22/08/2022
৩৬০ আউলিয়ার দেশ সিলেট ভ্রমন!
প্রতিবছরই বর্ষার শেষে দেখা মেলে সবুজে ঘেরা সিলেটের এক অন্য রকম স্বর্গীয় রূপ। যা দেখতে পর্যটক রা ছুটে চলে সিলেটের উদ্দেশ্যে পরিবার, পরিজন/বন্ধুবান্ধবরা মিলে। তাই আবারো দ্যা প্যারাডাইস ট্যুরিসম টিম যাচ্ছে বর্ষার সিলেট উপভগ করতে।
ইভেন্ট নামঃ- শরতের সিলেট ভ্রমন দ্যা প্যারাডাইসের সাথে!
__________________________________
যাত্রার সময়ঃ- ২২ সেপ্টেম্বর (রাত)
ফেরার সময়ঃ- ২৫ সেপ্টেম্বর (সকাল)
ইভেন্ট সময়ঃ- ২ দিন ৩ রাত (যাওয়া-আসা সহ)
আসন সংখ্যাঃ- ১২ জন
বাস: নন-এসি
রুম টাইপ: শেয়ার বেসিসে ৪ জন এক রুমে।
______________________________
🌍 সিলেটে আমরা যা যা দেখব
➡ জাফলং
➡ সংগ্রামপুঞ্জি ঝর্ণা
➡ লালাখাল (সময় সাপেক্ষে)
➡ চা বাগান
➡ আগুন পাহাড়
➡ ভোলাগঞ্জ/সাদাপাথর
➡ রাতারগুল সোয়াম্প ফরেস্ট
➡ শাহজালাল মাজার
➡ শাহ্ পরান মাজার
🚩 ভ্রমন খরচ
জনপ্রতি:- ৪,৮৫০ টাকা মাত্র (নন এসি বাস)
জনপ্রতি:- ৬,৪৫০ টাকা মাত্র (এসি বাস)
🚩 কাপল পলিসি
এক রুমে দুইজন/কাপল জন প্রতি ৭০০ টাকা করে যোগ হবে।
_________________
✅ চাইল্ড পলিসি
০-৪ বছর বয়স পর্যন্ত সম্পূর্ণ ফ্রী। ৪-৭ বছর বয়স পর্যন্ত ৮০% ফী দিতে হবে। সেক্ষেত্রে সেও সবার মত বাস টিকেট থেকে শুরু করে সারাদিনের খাবার দাবার সহ সব কিছুই পাবে, শুধু রুমটা বাবা, মায়ের সাথে শেয়ার করতে হবে।
৭ বছরের উপরে হলে সম্পূর্ণ ফী প্রযোজ্য
______________________________
➡ বাসঃ- এনা/হানিফ/ সমমানের
➡ হোটেলঃ- ৩ তারকা মানের
➡ ট্রান্সপোর্টঃ- বাস/ট্রেন/লেগুনা/ট্রলার/নৌকা
________________
🍽 খাবার দাবার
➡ দিন - ১
ব্রেকফাস্টঃ পরাটা, ডাল-ভাজি/ ডিম, চা, পানি
লাঞ্চঃ সাদা ভাত, মাছ/মুরগি, ভর্তা/সবজি, ডাল, পানি
ডিনারঃ সাদা ভাত, মাছ/মুরগি, ভর্তা, ডাল, পানি
➡ দিন - ২
ব্রেকফাস্টঃ (ডিম খিচুড়ি, পানি) / (পরাটা, ডাল-ভাজি/ ডিম, চা, পানি)
লাঞ্চঃ সাদা ভাত, মাছ/মুরগি, ভর্তা, ডাল, পানি
ডিনারঃ (সাদা ভাত, মাছ/মুরগি, ভর্তা, ডাল, পানি) / (গ্রিল কোয়াটার, নান রুটি, সালাদ, পানি)
_________________________________
♻ এই টাকার মধ্যে যা যা থাকছে
➡ আসা - যাওয়ার যাতায়াত খরচ
➡ ২দিনে ৬ বেলা খাবার
➡ সিলেটে সকল ধরনের যাতায়াত খরচ (সিএনজি,লেগুনা,বোট)
➡ এক রাত হোটেলে থাকা
➡ একজন দক্ষ ট্যুর গাইড
____________________
♻ যা যা থাকছে না
➡ কোন ধরনের ব্যাক্তিগত খরচ
➡ কোথাও যাত্রা বিরতি তে কোন ধরনের খাবার
➡ ২২ তারিখ রাতের খাবার
➡ খাবার মেনুর বাইরে অতিরিক্ত কোন খাবার অর্ডার করলে
➡ লালাখালের নৌকা ভাড়া
➡ উপরে উল্যেখ নেই এমন কোন কিছু
❗ আমাদের কোন হিডেন চার্জ নেই
____________________
♻ ঘুরার সম্ভাব্য প্লান
✔️ প্রথম রাত - ঢাকা মহাখালি/আব্দুল্লাহপুর থেকে বাসে করে সিলেটের উদ্দেশ্যে রওনা।
✔️ প্রথম দিন - সকালে সিলেটে নেমে সকালের নাস্তাটা সেরে নিব। তারপর আমরা যাবো জাফলং, সংগ্রামপুঞ্জি ঝর্ণা, লালাখাল (সময় সাপেক্ষে), আগুন পাহাড়, চা বাগানের উদ্দেশ্যে, সারাদিন সিএনজি,লেগুনা, নৌকা করে এইসব গুলো ঘুরে দেখব। তারপর সন্ধ্যার মধ্যেই ফিরে এসে হোটেলে উঠবো। রাতের খাবার সিলেটের বিখ্যাত পানসি অথবা পাঁচ ভাই হোটেলে খাবো।
✔️ দ্বীতিয় রাত - সিলেটের ৩ তারকা মানের হোটেলে রাত্রি যাপন।
✔️ দ্বীতিয় দিন - সকালে উঠে পানসি/পাঁচ ভাই হোটেলে সকালের নাস্তা করে আমরা রওনা দিবো রাতারগুল আর ভোলাগঞ্জের উদ্দেশ্যে। সাথে আরো একটি চা বাগান ও শাহ জালাল, শাহ পরান মাজারও ঘুরে দেখবো এই দিনে।
✔️ তৃতীয় রাত - সন্ধ্যার মধ্যেই শহরে এসে রাতের খাবার খেয়ে আমরা রাতের বাস/ট্রেনে করে ঢাকার উদ্দেশ্যে রওনা দিবো।
পরের দিন সকাল ভোরে ইনশা আল্লাহ ঢাকা এসে পৌছাবো।
______________________________________________________
কনফার্মেশন সময়সীমাঃ আসন ফাকা থাকা পর্যন্ত
কনফার্মেশন ফিঃ ২,৫০০ টাকা (অফেরতযোগ্য)
কনফার্মের টাকা চাইলে বিকাশ করতে পারেন, অথবা সরাসরি অফিসে এসে পরিশোধ করতে পারেন। যদি বিকাশ করেন, তাহলে বিকাশ খরচ সহ ২,৫৫০ টাকা (চার্জসহ) জমা দিতে হবে। আর টাকা বিকাশ করে কল দিয়ে কনফার্ম করতে হবে। মৌখিক কোন কনফার্মেশন গ্রহণযোগ্য নয়। এবং বাসের সিট টাও কনফার্মেশন সিরিয়াল অনুযায়ী বন্টন করা হবে।
বাকি টাকা ট্রিপে যাওয়ার দিন বা ট্রিপে যাওয়ার সময় পরিশোধ করতে হবে।
বিকাশ নংঃ- 01623696178 (Personal)
* আরো বিস্তারিত জানতে ভিসিট করুন আমাদের পেইজ ও গ্রুপে।
পেইজ লিঙ্কঃ- The Paradise Tourism
গ্রুপ লিঙ্কঃ- The Paradise Tourism (TPT)
* এছাড়াও আমরা গ্রুপ ট্যুর, ফ্যামিলি ট্যুর, কর্পোরেট করে থাকি, সপ্তাহের যে কোন দিনেই চাইলে আমাদের যে কোন কাস্টমাইজ প্যাকেজ বুকিং দিয়ে ঘুরে আসতে পারেন আপনার পরিবার পরিজনদের নিয়ে।
Feel free to contact us at any time.-
Phone:- 01624443218, 01624443219
Inbox:- m.me/theparadisetourism
Email:- [email protected]
Address:- 279, S M Tofajjal Hossain (Chairman) Road, South Gawair, Ashkona, Dakshinkhan, Dhaka-1230