Madrasatul Hikmah Al Islamiah

Madrasatul Hikmah Al Islamiah This is official web page of Madrasatul Hikmah Al-Islamiah. Visit us for more details https://www.m It founded in 2000.

Madrasatul Hikmah Al-Islamiah is a Islamic modern institutions, what based on international education.

উত্তরার মাইলস্টোন স্কুলে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত। নিহতদের রূহের মা...
21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুলে ট্রেনিং ফাইটার বিমান বিধ্বস্ত হওয়ার মর্মান্তিক দুর্ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত।

নিহতদের রূহের মাগফিরাত ও আহতদের দ্রুত পরিপূর্ণ শেফা কামনা করছি।

—মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ, উত্তরা

21/07/2025

উত্তরার মাইলস্টোন স্কুলে বিমান দুর্ঘটনায় কোমলমতি শিক্ষার্থীদের হতাহতের ঘটনায় আমরা গভীরভাবে শোকাহত ও উদ্বিগ্ন।

মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়ার পক্ষ থেকে নিহতদের জন্য রুহের মাগফিরাত ও আহতদের দ্রুত সুস্থতা কামনা করছি।
আল্লাহ তাআলা সবাইকে হেফাজতে রাখুন। আমিন।

19/07/2025

📢 শিক্ষক নিয়োগ বিজ্ঞপ্তি
মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ, উত্তরা-ঢাকা

১০ম শ্রেণি পর্যন্ত ইংরেজি ও গণিত বিষয় পড়াতে সক্ষম দুইজন স্বতন্ত্র অভিজ্ঞ শিক্ষক আবশ্যক।

✅ নিয়োগের শর্তাবলি:

১. প্রার্থীকে ২৬ জুলাই ২০২৫ ইং, এক ঘণ্টার লিখিত নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে।
২. আগ্রহী প্রার্থীদেরকে ২৫ জুলাই ২০২৫ ইং এর মধ্যে সিভিসহ যোগাযোগ করার অনুরোধ করা যাচ্ছে।
৩. ধার্মিক ও সুন্নাতের অনুসারী প্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।

📍 ঠিকানা:
মাদরাসাতুল হিকমাহ আল ইসলামিয়াহ
বাড়ি: ১৭, রোড: ০২, সেক্টর: ০৬, উত্তরা, ঢাকা-১২৩০

📞 যোগাযোগ: ০১৮৮৮-৬৮৫১৬৯

আলহামদুলিল্লাহ।১ম বর্ষের ছাত্রদের মাসিক পরীক্ষা চলছে। আজ জোহরের নামাজের পর থেকে কিতাব ও ইবতেদায়ি বিভাগের সকল ছাত্রের জন্...
16/07/2025

আলহামদুলিল্লাহ।
১ম বর্ষের ছাত্রদের মাসিক পরীক্ষা চলছে। আজ জোহরের নামাজের পর থেকে কিতাব ও ইবতেদায়ি বিভাগের সকল ছাত্রের জন্য দুই দিনের মাসিক ছুটি ঘোষণা করা হয়েছে।

আল্লাহ তায়ালা আমাদের সকল ছাত্র, উস্তাদ ও অভিভাবককে কবুল ফরমান। আমিন।

বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমিন।
15/07/2025

বারাকাল্লাহু ফি হায়াতিহি। আমিন।

চব্বিশের আন্দোলনে যখন চারপাশ থমথমে, তখন মাদরাসাতুল হিকমাহ উত্তরার প্রিন্সিপাল মাওলানা আবু সালেহ রহমানী ছিলেন সাহস ও প্রত্যয়ের জীবন্ত উদাহরণ। হুমকি, ধমকি, ভয়ভীতিকে উপেক্ষা করে তিনি নিজের পরিবার, ছাত্র-শিক্ষক ও মাদরাসার স্টাফ নিয়ে নেমে এসেছিলেন উত্তরা বিএনএস সেন্টারের সামনে—আন্দোলনের একেবারে শুরুর সময় থেকেই।

এই দৃশ্য ছিল ঈমানি দৃঢ়তা ও নেতৃত্বের এক অনন্য চিত্র। তিনি শুধু শিক্ষক নন, ছিলেন এক অভিভাবক, এক লড়াকু যোদ্ধা, যিনি সন্তানদের আদর্শিক চেতনায় গড়ে তুলেছেন নিজের জীবনের ঝুঁকি নিয়ে। তার সাহসিকতা আমাদের মনে করিয়ে দেয়—যে নেতৃত্ব মাটি থেকে উঠে আসে, তা কখনোই নিঃশব্দ হয়ে যায় না।

মাওলানা আবু সালেহ রহমানী, আপনি আমাদের জন্য অনুপ্রেরণার বাতিঘর।

08/07/2025

আদীব হুজুর হাফিজাহুল্লাহর কিছু অমূল্য বাণী:

১-যারা মেহনত করে তাদের সময় তো চলে যায়, কিন্তু তাদের হাতে থেকে যায় মেহনতের ফসল, সাধনা ও পরিশ্রমের সুফল। যারা মেহনত করে না তাদেরও সময় চলে যায়, কিন্তু তারা হয় বঞ্চিত, মাহরুম ও দুর্ভাগা।

২-আমাদের প্রতিটি কথা ও কাজ, প্রতিটি আচরণ ও উচ্চারণ যেন ছোটদের জন্য শিক্ষা হয়।

৩-'আমাকে ভালোবাসো,কিন্তু বিশ্বাস করো না;
আমাকে ভালোবাসো,কিন্তু আমার চিন্তা ও চেতনার সঙ্গে একাত্মতাবোধ করো না,এটা আর যাই হোক ভালোবাসা নয়।'
আদীব হুযূর ( মাওলানা আবু তাহের মিসবাহ দা.বা.)
(পুষ্প ৩য় প্রকাশন,৬ষ্ঠ সংখ্যা,৯ম পৃষ্ঠা)

৪-শুদ্ধ ভাষায় কথা বলা সাহিত্যের অর্ধেক।

৫-আত্মসমালোচনাই আত্ম-উন্নতির পথ তৈরি করে দেয়। পক্ষান্তরে আত্মতুষ্টি ডেকে আনে ক্ষতি ও বরবাদি।

৬-অপপ্রচার হল আমাদের বিরুদ্ধে দুশমনের সবচেয়ে বড় ও কার্যকর হাতিয়ার।

৭-আলো মানুষকে পথ দেখায়। কোরআন এমন আলো যা মানুষকে শুধু পথ দেখায় না, গন্তব্য পর্যন্ত পৌঁছে দেয়, যার নাম হিদায়াত।

৮-হৃদয় কী জন্য! দুঃখী মানুষের দুঃখ অনুভব করার জন্য।

৯-জীবন তাদেরই জন্য, যারা সময়ের মূল্য বোঝে।

১০-হে অরুণ! হে তরুণ! পৃথিবী চায়, অতীতের আলোকিত মানুষের মতো তুমি কিছু স্বপ্ন দেখো নিজের জন্য, মানুষের জন্য এবং মানবতার জন্য!

১১-নিজেকে মানুষ বলে পরিচয় দেয়া খুব সহজ, কিন্তু নিজেকে মানুষ বলে প্রমাণ করা খুব কঠিন।

১২-জীবনের তিক্ত সত্য এই যে, মানুষ বড় হয় বহু বছরের নিরন্তর সাধনায়, মানুষ ছোট হয়ে যায় মুহূর্তের ছোট একটা আচরণে বা উচ্চারণে।

১৩-প্রত্যেক মা ও বাবাকে মনে রাখতে হবে এবং মনে রাখতে হবে প্রত্যেক শিক্ষককে, একটি শিশু তাই শেখে যা সে তার মা-বাবাকে ও শিক্ষককে করতে দেখে।

১৪-মানুষ বড় হয়, মহৎ হয় যখন সে মানুষের জন্য জীবন যাপন করে; মানুষ ছোট হয়, তুচ্ছ হয় যখন সে শুধু নিজেকে নিয়ে ব্যস্ত থাকে।

১৫-মানুষ তিনটি জিনিসকে মূল্য দেয়, যোগ্যতা, সততা ও বিচক্ষণতা। মানুষের সমাজে, কর্মের জগতে যদি মূল্য পেতে চাও, এই তিনটি গুণ তাহলে অর্জন কর।

১৬-জিহ্বাকে যদি সংযমের মধ্যে রাখতে পারো, ক্রোধ যদি সংবরণ করতে পারো, আর যদি পারো ক্ষমা করতে, তোমার জীবন তাহলে সুন্দর, সফল!

১৭-জীবন কখন অন্ধকার হয়! সামনে যখন সঠিক কোন উদ্দেশ্য না থাকে। জীবন কখন আলোকিত হয়! সামনে যখন সঠিক উদ্দেশ্য থাকে। আলোকিত উদ্দেশ্যই আলোকিত জীবন।

১৮-ছোট বড় প্রতিটি মানুষেরই আত্মমর্যাদা রয়েছে, তুমি যদি কারো আত্মমর্যাদায় আঘাত করে কথা বলো, তাহলে তার বন্ধুত্ব বা আনুগত্য তুমি হারাতে পারো।

১৯-জ্ঞানের সঙ্গে বিনয় অর্জন করা কঠিন, কারণ স্বভাবের দিক থেকে মানুষ অহঙ্কারপ্রিয়।

২০-যেকোনো প্রচেষ্টা তখনই সফল হয়, যখন বিশুদ্ধ প্রতিজ্ঞা, পরম প্রজ্ঞা ও কর্মোদ্যম একত্র হয়।

২১-সুন্দর লেখা ও সাহিত্য সেটাই যাতে রয়েছে সত্যের প্রকাশ, যা হৃদয় থেকে বের হয়ে হৃদয়ে প্রবেশ করে এবং হৃদয় ও আত্মাকে আলোকিত করে।

আলহামদুলিল্লাহ, আজ থেকে শুরু হলো আমাদের ইবতেদায়ী বিভাগের ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা। দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকল শিক...
05/07/2025

আলহামদুলিল্লাহ, আজ থেকে শুরু হলো আমাদের ইবতেদায়ী বিভাগের ১ম সেমিস্টার ফাইনাল পরীক্ষা।

দোয়া করি, আল্লাহ তাআলা যেন সকল শিক্ষার্থীকে উত্তম ফলাফল দান করেন এবং তাঁদেরকে দ্বীনের খেদমতের উপযুক্ত বানান।
আমিন।

04/07/2025

আদীব হুজুরের মূল্যবান ৩০ টি নসিহত
১. একটি বীজ হয়তো খুব ছোট, কিন্তু তার মধ্যে রয়েছে বিপুল সম্ভাবনা। তুমি ক্ষুদ্রতার কথা ভেবো না, সম্ভাবনার কথা ভাবো!

২. তোমার জীবন যদি তোমার একার হয় তাহলে তুমি ব্যর্থ। তোমার জীবন যদি সবার হয় তাহলে তুমি সফল। তোমার বেঁচে থাকা স্বার্থক।

৩. ভুল করেছো! ভুল স্বীকার করে নাও। অন্যায় করেছো! অনুতপ্ত হও। তাহলেই তুমি ভালো মানুষ।

৪. সব মানুষ এক, আকারে ও আকৃতিতে; পার্থক্য শুধু কর্মের মধ্যে, চিন্তার মধ্যে এবং অনুভবের ক্ষেত্রে।

৫. জ্ঞানের সীমা চিরদিন ছিলো, অজ্ঞতার সীমা কোনদিন ছিলো না। মানুষ শুধু চেষ্টা করতে পারে জ্ঞানের সীমা একটু একটু করে বৃদ্ধি করার।

৬. ফল খেতে চাও! তাহলে বীজ লাগাও; চারাগাছে পানি দাও; দিনরাত গাছের যত্ন নাও।

৭. অন্ধকার দূর করার জন্য খুব বেশী কিছুর দরকার নেই। প্রয়োজন শুধু সামান্য প্রদীপের সামান্য আলো।

৮. অন্ধকার যখন ঘনীভূত হয় তখন বুঝতে হবে, নতুন ভোরের নতুন সূর্যোদয়ের সময় ঘনিয়ে এসেছে।

৯. এক টুকরো কাঁচ এবং একটি হীরকখণ্ডের মধ্যে পার্থক্য তুমি বুঝতে পারো, কিন্তু বুঝতে পারো না মুদ্রার চাকচিক্য এবং জ্ঞানের উজ্জ্বলতার পার্থক্য।

১০. মানুষ যখন স্বার্থচিন্তায় তাড়িত হয় তখন তার ভিতরের শিশুটি হারিয়ে যায়। তার চোখের চাহনিতে এবং মুখের হাসিতে শিশুর সরলতা আর খুঁজে পাওয়া যায় না।

১১. তুমি পৃথিবীর যে প্রান্তেই থাকো সকলের কাম্য হয়ে থেকো৷ শত্রুও যেনো তোমাকে কামনা করে৷

১২. মানুষ যখন মানুষের ব্যথা বোঝে, মানুষের বিপদে মানুষ যখন পাশে দাঁড়ায়, যখন মানুষ মানুষের জন্য হাসে এবং কাঁদে, আকাশের ফিরেশতারা তখন অবাক হয়ে তাকিয়ে থাকে।

১৩. ভীতি কখনোই প্রীতির মতো স্থায়ী ফলদায়ক ঔষধ নয়, যদিও তাতে সাময়িক উপশম অবশ্যই হয়৷

১৪. অনুশীলন করো বেশী লিখে এবং পরিবেশন করো কম লিখে; তুমি হবে সফল লেখক। তোমার লেখা হবে হৃদয়স্পর্শী ও কালোত্তীর্ণ।

১৫. যতদিন থাকবে 'আমার এবং তোমার' - এই বিভাজন, ততোদিন আসবে না গাছে ফল এবং মাঠে ফসল; ততোদিন ধরবে না কলি, ফোটবে না ফুল। তাই এসো ভাই, সাধনা করি, যেনো হতে পারি 'আমরা'।

১৬. আদর্শ পাঠক না হয়ে আদর্শ লেখক হওয়া যায় না। একপৃষ্ঠা লেখার জন্য অন্তত একশপৃষ্ঠা পড়তে হয় এবং অন্তত দশপৃষ্ঠা লিখতে হয়।

১৭. রুচিশীল সাহিত্য-সাধকের চিন্তা হয়ে থাকে খুবই উন্নত, গভীর ও সুদূর প্রসারী। তিনি উপলব্ধি করেন নির্বাক জড়বস্তুর অভিব্যক্তি এবং তাতে আপ্লুত হন। কখনো অন্যকেও আপ্লুত করেন।

১৮. দুঃখ তোমার কাছে কেনো এতো অপ্রিয়? জীবনে দুঃখের ছায়াপাত না হলে সুখের মুহূর্তগুলো কি এতো সুখের হতো?

১৯. জীবনে দুঃখ আছে বলেই আছে সুখ। অন্ধকার আছে বলেই আছে আলো। ব্যথা ও বেদনা আছে বলেই আছে আনন্দের তৃপ্তি।

২০. বৈদ্যুতিক আলোর ধাঁধায় ভুলে যেয়ো না, দূর অতীতে তোমার জীবনে ছিলো মোমের আলোর স্নিগ্ধতা।

২১. ঘুমের স্বাদ, নিদ্রার সুখ সবাই গ্রহণ করতে পারে; ঘুমের ঘোরে বেহুঁশ যারা, নিদ্রার কোলে অচেতন যারা তাদের জাগাতে পারে ক'জন?

২২. হাসির সময় যারা কাঁদতে পারে, আর কান্নার সময় হাসতে পারে, তুমি তাদের মতো হও।

২৩. কান্না জীবনের অংশ, কিন্তু শুধু কান্না সাহসী পুরুষের ধর্ম নয়। তোমার চোখে যেমন অশ্রু আছে তেমনি তোমার শিরায় আছে উষ্ণ রক্তের প্রবাহ।

২৪. কোনো শিক্ষকের মধ্যে পিতৃত্বের ছায়া আছে, মাতৃত্বের ছায়া আছে অথচ তার ছেলেরা তাকে মুহাববত করে না, এটা হবে না ইনশাআল্লাহ। এই জিনিসটার এখন বড় অভাব।

২৫. গাছের যে ডালে ফল ধরে সেটি ফলভারে নুয়ে থাকে৷ পক্ষান্তরে যে ডালে ফল নেই সেটি মাথা উঁচিয়ে থাকে৷ মানবসমাজেও আমরা এর প্রতিফলন দেখতে পাই৷ যে যত জ্ঞানী সে তত বিনয়ী৷ আর যার জ্ঞান যত সীমিত তার বুক ততটাই স্ফীত।

২৬. বিপদে সমস্যায় সন্তানকে তিরস্কার পরে করা, আগে তার পাশে দাঁড়ানো। তাহলে সন্তান আরো বড় অন্যায় করা থেকে এবং আরো গুরুতর অবস্থায় পড়া থেকে বেঁচে যায়।

২৭. আল্লাহ যাকে বিশেষ কোন মর্যাদা দান করেন সেব্যক্তির উচিত সেটা রক্ষা করা।

২৮. মানুষ হিসেবে আমাদের ভুল হতেই পারে। তবে আমাদের ভুলগুলো আমাদের বয়সের সাথে সঙ্গতিপূর্ণ হওয়া চাই।

২৯ . ভুল করলে, তওবা করে নেওয়া উচিৎ।

৩০. নিরাশ হয়ো না! চাওয়ার মতো যদি চাইতে পারো তাহলে তুমিও অনেক কিছু পেতে পারো। এ দুয়ার থেকে তো ডাক আসে দিন রাত, এসো হে নেককার, এসো হে গোনাহগার, লুটে নাও আমার দানের ভাণ্ডার।

✍️কলমে
রাজধানীর কামরাঙ্গিরচরে অবস্থিত মাদরাসাতুল মাদীনাহ’র পরিচালক, লেখক ,অনুবাদক, মাদানী নেসাবের প্রবর্তক এবং বাংলাদেশের প্রবীণ আলেমে দীন মাওলানা আবু তাহের মেসবাহ (আদীব হুজুর) এর অমূল্য ৩০টি বাণী। (সংগৃহীত)

সাপ্তাহিক প্রশিক্ষণমূলক বক্তৃতা সেমিনারের আজকের বিষয়বস্তু ছিল—হিজরি নববর্ষ ও মহিমান্বিত আশুরা।
03/07/2025

সাপ্তাহিক প্রশিক্ষণমূলক বক্তৃতা সেমিনারের আজকের বিষয়বস্তু ছিল—হিজরি নববর্ষ ও মহিমান্বিত আশুরা।

26/06/2025

মাদানি নেসাব ১ম বর্ষের ছাত্রদের ইংলিশ ক্লাস। আজকের বিষয়: Self Introduction.

সময় আল্লাহ তাআলার দেওয়া অজস্র নেয়ামতের মধ্য থেকে অনেক বড় এক নেয়ামত। মহামূল্যবান এক সম্পদ। সময় মানেই জীবন, জীবন মানে...
24/06/2025

সময় আল্লাহ তাআলার দেওয়া অজস্র নেয়ামতের মধ্য থেকে অনেক বড় এক নেয়ামত। মহামূল্যবান এক সম্পদ। সময় মানেই জীবন, জীবন মানেই খণ্ড খণ্ড কিছু সময়ের সমষ্টি-রূপ।

সময় থেকে শুধু তারাই উপকৃত হতে পারে, যারা সময়ানুবর্তী, সময়ের যথাযথ মূল্যায়ন করেন, গুরুত্ব দেন। পক্ষান্তরে যারা অনর....

Address

House-17, Road-02, Sector-06 Uttara
Uttara
1230

Alerts

Be the first to know and let us send you an email when Madrasatul Hikmah Al Islamiah posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Madrasatul Hikmah Al Islamiah:

Share

Our Story

Madrasatul Hikmah Al-Islamiah is a Islamic modern institutions, what based on international education. It founded in 2000.