SURE Overseas Recruit

SURE Overseas Recruit বিমানের টিকিট,ওমরাহ ফুল প্যাকেজ,ভ্রমণ ভিসা এবং সব দেশের ভিসা প্রক্রিয়াকরণ করা হয় (+8801623322024)

 # #রাশিয়ায় কনস্ট্রাকশন সেক্টরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি । # # কোম্পানি : LIMITED LIABILITY COMPANY- UNIX. # # চাহিদাসম্পন্...
22/04/2025

# #রাশিয়ায় কনস্ট্রাকশন সেক্টরে জরুরি নিয়োগ বিজ্ঞপ্তি ।

# # কোম্পানি : LIMITED LIABILITY COMPANY- UNIX.

# # চাহিদাসম্পন্ন পদসমূহঃ

1.ওয়েল্ডার (পাইপ লাইন - 5G/6G)।

2.ওয়েল্ডার মেটাল (3G/4G)।

3.পাইপ ফিটার।

4.মেটাল ফিটার।

5.স্টিল ফিক্সার ও সাটারিং কার্পেন্টার।

# বেতন: ৬০০-৮০০ ইউ.এস.ডি।
# ডিউটি: ০৮ ঘন্টা।

যোগ্যতাঃ

# মূল পাসপোর্ট কপি (ন্যূনতম ৩ বছর মেয়াদি)।

# বয়সঃ ২০ থেকে ৪৫ বছর।

# ইন্টারভিউ তারিখ :
২৭/০৪/২০২৫ ও ২৮/০৪/২০২৫ ইং।

01623322024

তিলকপুর বাজার, জে এফসি রেস্টুরেন্ট সংলগ্ন।
07/01/2025

তিলকপুর বাজার, জে এফসি রেস্টুরেন্ট সংলগ্ন।

05/01/2025
04/01/2025

ক্রোয়েশিয়ায় বিদেশিদের জন্য নতুন আইন কার্যকর: বেকারত্ব অফিসে নিবন্ধনের সুযোগ

২০২৫ সালের জানুয়ারি মাসের প্রথম দিন থেকে ক্রোয়েশিয়ায় একাধিক নতুন আইন কার্যকর হবে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং আলোচিত আইনটি হলো "বিদেশি নাগরিকদের আইন," যা প্রতিবেশী দেশ থেকে কর্মসংস্থানের উদ্দেশ্যে আসা তৃতীয় দেশের নাগরিকদের জন্য বিভিন্ন সুযোগ-সুবিধা প্রদান করবে।

২০২৪ সালে ক্রোয়েশিয়ায় বিপুল সংখ্যক বিদেশি কর্মী আগমনের প্রেক্ষিতে, দেশটির সরকার এই আইনটি প্রণয়ন করেছে, যা শ্রম বাজারকে আরও সুসংগঠিত করবে।

বিদেশি কর্মীদের জন্য প্রধান সুবিধা ও পরিবর্তনসমূহ

বেকারত্বকালীন সুযোগ:

কর্মসংস্থানের চুক্তির মেয়াদ শেষ হওয়ার পর, বিদেশি কর্মীরা ৬০ দিনের বেকারত্বকালীন সময় পাবেন।

এই সময়ে তারা বেকারত্ব অফিসে নিবন্ধন করতে পারবেন এবং বেকারত্ব ভাতা গ্রহণ করতে পারবেন।

সমান মজুরি:

বিদেশি কর্মীরা "তুলনীয় কাজ" এর জন্য ক্রোয়েশিয়ার নাগরিকদের সমান বেতন পাবেন।

ভাষা শিক্ষা:

২০২৫ সালের জানুয়ারি থেকে এই আইন কার্যকর হওয়ার পর, বিদেশি কর্মীদের জন্য বিনামূল্যে ক্রোয়েশিয়ান ভাষা শিক্ষা ব্যবস্থা চালু করা হবে।

ক্রোয়েশিয়ান ভাষায় দক্ষতা স্থায়ী আবাসন অনুমতির একটি প্রয়োজনীয় শর্ত হবে।

পারমিটের মেয়াদ:

নতুন আইনের আওতায়, আবাসন ও কর্মসংস্থানের পারমিট সর্বোচ্চ তিন বছরের জন্য প্রদান করা হবে।

মৌসুমী কাজের জন্য পারমিটের মেয়াদ হবে ৯ মাস।

সংক্ষিপ্তমেয়াদি ভাড়া:

নতুন "ভবন ব্যবস্থাপনা ও রক্ষণাবেক্ষণ আইন" অনুসারে, যারা তাদের অ্যাপার্টমেন্ট সংক্ষিপ্তমেয়াদি ভাড়ায় দিতে চান, তাদের জন্য দুই-তৃতীয়াংশ প্রতিবেশীর সম্মতি গ্রহণ বাধ্যতামূলক হবে।

উপসংহার:

এই নতুন আইন বিদেশি কর্মীদের ক্রোয়েশিয়ায় আরও ভালোভাবে সংস্থাপিত হওয়ার সুযোগ দেবে এবং স্থানীয় শ্রমবাজারকে আরও কার্যকর ও সুশৃঙ্খল করবে। একই সঙ্গে, এই পরিবর্তনগুলি দেশের আর্থ-সামাজিক কাঠামোকে শক্তিশালী করার দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।

আসসালামু আলাইকুম,বিদেশের চাকরি এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা!তিলকপুর শিওর ওভারসিজ কোরিয়ান ভাষা ট্রেইনিং সেন্টার নিয়ে এলো ...
02/01/2025

আসসালামু আলাইকুম,
বিদেশের চাকরি এখন আর স্বপ্ন নয়, বাস্তবতা!
তিলকপুর শিওর ওভারসিজ কোরিয়ান ভাষা ট্রেইনিং সেন্টার নিয়ে এলো দক্ষতার সঙ্গে কোরিয়ান ভাষা শেখার সেরা সুযোগ।
✅ দক্ষ প্রশিক্ষক
✅ পরীক্ষার জন্য প্রয়োজনীয় সকল প্রস্তুতি
✅ মাল্টিমিডিয়া সাপোর্ট
আমাদের ঠিকানা: তিলকপুর পশ্চিম বাজার, জিরো পয়েন্ট, আক্কেলপুর, জয়পুরহাট।
📞 যোগাযোগ: ০১৭৬৩২৩২০২৪৮/

ভর্তি চলছে, সিট সীমিত! এখনই যোগাযোগ করুন!

11/10/2024

🌙 ͡ ۫ ˓ 🕋 ˒ ۫ ☪︎ JFC Restaurant tilakpur
ﷲ«✧🌸ﷻ🌻 ﷺ✩°。🕌
✩°。⋆⸜- বর্তমানে আমরা যেটাকে ক্রাশ🥰 বলি।
রাসূল (সাঃ) সেটাকে চোখের জিনা বলেছেন।।
–🕋 জুম্মা মুবারক।🕌

#নোট-
পবিত্র জুমাবার উপলক্ষে আমাদের রেস্টুরেন্ট বিকাল ৪:০০ টা হইতে রাত্রি ১০:০০ টা পর্যন্ত খোলা থাকবে ইনশাআল্লাহ!!!
With 10% discount...😍🍕🧀🍔🍗

01304-928463
তিলকপুর,👉নতুন বাজার 🥹জিরো পয়েন্ট 🥳

আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ, ওমরাহ ফুল প্যাকেজ, এবং যেকোনো দেশের বিমান টিকেট সবচেয়ে কম খরচে নিতে চাইলে আমাদের সাথে ...
08/08/2024

আসালামুআলাইকুম ওয়ারাহমাতুল্লাহ,
ওমরাহ ফুল প্যাকেজ, এবং যেকোনো দেশের বিমান টিকেট সবচেয়ে কম খরচে নিতে চাইলে আমাদের সাথে যোগাযোগ করুন। সৌদি আরব ,কুয়েত ,কাতার, মালয়েশিয়া ,দুবাই, সিঙ্গাপুর ,সহ বিশ্বের যে কোন দেশের টিকেট বুকিং এবং ডেট চেঞ্জ করতে আমাদের সাথে যোগাযোগ করুন। ভিসা প্রসেসিং এবং ম্যানপাওয়ার করা হয়। (সিওর ওভারসিজ রিক্রুট) (রিক্রুটিং লাইসেন্স নম্বর)আর এল ২২ ১৭ -আমাদের ঠিকানা তিলকপুর নতুন বাজার jfc রেস্টুরেন্ট সংলগ্ন
01623322024 whatsapp

16/04/2024

শীঘ্রই বন্ধ হচ্ছে উমরাহ ভিসা, যারা যেতে চান দ্রুত যোগাযোগ করুন।
হজ্জের আগে শেষ উমরাহ প্যাকেজ, 40 তলা বিশিষ্ট হোটেল
28 এপ্রিল মাত্র 112,000 টাকায়
খাবার সহ 122000 টাকা

সস্তায় যে কোন এয়ার টিকেট করুন♥️ ♥️2 ঘন্টায় উমরাহ ভিসা♥️গ্রুপ টিকেট♥️

আলহামদুলিল্লাহ♥️মহান আল্লাহ তায়ালা অশেষ দয়া করুনায় , বিগত প্যাকেজ গুলোতে হাজী সাহেবগণের ভালোবাসা ও দোয়ায় আমরা সিক্ত। আমরা হাআলহামদুলিল্লাহ♥️এইজী সাহেবগনের কাছে কৃতজ্ঞ। ঈদ পরবর্তী আমাদের নতুন প্যাকেজে আপনিও আমাদের সফর সঙ্গী হতে পারেন।
ঈদ পরবর্তী সাশ্রয়ী ওমরাহ প্যাকেজ

কোরবানির ঈদের পরে 105000 টাকার প্যাকেজের জন্যে বুকিং নেয়া হচ্ছে।

মক্কা ও মদিনায় হোটেল 500/800মিটারের মধ্যে
খাবারের জন্য ১০ হাজার টাকা যোগ করতে হবে।

🕋 🕋 উমরাহ প্যাকেজে যা যা থাকছে:

✔ রিটার্ন এয়ার টিকেট
✔ ওমরাহ্ ভিসা ।
✔ হেলথ ইনস্যুরেন্স।
✔ মক্কায় হারাম থেকে ৪/৫মিনিট হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল ।
✔ মদিনায় মসজিদে নববী থেকে৪/৫মিনিট হাঁটার দূরত্বে নিকটবর্তী হোটেল
✔ সকল ট্রান্সপোর্টঃ জেদ্দা – মক্কা – মদিনা / মদিনা - মক্কা - জেদ্দাহ ।
✔ মক্কা মদিনা জিয়ারা (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
✔ অভিজ্ঞ গাইড /মুয়াল্লিম।

মক্কা জিয়ারা :(ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন।
: জাবালে সূর, জাবালে নূর, জাবালে রাহমাহ, মিনা, মুজদালিফা, আরাফাহ, মসজিদে খাইফ, মসজিদে জীন, জান্নাতুল মুয়াল্লা ও মাওলুদুন নবী পরিদর্শন।

✔ মদিনা জিয়ারা: (ইসলামিক ঐতিহাসিক স্থানসমূহ পরিদর্শন)
: সুহাদায়ে উহুদ আমির হামজার রওজা, উহুদ পাহাড়, মসজিদুল কিবলাতাইন, ওসমান (রা)-এর খেজুরের বাগান, মসজিদে কুবা, জান্নাতুল বাকি,রিয়াদুস জান্নাহ , মসজিদে বেলাল, মসজিদে গামামা, ইত্যাদি পরিদর্শন।

তাই আপনার পছন্দের ফ্লাইট সিডিউল কে সামনে রেখে পাসপোর্ট ও পেমেন্ট দিয়ে বুকিং কনফার্ম করুন।
Phone: 01623322024
01721379731

Address

Tilakpur , Akkelpur , Jaypurhat
Tilakpur
5942

Website

Alerts

Be the first to know and let us send you an email when SURE Overseas Recruit posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category