08/07/2025
আদীব হুজুর হাফিজাহুল্লাহর কিছু অমূল্য বাণী:
১-যারা মেহনত করে তাদের সময় তো চলে যায়, কিন্তু তাদের হাতে থেকে যায় মেহনতের ফসল, সাধনা ও পরিশ্রমের সুফল। যারা মেহনত করে না তাদেরও সময় চলে যায়, কিন্তু তারা হয় বঞ্চিত, মাহরুম ও দুর্ভাগা।
২-আমাদের প্রতিটি কথা ও কাজ, প্রতিটি আচরণ ও উচ্চারণ যেন ছোটদের জন্য শিক্ষা হয়।
৩-'আমাকে ভালোবাসো,কিন্তু বিশ্বাস করো না;
আমাকে ভালোবাসো,কিন্তু আমার চিন্তা ও চেতনার সঙ্গে একাত্মতাবোধ করো না,এটা আর যাই হোক ভালোবাসা নয়।'
আদীব হুযূর ( মাওলানা আবু তাহের মিসবাহ দা.বা.)
(পুষ্প ৩য় প্রকাশন,৬ষ্ঠ সংখ্যা,৯ম পৃষ্ঠা)
৪-শুদ্ধ ভাষায় কথা বলা সাহিত্যের অর্ধেক।
৫-আত্মসমালোচনাই আত্ম-উন্নতির পথ তৈরি করে দেয়। পক্ষান্তরে আত্মতুষ্টি ডেকে আনে ক্ষতি ও বরবাদি।
৬-অপপ্রচার হল আমাদের বিরুদ্ধে দুশমনের সবচেয়ে বড় ও কার্যকর হাতিয়ার।
৭-আলো মানুষকে পথ দেখায়। কোরআন এমন আলো যা মানুষকে শুধু পথ দেখায় না, গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়, যার নাম হিদায়াত।
৮-হৃদয় কী জন্য! দুঃখী মানুষের দুঃখ অনুভব করার জন্য।
৯-জীবন তাদেরই জন্য, যারা সময়ের মূল্য বোঝে।
১০-হে অরুণ! হে তরুণ! পৃথিবী চায়, অতীতের আলোকিত মানুষের মতো তুমি কিছু স্বপ্ন দেখো নিজের জন্য, মানুষের জন্য এবং মানবতার জন্য!
১১-নিজেকে মানুষ বলে পরিচয় দেয়া খুব সহজ, কিন্তু নিজেকে মানুষ বলে প্রমাণ করা খুব কঠিন।
১২-জীবনের তিক্ত সত্য এই যে, মানুষ বড় হয় বহু বছরের নিরন্তর সাধনায়, মানুষ ছোট হয়ে যায় মুহূর্তের ছোট একটা আচরণে বা উচ্চারণে।
১৩-প্রত্যেক মা ও বাবাকে মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে প্রত্যেক শিক্ষককে, একটি শিশু তাই শেখে যা সে তার মা-বাবাকে ও শিক্ষককে করতে দেখে।
১৪-মানুষ বড় হয়, মহৎ হয় যখন সে মানুষের জন্য জীবন যাপন করে; মানুষ ছোট হয়, তুচ্ছ হয় যখন সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে।
১৫-মানুষ তিনটি জিনিসকে মূল্য দেয়, যোগ্যতা, সততা ও বিচক্ষণতা। মানুষের সমাজে, কর্মের জগতে যদি মূল্য পেতে চাও, এই তিনটি গুণ তাহলে অর্জন কর।
১৬-জিহ্বাকে যদি সংযমের মধ্যে রাখতে পারো, ক্রোধ যদি সংবরণ করতে পারো, আর যদি পারো ক্ষমা করতে, তোমার জীবন তাহলে সুন্দর, সফল!
১৭-জীবন কখন অন্ধকার হয়! সামনে যখন সঠিক কোন উদ্দেশ্য না থাকে। জীবন কখন আলোকিত হয়! সামনে যখন সঠিক উদ্দেশ্য থাকে। আলোকিত উদ্দেশ্যই আলোকিত জীবন।
১৮-ছোট বড় প্রতিটি মানুষেরই আত্মমর্যাদা রয়েছে, তুমি যদি কারো আত্মমর্যাদায় আঘাত করে কথা বলো, তাহলে তার বন্ধুত্ব বা আনুগত্য তুমি হারাতে পারো।
১৯-জ্ঞানের সঙ্গে বিনয় অর্জন করা কঠিন, কারণ স্বভাবের দিক থেকে মানুষ অহঙ্কারপ্রিয়।
২০-যেকোনো প্রচেষ্টা তখনই সফল হয়, যখন বিশুদ্ধ প্রতিজ্ঞা, পরম প্রজ্ঞা ও কর্মোদ্যম একত্র হয়।
২১-সুন্দর লেখা ও সাহিত্য সেটাই যাতে রয়েছে সত্যের প্রকাশ, যা হৃদয় থেকে বের হয়ে হৃদয়ে প্রবেশ করে এবং হৃদয় ও আত্মাকে আলোকিত করে।