06/05/2025
ইউএস-বাংলা এয়ারলাইন্সের ঢাকা-রিয়াদ সরাসরি ফ্লাইটের সূচি
সম্মানিত পার্টনার,
আশাকরি আপনি সুস্থ ও ভালো আছেন।
Mayer Dhoya Tours And Travels- এর পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি।
আপনাদের জানাতে পেরে আনন্দিত যে, ইউএস-বাংলা এয়ারলাইন্স ২১ এপ্রিল ২০২৫ হতে ২৪ অক্টোবর ২০২৫ পর্যন্ত ঢাকা থেকে রিয়াদ রুটে সরাসরি ফ্লাইট পরিচালনা করছে। ফ্লাইটের সময়সূচি নিম্নরূপ:
ঢাকা → রিয়াদ
• ভ্রমণের দিন: সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার এবং রবিবার
• যাত্রার সময়: দুপুর ০১:৩৫
• পৌঁছানোর সময়: বিকাল ০৫:১০
রিয়াদ → ঢাকা
• ভ্রমণের দিন: সোমবার, মঙ্গলবার, বুধবার, শুক্রবার এবং রবিবার
• যাত্রার সময়: রাত ০৭:১৫
• পৌঁছানোর সময়: পরের দিন ভোর ০৪:০০
যদি এ বিষয়ে কোনো প্রশ্ন থাকে বা অতিরিক্ত সহায়তার প্রয়োজন হয়, অনুগ্রহ করে ইমেইল করুন: [email protected] মোবাইল: +8801781224357 (Bellal)
• হটলাইন: +8801781224357
আপনার সহযোগিতার জন্য অগ্রিম ধন্যবাদ।