Wings Crowd

Wings Crowd Travel Agency, Air Ticket & Visa Processing

Alhamdulliah ITALY’S 2 visa it's our another success 😀😃😄
17/09/2024

Alhamdulliah ITALY’S 2 visa it's our another success 😀😃😄

01/09/2024
Bulgaria Visa
01/09/2024

Bulgaria Visa

আলহামদুলিল্লাহ! সাকসেস৩টি 🇹🇭থাইল্যান্ডের ভিসা এবং ৭টি 🇲🇾মালয়েশিয়ার ভিজিট ভিসা✈️আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভিজিট ভিসা ক...
13/07/2024

আলহামদুলিল্লাহ! সাকসেস
৩টি 🇹🇭থাইল্যান্ডের ভিসা এবং ৭টি 🇲🇾মালয়েশিয়ার ভিজিট ভিসা✈️

আমরা প্রতিনিয়ত বিভিন্ন দেশের ভিজিট ভিসা করে দিচ্ছি
থাইল্যান্ড, সিঙ্গাপুর, মালয়েশিয়া, শ্রীলঙ্কা, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, দুবাই, কাতার, তুরস্ক, শেনজেন, কানাডা, আমেরিকা, চায়না, লন্ডন, জাপান, কোরিয়া, হংকং, অস্ট্রেলিয়া সহ যে কোন দেশের ভিজিট ভিসা প্রসেসিং এবং এয়ার টিকেটিংয়ের জন্য যোগাযোগ করুন👇
01321-137272

ফ্রান্সে কাজের ভিসা পাওয়ার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:১. উপযুক্ত ভিসা টাইপ নির্বাচন: ফ্রান্সে কাজ কর...
05/07/2024

ফ্রান্সে কাজের ভিসা পাওয়ার জন্য আপনাকে নিম্নলিখিত ধাপগুলো অনুসরণ করতে হবে:
১. উপযুক্ত ভিসা টাইপ নির্বাচন: ফ্রান্সে কাজ করার জন্য বিভিন্ন ধরনের ভিসা রয়েছে। যেমন:
- শর্ট স্টে ভিসা (কম ৯০ দিন)
- লং স্টে ভিসা (৯০ দিন বা তার বেশি)
২. চাকরি খোঁজা এবং অফার: ফ্রান্সে কাজের জন্য একটি বৈধ চাকরির অফার প্রয়োজন। আপনার চাকরিদাতা আপনাকে ফ্রান্সে কাজ করার জন্য স্পনসর করবে এবং প্রয়োজনীয় কাগজপত্র সরবরাহ করবে।
৩. প্রয়োজনীয় ডকুমেন্টস: ভিসা আবেদন ফর্ম যথাযথভাবে পূরণ করা।
- পাসপোর্ট: বৈধ এবং ভিসা আবেদনের তারিখ থেকে কমপক্ষে তিন মাস বৈধ থাকতে হবে।
- ফটোগ্রাফ: সাম্প্রতিক পাসপোর্ট সাইজের ছবি।
- চাকরির প্রমাণ: চাকরির অফার লেটার এবং চুক্তি।
- আর্থিক স্থিতি: প্রমাণ যে আপনি ফ্রান্সে থাকা এবং খরচ চালানোর সামর্থ্য রাখেন।
- বীমা: ভ্রমণ এবং স্বাস্থ্যবীমা।
- বাসস্থানের প্রমাণ: ফ্রান্সে বাসস্থানের প্রমাণ।
৪. আবেদন প্রক্রিয়া: ভিসা আবেদন ফ্রান্সের নিকটস্থ দূতাবাস বা কনস্যুলেটে আবেদন জমা দিন।
- ফি প্রদান: ভিসা আবেদন ফি প্রদান করুন।
- ইন্টারভিউ: দূতাবাস বা কনস্যুলেট প্রয়োজন মনে করলে ইন্টারভিউয়ের জন্য ডাকতে পারে।
৫. ভিসা প্রসেসিং: আবেদন জমা দেওয়ার পর, দূতাবাস বা কনস্যুলেট আপনার আবেদন পর্যালোচনা করবে। ভিসা অনুমোদিত হলে, আপনাকে ভিসা স্ট্যাম্প দেওয়া হবে।
৬. ফ্রান্সে প্রবেশ: ফ্রান্সে প্রবেশের সময় প্রয়োজনীয় কাগজপত্র সঙ্গে রাখুন।

সঠিক নিয়ম এবং প্রয়োজনীয় ডকুমেন্টস মেনে আবেদন করলে ফ্রান্সে কাজের ভিসা পাওয়া সম্ভব।
Call/WhatsApp: 01321-137272

বাংলাদেশ থেকে নরওয়ের কাজের ভিসার পুরো প্রক্রিয়া।নরওয়ে কাজের ভিসার প্রক্রিয়া কয়েকটি ধাপে বিভক্ত। প্রতিটি ধাপ গুরুত্বের সা...
05/07/2024

বাংলাদেশ থেকে নরওয়ের কাজের ভিসার পুরো প্রক্রিয়া।
নরওয়ে কাজের ভিসার প্রক্রিয়া কয়েকটি ধাপে বিভক্ত। প্রতিটি ধাপ গুরুত্বের সাথে পালন করতে হয়। নিচে ধাপে ধাপে প্রক্রিয়াটি ব্যাখ্যা করা হলো:
1. জব অফার পাওয়াঃ প্রথমেই আপনাকে নরওয়ের একটি কোম্পানি থেকে চাকরির অফার পেতে হবে। নরওয়ের কোম্পানি আপনাকে নিয়োগ দিতে চাইলে তারা আপনাকে একটি অফার লেটার প্রদান করবে।
2. ডকুমেন্ট সংগ্রহঃ
- পাসপোর্ট (অন্তত ছয় মাসের জন্য বৈধ থাকতে হবে)
- পূর্ণাঙ্গ আবেদনপত্র
- পাসপোর্ট সাইজ ফটো
- কাজের অফার লেটার
- শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট
- কাজের অভিজ্ঞতার প্রমাণপত্র
- সিভি (Curriculum Vitae)
- হেলথ ইন্স্যুরেন্স প্রমাণ
3. অ্যাপ্লিকেশন ফিসঃ নির্দিষ্ট ফি প্রদান করতে হবে যা আবেদনপত্রের সাথে জমা দিতে হবে।
4. অনলাইন আবেদনঃ UDI (Norwegian Directorate of Immigration) এর ওয়েবসাইটে অনলাইন আবেদন করতে হবে। আবেদনপত্র পূরণ করে জমা দিতে হবে এবং প্রয়োজনীয় ডকুমেন্ট আপলোড করতে হবে।
5. ইন্টারভিউ ও বায়োমেট্রিকসঃ অনেক ক্ষেত্রে ভিসা অফিসে সাক্ষাৎকার দিতে হতে পারে। বায়োমেট্রিক ডেটা (আঙ্গুলের ছাপ ও ছবি) সংগ্রহ করা হতে পারে।
6. প্রক্রিয়া সম্পন্ন হওয়াঃ আবেদন জমা দেওয়ার পর, UDI আপনার আবেদনটি মূল্যায়ন করবে। এই প্রক্রিয়াটি কয়েক সপ্তাহ থেকে কয়েক মাস সময় নিতে পারে।
7. ভিসা গ্রান্টঃ ভিসা মনজুর হলে আপনাকে জানানো হবে এবং পাসপোর্টে ভিসা স্ট্যাম্প করা হবে।
8. নরওয়ে প্রবেশ ভিসা পাওয়ার পর আপনি নরওয়ে প্রবেশ করতে পারবেন। সেখানে পৌঁছে প্রয়োজনীয় নিবন্ধন এবং অন্যান্য আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে হবে।

উল্লেখ্য, ভিসার প্রক্রিয়া ও নিয়মাবলী বিভিন্ন পরিস্থিতি ও জাতীয়তার উপর নির্ভর করে পরিবর্তিত হতে পারে, তাই সর্বদা নরওয়ের অফিসিয়াল ওয়েবসাইট বা সংশ্লিষ্ট দূতাবাসের সাথে যোগাযোগ করে হালনাগাদ তথ্য সংগ্রহ করা উচিত।
Call/WhatsApp: 01321-137272

পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা। ভিসার ক্যাটাগরীঃ D1 রেসিডেন্সী। ভিসার স্টিকারে বায়োমেট্রিক এর ডেট দেয়া থাকে পর্তুগাল রেসিড...
05/07/2024

পর্তুগালে ওয়ার্ক পারমিট ভিসা।
ভিসার ক্যাটাগরীঃ D1 রেসিডেন্সী। ভিসার স্টিকারে বায়োমেট্রিক এর ডেট দেয়া থাকে পর্তুগাল রেসিডেন্স কার্ডের জন্য। প্রথমে দুই বছরের রেসিডেন্সী কার্ড পাওয়ার পর ফ্যামিলি নিতে পারবেন। পাঁচ বছর পর পাসপোর্ট এর জন্য আবেদন।
পেশাঃ স্কিলড/ননস্কিলড কৃষি, কন্সট্রাকশন, হসপিটালিটি (হোটেল, রেস্তোরা), হেভী লরী ড্রাইভার।
বয়সঃ ২০-৪০ বছর

প্রকৃত আগ্রহীরা যোগাযোগ করতে পারেন।
Call/WhatsApp: 01321-137272

27/06/2024

হংকং ভিসা প্রসেসের এই তথ্যটি এর আগে কেউ শেয়ার করেনি। আপনার মতামত কমেন্ট করে জানাতে পারেন।
হংকং ভিসা প্রসেস করার জন্য ক্যাথে প্যাসিফিক এয়ারলাইন্সের টিকেট কনফার্ম করা বাধ্যতা মূলক নয়। ভিসা পাওয়ার পর আপনি যেকোন এয়ারলাইন্সের টিকেট দিয়ে হংক ভিজিট করতে পারবেন। ক্যাথে প্যাসিফিক অফিস থেকে হংকং এর ভিসা প্রসেস করলে তারা শর্ত জুড়ে দেয় যে ক্যাথে প্যাসিফিক এর টিকেট বাধ্যতামূলক।

কিন্তু বাস্তবতা হলো হংকং ইমিগ্রেশন এর সাথে ক্যাথে প্যাসিফিক অফিসের এমন কোন চুক্তি নেই। ক্যাথে প্যাসিফিক এর টিকেট বিক্রি করার জন্য তারা এই মার্কেটিং পলিসি ব্যবহার করে থাকে। হংকং ভিসা প্রসেস করার জন্য হংকং ইমিগ্রেশনর একটি ওপেন প্লাটফর্ম রয়েছে। চাইলে এই প্লাটফর্ম থেকে যে কেউ হংকং এর ভিসা প্রসেস করতে পারবে।

আপনার যদি ট্রাভেল হিস্ট্রি ভালো থাকে, আপনি যদি রিয়েল ট্যুরিস্ট হয়ে থাকেন অথবা আপনার যদি হংকং ভিজিট করার জন্য ব্যবসায়িক কিংবা অন্য কোন যৌক্তিক কারণ থাকে, তাহলে আপনি হংকং ভিজিট ভিসার জন্য আবেদন করতে পারেন। হংকং ভিজিট ভিসা প্রসেস করার জন্য আপনার পাসপোর্ট এবং যাবতীয় ডকুমেন্টের সফট কপি প্রযোজন হবে। অযথাই আপনার পাসপোর্ট কোথাও জমা রাখার প্রয়োজন নেই এবং সেটি এক দিনের জন্যেও না।

চাইলে আপনার সকল ডকুমেন্ট স্ক্যান করে নিজে নিজেই হংকং ভিসা প্রসেস করতে পারেন। এপ্লিকেশন সাবমিট করার পর ভিসা পেতে ২১ দিন বা তার বেশি সময় লাগতে পারে। ভিসা অ্যাপ্রুভ হলে আপনার ই-মেইলে একটি নোটিফিকেশন আসবে এবং অ্যাপ্রুভাল লেটারটি ই-মেইলের এটাচমেন্টে pdf ফাইল হয়ে থাকবে। অ্যাপ্রুভাল লেটার এর ইনফরমেশন দিয়ে আপনি হংকং এর ওয়েবসাইট থেকে ই-ভিসা ডাউনলোড করতে পারবেন। এই সম্পূর্ণ প্রক্রিয়াটি আপনি নিজে নিজেই করতে পারবেন। চাইলে আমাদের সহযোগিতা নিতে পারেন।
আরো তথ্য জানতে যোগাযোগ করুনঃ 01321-137272 (WhatsApp)
মালয়েশিয়া, সিংগাপুর, থাইল্যান্ড, ডুবাই, কাতার, চায়না, ইন্দোনেশিয়া, ভিয়েতনাম, সৌদি আরব, ইউএসএ, ইউকে, অস্ট্রেলিয়া, কানাডা ভিসা প্রসেস্ করা হয়
Malaysia, Singapore, Thailand, Dubai, Qatar, China, Indonesia, Vietnam, Saudi Arabia, USA, UK, Australia, Canada VISA process are available
Message Wings Crowd on Facebook & WhatsApp. https://wa.me/+8801321137272
------------------------------------------------------------------------------
সহযোগিতায়ঃ
Wings Crowd
Flat B1, House 11, Road 3, Sector 6, Uttara, Dhaka
প্রতিদিনঃ সকাল ১০:০০ টা - রাত ৭:০০ টা পর্যন্ত।
WhatsApp for VISA: 01321-137272

ইতালিতে কর্মসংস্থান ভিসা পাওয়ার জন্য বাংলাদেশ থেকে কোনো দালালের সাহায্য ছাড়াই কীভাবে আবেদন করবেন, তা জানার জন্য নিচের ...
25/06/2024

ইতালিতে কর্মসংস্থান ভিসা পাওয়ার জন্য বাংলাদেশ থেকে কোনো দালালের সাহায্য ছাড়াই কীভাবে আবেদন করবেন, তা জানার জন্য নিচের ধাপগুলো অনুসরণ করুন:
🔴ইতালিতে চাকরি খুঁজুন: ইতালির কোনো নিয়োগকর্তার কাছ থেকে একটি চাকরির প্রস্তাব পেতে হবে। আপনার নিয়োগকর্তাকে আপনার কর্মসংস্থান ভিসার জন্য স্পন্সর হতে হবে।
🔴লেবার মার্কেট টেস্ট: আপনার নিয়োগকর্তাকে প্রমাণ করতে হবে যে ওই পদে কোনো স্থানীয় বা ইইউ প্রার্থী পাওয়া যাচ্ছে না।
🔴নুল্লা অস্টা (Nulla Osta) জন্য আবেদন: আপনার নিয়োগকর্তাকে ইতালির স্থানীয় অভিবাসন অফিসে (Sportello Unico per l’Immigrazione) নুল্লা অস্টার জন্য আবেদন করতে হবে। এটি প্রক্রিয়াকরণ করতে কয়েক সপ্তাহ সময় লাগতে পারে। একবার অনুমোদিত হলে, নুল্লা অস্টা ছয় মাসের জন্য বৈধ থাকে।
🔴প্রয়োজনীয় ডকুমেন্ট সংগ্রহ করুন:
- বৈধ পাসপোর্ট
- পূর্ণাঙ্গ ভিসা আবেদন ফর্ম
- পাসপোর্ট সাইজের ছবি
- ইতালিতে থাকার প্রমাণ
- চাকরির চুক্তি বা নিয়োগপত্র
- নুল্লা অস্টা (মূল এবং কপি)
- যোগ্যতার প্রমাণ এবং পেশাগত অভিজ্ঞতা (যদি প্রয়োজন হয়)
- পর্যাপ্ত আর্থিক সামর্থ্যের প্রমাণ
- স্বাস্থ্য বীমা কভারেজ
🔴ভিসা আবেদন জমা দিন: বাংলাদেশে ইতালির দূতাবাস বা কনস্যুলেটের সাথে অ্যাপয়েন্টমেন্ট শিডিউল করুন। সমস্ত প্রয়োজনীয় ডকুমেন্টস সহ ব্যক্তিগতভাবে আবেদন জমা দিন। ভিসা আবেদন ফি পরিশোধ করুন।
🔴সাক্ষাৎকারে অংশগ্রহণ করুন (যদি প্রয়োজন হয়): সাক্ষাৎকারের জন্য প্রস্তুত থাকুন যেখানে আপনাকে আপনার চাকরি, যোগ্যতা এবং ইতালিতে যাওয়ার কারণ সম্পর্কে জিজ্ঞাসা করা হতে পারে।
🔴প্রক্রিয়ার জন্য অপেক্ষা করুন: প্রক্রিয়াকরণের সময় পরিবর্তিত হতে পারে, তবে সাধারণত কয়েক সপ্তাহ সময় লাগে। আপনার আবেদন স্থিতির আপডেটের জন্য কনস্যুলেটের সাথে যোগাযোগ রাখুন।
🔴আপনার ভিসা সংগ্রহ করুন: একবার আপনার ভিসা অনুমোদিত হলে, আপনাকে দূতাবাস বা কনস্যুলেট থেকে এটি সংগ্রহ করতে বলা হবে।
🔴ইতালিতে যান: ভিসা পাওয়ার পরে, আপনি ইতালিতে ভ্রমণ করতে পারেন। ইতালিতে পৌঁছানোর আট দিনের মধ্যে আপনাকে স্থানীয় পুলিশ সদর দপ্তরে (Questura) একটি রেসিডেন্স পারমিট (Permesso di Soggiorno) এর জন্য আবেদন করতে হবে।
Call/WhatsApp: 01321-137272

🇸🇰স্লোভাকিয়া, 🇸🇮স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট সহ জব!1. বয়সসীমা: 20-45 বছর। 2. অভিজ্ঞতা থাকাতে হবে। সুবিধাসমূহঃ■ বাসস্থান ...
23/06/2024

🇸🇰স্লোভাকিয়া, 🇸🇮স্লোভেনিয়া ওয়ার্ক পারমিট সহ জব!
1. বয়সসীমা: 20-45 বছর।
2. অভিজ্ঞতা থাকাতে হবে।
সুবিধাসমূহঃ
■ বাসস্থান ফ্রী
■ খাবার ফ্রী
■ কর্মস্থলে যাতায়াত ফ্রী
■ কন্ট্রাক্ট ৩ বছর (নবায়ন যোগ্য)
■ ডিউটি ৪০ ঘন্টা সপ্তাহে ৫দিন
■ ওভার টাইম আছে
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
Call/WhatsApp: 01321-137272

🇭🇷 ক্রোয়েশিয়াতে ওয়ার্ক ভিসা!1. বয়সসীমা: 20-45 বছর। 2. অভিজ্ঞতা থাকাতে হবে। সুবিধাসমূহঃ■ বাসস্থান ফ্রী■ খাবার ফ্রী■ ক...
23/06/2024

🇭🇷 ক্রোয়েশিয়াতে ওয়ার্ক ভিসা!
1. বয়সসীমা: 20-45 বছর।
2. অভিজ্ঞতা থাকাতে হবে।
সুবিধাসমূহঃ
■ বাসস্থান ফ্রী
■ খাবার ফ্রী
■ কর্মস্থলে যাতায়াত ফ্রী
■ কন্ট্রাক্ট ২ বছর (নবায়ন যোগ্য)
■ ডিউটি ৪৮ ঘন্টা সপ্তাহে ৬দিন
■ ওভার টাইম আছে
বিস্তারিত জানতে যোগাযোগ করুন
📞 Call/WhatsApp: 01321-137272

আমাদের প্রতিষ্ঠান এর জন্য মাসিক চুক্তিতে সেডান কার দরকার,কেউ আগ্রহী থাকলে আপনার গাড়ির মডেল নাম্বার ও ছবি সহ নক দিন।📞 Cal...
23/06/2024

আমাদের প্রতিষ্ঠান এর জন্য মাসিক চুক্তিতে সেডান কার দরকার,
কেউ আগ্রহী থাকলে আপনার গাড়ির মডেল নাম্বার ও ছবি সহ নক দিন।
📞 Call/WhatsApp: 01321-137272

Address

Dhaka

Alerts

Be the first to know and let us send you an email when Wings Crowd posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share