27/07/2025
ফেজবুকে ঢুকলে নিজেকে নির্বোধ, অশিক্ষিত এবং ব্যর্থ মনে হয়।
১। হাটুর সমান বয়সের কন্টেন্ট ক্রিয়েটররা মোটিভেশনাল বক্তা হয়েছে।
২। জীবনের সফলতার পরামর্শ তাদের কাছে থেকেই পাওয়া যাচ্ছে।
৩। সারাদিন যা দেখি তার বেশির ভাগই কপি, মিথ্যা ও বানোয়াট ও অলৌকিক ঘটনা।
৪। কলিজার ভাই-বোনদের এখানে দেখা যায়। যাদের আপন ভাই-বোনের খবর রাখেনা।
৫। ভালোবাসা দিলে ভালোবাসা পাওয়া যায়। এটা কোন ভালোবাসা জানিনা!
৬। সবাই কনটেন্ট ক্রিয়েটর কোন রিয়েল ভিউয়ার নাই।
৭। কারো ঘরের খবর জানতে হলে আড়ি পাতা বা গোয়েন্দাগিরির দরকার নেই, মহিলাদের লাইফস্টাইল ব্লগ দেখলেই যথেষ্ট!
৮। কনেন্ট ক্রিয়েটরদের নিজস্ব কোন কনটেন্ট পাইনা! কমেন্ট করলে কমেন্ট পাবেন, ফলো করলে ফলো পাবেন, শেয়ার করলে স্টার পাবেন। এগুলো দেখতে দেখতে আর কিছু খুজে পাইনা!
কি যে করি?