.gov.bd/ এই ওয়েব সাইটে গিয়ে অনলাইনে ফরম পূরণ করতে হবে। ফরমটি পূরণ করার পর কিউ আর কোড যুক্ত হেলথ কার্ড আসবে, সেটি প্রিন্ট করে বা সফট কপি নিজের কাছে রাখতে হবে।

বোর্ডিং এর সময় এয়ারলাইন যাত্রীর হেলথ কার্ড আছে কি না যাচাই করবে। যাত্রীদেরকে দেশে আসার পর বিমানবন্দরে কিউ আর কোড যুক্ত হেলথ কার্ড প্রদর্শন করতে হবে ।

✈️বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে✈️এই ঈদে পরিবার নিয়ে ঘুরে আসুন ভারতে, ভিসা প্রসেস এর জন্যে চলে আসুন আমদের অফিসে।রয়েল এয়...
14/04/2022

✈️বাংলা নববর্ষের শুভেচ্ছা সবাইকে✈️

এই ঈদে পরিবার নিয়ে ঘুরে আসুন ভারতে, ভিসা প্রসেস এর জন্যে চলে আসুন আমদের অফিসে।

রয়েল এয়ারলাইন্স এক্সপ্রেস

মাহমুদসাহ শপিং সেন্টার, তালতলা পয়েন্ট, সিলেট ।
📞 +8801796586416

দীর্ঘ ২ বছর পরে বাই রোডে চালু হয়েছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।
★ দেখে নিন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️

১। ২×২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।
★ দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??

১. সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

২. মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

৩. ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

যে কোন প্রয়োজনে যোগাযোগ করুনঃ

রয়েল এয়ারলাইন্স এক্সপ্রেস

মাহমুদসাহ শপিং সেন্টার, তালতলা পয়েন্ট, সিলেট ।
📞 +8801796586416

29/03/2022

দীর্ঘ ২ বছর পরে আজ থেকে বাই রোডে চালু হচ্ছে ইন্ডিয়ান টুরিস্ট ভিসা।

★ দেখে নিন ইন্ডিয়ান টুরিস্ট ভিসা করতে কি কি ডকুমেন্টস প্রয়োজন ⤵️
১। ২*২ ল্যাব প্রিন্ট ছবি
২। এপ্লিকেশন ফর্ম
৩। এন আই ডি / স্মার্ট কার্ড / জন্ম নিবন্ধন কপি
৪। বর্তমান ঠিকানা অনুযায়ী আপডেট ইউটিলিটি বিলের কপি।
৫। লাস্ট ৬ মাসের ব্যাংক স্টেটমেন্ট (মিনিমাম ব্যালেন্স ২০০০০৳) / ডলার এনডোর্সমেন্ট।
৬। পেশাগত প্রমাণপত্র (NOC/ট্রেড লাইসেন্স ইত্যাদি)
৭। লাস্ট ভিসা কপি (যদি থাকে)।
৮। পাসপোর্ট কপি
৯। নতুন এবং পুরাতন পাসপোর্ট (একসাথে পিনাপ করে দিবেন)
১০। ৮৪০৳ ফি (UPAY)
*** কাগজ গুলো উপরের সিরিয়াল অনুযায়ী সাজিয়ে দিবেন।
★ দেখে নিন আপনি কোথায় যেতে চাইলে কোন পোর্ট দিয়ে ভিসা করবেন??

১. সিক্কিম/দার্জিলিং/শিলিগুড়ি/ডুয়ার্স/সান্দাকফু/গোচেলা ট্রেক ইত্যাদি যেতে চাইলেঃ
চ্যাংড়াবান্ধা অথবা ফুলবাড়ি দিতে হবে। ফুলবাড়ি দিলে আপনি খুব সহজেই শিলিগুড়ি পৌঁছে যাবেন। তবে এই পোর্টে সুযোগ সুবিধা কম থাকায় বেশির ভাগ ট্যুরিস্ট চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করে। চ্যাংড়াবান্ধা দিয়ে প্রবেশ করলে আপনাকে ২ ঘণ্টার মত জার্নি করে শিলিগুড়ি যেতে হবে।

২. মেঘালয়/নাগাল্যান্ড/অরুণাচল প্রদেশ যেতে চাইলেঃ
আপনাকে ডাউকি পোর্ট দিয়ে ভিসা করতে হবে। যা আমাদের সিলেটের তামাবিল দিয়ে প্রবেশ করতে হয়।

৩. ত্রিপুরা যেতে চাইলেঃ
আপনাকে আগরতলা পোর্ট দিয়ে ভিসা করতে হবে।
আগের নিয়মে উপরের যে কোন পোর্ট নিলে এডিশোনাল পোর্ট হিসেবে (বেনাপোল+গেদে+ট্রেন+এয়ার) পাওয়া যায় বিধায় আলাদা করে শুধু বেনাপোল পোর্ট নেওয়া লস।

বিঃদ্রঃ এছাড়া আপনি ভিসা করার পর মাত্র ৩০০ টাকা দিয়ে আরও ২টি পোর্ট সংযুক্ত করতে পারবেন ৭ দিন সময় এর মধ্যে।

** অফিসে এসেও বিস্তারিত জেনে ও করে নিতে পারবেন সকল বিষয়।

Address

Taltola, Telihaor Road
Sylhet
3100

Opening Hours

Monday 10:00 - 21:00
Tuesday 10:00 - 21:00
Wednesday 10:00 - 21:00
Thursday 10:00 - 21:00
Friday 16:00 - 20:00
Saturday 10:00 - 21:00
Sunday 10:00 - 21:00

Telephone

+8801796586416

Website

Alerts

Be the first to know and let us send you an email when Royal Airlines Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Royal Airlines Express:

Share

Category