
01/07/2025
৪৪তম বিসিএস (শতকরা মাত্র ০.৪৮% সফল হয়েছেন।)
🔹 মোট পরীক্ষার্থী: ৩,৫০,৭১৬ জন
🔹 প্রিলিমিনারি উত্তীর্ণ: ১৫,৭০৮ জন
🔹 লিখিত উত্তীর্ণ: ১১,৭৩২ জন
🔹 ক্যাডারে সুপারিশপ্রাপ্ত: ১,৬৯০ জন
এখন কথা হচ্ছে—
এই বিশাল সংখ্যার ভেতর থেকে মাত্র ১,৬৯০ জন চূড়ান্তভাবে ক্যাডার পদে সুপারিশপ্রাপ্ত হয়েছে। মানে দাঁড়ায়, প্রিলিতে অংশ নেওয়া পরীক্ষার্থীদের মধ্যে শতকরা মাত্র ০.৪৮% সফল হয়েছে।
ভেবে দেখেন, আপনি এমন একটা লড়াইয়ে নামতেছেন, যেখানে সফলতার সম্ভাবনা হাফ পার্সেন্টেরও কম। হ্যাঁ, মাত্র ০.৪৮%, আর বাকি ৯৯.৫২%— তারা কোথায়?
নিউজফিডজুড়ে এখন অভিনন্দনের বন্যা। সবার চোখে মুখে উচ্ছ্বাস, গর্ব, বিজয়ের আনন্দ। কিন্তু এই উল্লাস শুধুই সেই ০.৪৮% বিজয়ীদের ঘিরে।
বাকি যারা হেরে গেছে?
তারা আজ এই একটি ফলাফল প্রকাশের পরেই সমাজের চোখে হয়ে গেছে ‘বোঝা’। তাদের নিয়ে কেউ পোস্ট করে না।
তাদের গল্প কেউ বলে না। তারা যেন সবার আশা-আকাঙ্ক্ষায় কালো দাগ দিয়ে দিয়েছে— এমনই এক চেপে ধরা অনুভূতির নাম ৯৯.৫২%।
তাদের বলার মতো কেউ নেই।
তারা ‘ব্যর্থ’— সমাজের সংজ্ঞায়।