
19/07/2025
কাশ্মীর: ভূস্বর্গে এক স্বপ্নিল দিন ❄️🌸
কাশ্মীর—শুধু একটা জায়গা না, এটা যেন এক টুকরো স্বপ্ন!
সকালবেলা শ্রীনগরের ডাল লেকে শিকারায় চেপে যখন ভেসে চলছিলাম, মনে হচ্ছিল আমি যেন ছবির ভেতরে ঢুকে পড়েছি। ঠান্ডা বাতাসে গাল ছুঁয়ে যাচ্ছে, চারপাশে বরফে ঢাকা পাহাড় আর শীতল জলের ঢেউ—সব মিলিয়ে এক অভূতপূর্ব অনুভূতি।
🌄 গুলমার্গ ছিল আমার পরবর্তী গন্তব্য। কেবল কাশ্মীর নয়, গোটা ভারতবর্ষের সেরা স্কি রিসোর্টগুলোর একটি। কেবল বরফে ঢাকা রাস্তা আর সাদা মেঘেদের রাজ্য! গন্ডোলা রাইডে উঠে যখন চোখের সামনে পাইন গাছ, পাহাড় আর হিমবাহের মেলবন্ধন দেখলাম—মনে হচ্ছিল সময় যেন থেমে গেছে।
🌸 পাহেলগাঁও আর সোনমার্গ—এই দুটি জায়গা যেন প্রকৃতির কবিতা। নদীর পাশে বসে চুপচাপ পাহাড়ের দিকে তাকিয়ে থাকাটাও যেন এক ধ্যান। স্থানীয় কাশ্মীরি কাহওয়া চা আর রগনজোশ খেয়ে মনটা আরও বেশি গরম হয়ে উঠলো সেই ঠান্ডার মধ্যেই।
এখানকার মানুষগুলোও ঠিক ততটাই উষ্ণ আর অতিথিপরায়ণ, যতটা ঠান্ডা কাশ্মীরের হাওয়া। প্রত্যেকের মুখে একরাশ হাসি, আর সহজ করে দেওয়া সাহায্য।
এই ট্রিপটা শুধু চোখে দেখা নয়—এটা ছিল মন দিয়ে অনুভব করার মতো একটা অভিজ্ঞতা।
প্রকৃতির মাঝে হারিয়ে গেলে, আসল নিজের সঙ্গে দেখা হয়।
কাশ্মীর শুধু জায়গা নয়, এটা একটা অনুভব, একটা প্রেম।
#ভ্রমণ_বৃত্তান্ত #ভূস্বর্গ_কাশ্মীর ুটির_দিন