DwD Tours & Travels

DwD Tours & Travels Air ticket
Visa Assistance
Package Tour
Corporate Tour
Medical Tourism
Digital Marketing
Media C

Air ticket (IATA Accredited)
Visa Assistance (Special for China, USA & Canada)
Package Tour (Special for Corporate tour & Business Meet)
Corporate Tour

কাশ্মিরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান মধ্যকার টেনশনের জন্য  আমরা খুব চমৎকার একটা জিনিস মিস করতেছি। কি সেটা? একবিংশ...
26/04/2025

কাশ্মিরের ঘটনাকে কেন্দ্র করে ভারত পাকিস্তান মধ্যকার টেনশনের জন্য আমরা খুব চমৎকার একটা জিনিস মিস করতেছি। কি সেটা? একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় জিও-ইকোনমিক সংঘর্ষ । চীন বনাম আমেরিকা।

আপনারা জানেন রিসেন্টলি আমেরিকা চীনা পণ্যের উপর ১৩৫% পর্যন্ত ট্যারিফ আরোপ করেছে। চীনও চুপ করে বসে থাকেনি। পাল্টা জবাবে তারা ১৪৫% পর্যন্ত রেসিপ্রোকাল ট্যারিফ চাপিয়েছে আমেরিকান পণ্যে।

কিন্তু আসল খেলা শুরু হয়েছে লাক্সারি মার্কেটকে কেন্দ্র করে। কি রকম খেলা?

বিশ্বের সবচেয়ে বেশি লাক্সারি ব্র্যান্ড প্রোডাকশন হয়ে থাকে চীনে। যেমন: Luis Vuitton, Dior, Chanel, Hermes, Gucci, Armani, Prada, Balenciaga, Burberry, Yves Saint Laurent, এমনকি Apple, Samsung, Sony-এর যন্ত্রাংশ পর্যন্ত ম্যানুফ্যাকচার হয় চীনেই।

তাহলে চীন কী করছে?

শুধু ট্যারিফেই নয়, তারা একটা সাইকোলজিক্যাল ও মার্কেটিং বোমা ফাটিয়েছে। লাক্সারি ব্র্যান্ডগুলোর রিয়েল প্রোডাকশন কস্ট এক্সপোজ করে দিয়েছে। টিকটক খুললেই দেখতে পারবেন কি পরিমাণ মার্কেটিং তারা চালাচ্ছে।

ধরেন:

যে Hermes Birkin Bag বিক্রি হয় $25,000 ডলারে, চীনে সেটার প্রোডাকশন কস্ট মাত্র $180।

Dior-এর একজোড়া হিল বিক্রি হয় $1200-এ, অথচ ফ্যাক্টরি কস্ট $40।

Gucci Belt যা বাজারে $700, চীনে প্রোডাকশন কস্ট $25 । Gucci -র একটা টি শার্ট বাজারে $400 কিন্তু চীনে প্রডাকশন কস্ট - $20

এমনকি আইফোনের মডিউলার পার্টস—প্রতি সেটের কস্ট মাত্র $100 । ক্যান ইউ ইম্যাজিন? শুধু সফটওয়্যার ইনস্টল দিয়ে ওরা আইফোনের প্রাইস বানাই দিচ্ছে $1000- $1500.

মজার বিষয় হচ্ছে চীন শুধু এটা এক্সপোজ করেই থেমে থাকেনি। তারা সরাসরি রিয়েল প্রাইস-এ ওই প্রোডাক্টগুলোর OEM (Original Equipment Manufacturer) ভার্সন বিক্রির জন্য অনলাইন মার্কেটপ্লেস পর্যন্ত খুলতেছে।

এই সাইটগুলোতে এখন আপনি ১০,০০০ ডলারের স্যুট পাবেন ১০০ ডলারে। একই মেটেরিয়াল, একই ফিনিশিং, পার্থক্য শুধু লোগোতে। অর্থাৎ লক্ষ লক্ষ টাকা দিয়ে আপনি উৎকৃষ্ট মানের প্রোডাক্ট কেনেন না আপনি কেনেন ব্রান্ডের লোগো।

চীনের এই কৌশল শুধু মার্কেট ডিসরাপ্ট করছে না, বরং আমেরিকার ব্র্যান্ড ইকুইটির উপর বড় ধরনের থ্রেট তৈরি করছে। এটা নিঃসন্দেহে একবিংশ শতাব্দীর সবচেয়ে বড় Economic Warfare - যেখানে চীন সরাসরি আমেরিকান কনজ্যুমার মার্কেটের পারসেপশন অফ ভ্যালু ভেঙে দিচ্ছে।

Lets play the game!

৩ লক্ষ কর্মী নিবে ডেনমার্ক।মাত্র ৬০ দিনে পেতে পারেন ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা। অনলাইনে আবেদন করবেন যেভাবেঃআবেদনের ল...
25/04/2025

৩ লক্ষ কর্মী নিবে ডেনমার্ক।
মাত্র ৬০ দিনে পেতে পারেন ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসা। অনলাইনে আবেদন করবেন যেভাবেঃ
আবেদনের লিংক কমেন্টেঃ

দালাল ছাড়াই ডেনমার্ক ওয়ার্ক পারমিট ভিসার আবেদন করবেন যেভাবে: নিজেই করুন আবেদন:

ডেনমার্কের ওয়ার্ক পারমিট ভিসার জন্য দালালের উপর নির্ভরশীল হওয়া একদমই প্রয়োজন নেই। সঠিক তথ্য জানলে আপনি নিজেই সহজে আবেদন করতে পারবেন।

কোথায় কাজ খুঁজবেন?

ডেনমার্কে চাকরি খুঁজতে নিম্নলিখিত ওয়েবসাইটগুলো ব্যবহার করতে পারেন:

1. Work in Denmark – ডেনমার্ক সরকারের অফিসিয়াল চাকরি পোর্টাল।

2. Jobindex – ডেনমার্কের অন্যতম জনপ্রিয় চাকরি সন্ধানের প্ল্যাটফর্ম।

3. LinkedIn – প্রোফাইল তৈরি করে সরাসরি নিয়োগকর্তার সাথে যোগাযোগ করুন।

4. EURES – ইউরোপীয় ইউনিয়নের চাকরি প্ল্যাটফর্ম।

আবেদন প্রক্রিয়া

1. চাকরি নিশ্চিত করুন: চাকরি পাওয়ার পর নিয়োগকর্তার কাছ থেকে একটি অফার লেটার সংগ্রহ করুন।

2. ডকুমেন্ট প্রস্তুত করুন: পাসপোর্ট, পাসপোর্ট সাইজ ছবি, চুক্তিপত্র, বেতন স্টেটমেন্ট, এবং প্রয়োজনীয় যোগ্যতার প্রমাণপত্র।

3. অনলাইনে আবেদন করুন: ডেনমার্কের অভিবাসন বিভাগের ওয়েবসাইট Ny i Danmark -এ ওয়ার্ক পারমিটের জন্য আবেদন করুন।

4. ফি পরিশোধ করুন: আবেদন জমা দেওয়ার সময় নির্ধারিত ফি জমা দিন।

গুরুত্বপূর্ণ বিষয়

ইংরেজিতে দক্ষতা থাকলে চাকরি পাওয়ার সম্ভাবনা বাড়বে।

স্কিলড ওয়ার্কারদের জন্য Positive List Scheme সুবিধা আছে।

সতর্ক থাকুন এবং দালালের ফাঁদে পা দেবেন না। সমস্ত প্রক্রিয়া স্বচ্ছভাবে সম্পন্ন করলে ডেনমার্কে চাকরি এবং স্থায়ী হওয়া সহজ হবে।

17/04/2025
17/04/2025

ভ্রমণ ব্যয়বহুল হওয়ায় অনেকেই পছন্দের জায়গায় বেড়াতে যেতে পারেন না। ভ্রমণ গন্তব্য যখন হয় দেশের বাইরে তখন খরচের চিন্তাটা হয় আরও বেশি। আবার অনেকে 'কম খরচে ভ্রমণ' কথাটা শুনলেই মনে করেন এক বেলা না খেয়ে ভ্রমণ। বিষয়টা আসলে তা নয়। একটি জায়গা সম্পর্কে যথেষ্ট জ্ঞান আপনাকে বাড়তি খরচ থেকে বাঁচাবে, একই সাথে কিছু ট্রিক্স জানা থাকলে অনেক ক্ষেত্রেই টাকার অপব্যয় থেকে রক্ষা পাবেন আপনি।
এই যেমন ব্যয়বহুল মনে করে বেড়াতে যাচ্ছেন না এমন অনেক দেশই আছে যেখানে মাত্র ২৫০০ টাকা দিনপ্রতি ব্যয়ে সানন্দে বেড়িয়ে আসতে পারবেন আপনি। জেনে নিন এমন ৭টি দেশের কথা-
থাইল্যান্ড
থাইল্যান্ডের সৌন্দর্যের কথা বলে শেষ করবার নয়। অপরূপ সুন্দর এই দেশটিতে হোটেল রুম নিতে পারবেন মাত্র ১.৪৮ ডলারে। খাবারের জন্য মাথাপিছু খরচ হবে মাত্র ১.৭৭ ডলার। থাইল্যন্ডের স্ট্রিট ফুড খুবই বিখ্যাত এবং সুস্বাদু। থাকার ক্ষেত্রে বেছে নিন সাধারণ মানের হোটেল বা হোস্টেল।
বলিভিয়া
ভ্রমণের জন্য অপূর্ব সুন্দর দেশ বলিভিয়া। প্রত্যেক ভ্রমণকারীর ইচ্ছে থাকে দেশটিতে একবার হলেও যাওয়ার। এই দেশে গড়ে ৬ ডলার রেটে হোটেলের রুম পাবেন আপনি। খাবার পড়বে প্রতিবেলা ৩.৫০ ডলার।
চীন
মজার দেশ চীন। যেখানে কোনো কিছুই অসম্ভব নয়। এই দেশটিতে হোটেল পাবেন ২.৯৩ ডলারে। রেস্তোরাঁয় খাবার পাবেন মাত্র ২.৯৫ ডলারে।
ম্যাক্সিকো
ম্যাক্সিকোর খাবারের খরচ তুলনামূলক বেশি। তাও ৫ ডলারে দুপুর বা রাতের খাবার খেয়ে নিতে পারবেন অনায়াসে। হোটেলে খরচ হবে ৫০ সেন্টের মতো। আপনি জনবহুল এলাকা যত এড়িয়ে যাবেন তত সস্তায় থাকার ব্যবস্থা করতে পারবেন। খাওয়ার খরচও কমে আসবে।
ইউক্রেন
কম খরচে বেড়িয়ে আসতে পারেন এমন আরেকটি দেশ ইউক্রেন। হোটেল পাবেন ৩ ডলার থেকে। খাওয়ার খরচও প্রতিবেলায় ৩ ডলারের বেশি হবে না।
ইন্ডিয়া
ইন্ডিয়া ভ্রমণ সস্তা কিন্তু আপনি যতটা সস্তা মনে করেন তার চেয়েও কম খরচে ইন্ডিয়া ভ্রমণ করা সম্ভব। হোস্টেলগুলোতে ২ ডলারের কিছু বেশি খরচ করেই রুম পেয়ে যাবেন আপনি। ইন্ডিয়ার স্ট্রিট ফুডও বিখ্যাত এবং সস্তা।
মিশর
পিরামিডের দেশ মিশরেও আপনি বেড়াতে পারবেন সস্তায়। ২.২১ ডলারে পাবেন হোটেল কক্ষ আর খাবার খরচ পড়বে ৩.০৪ ডলার।
ভ্রমণে যাতায়াত খরচ কমাতে আগে থেকে পরিকল্পনা করুন। যত আগে আপনার বিমান টিকিটটি বুক করবেন তত খরচ কমবে। হোটেলের রুম বুকিং এর ক্ষেত্রেও ভ্রমণ ওয়েবসাইট বা এপস ব্যবহার করে তুলনামূলক কম রেটে দেশ থেকেই রুম বুক করে যান। আর অবশ্যই যাওয়ার আগে অভীজ্ঞ ব্যক্তির কাছ থেকে খোঁজ খবর নিন। এতে প্রতারিত হওয়ার সম্ভাবনা থাকবে না।

“The world is a book and those who do not travel read only one page.” ― Augustine of Hippo
17/04/2025

“The world is a book and those who do not travel read only one page.”
― Augustine of Hippo

“We leave something of ourselves behind when we leave a place, we stay there, even though we go away. And there are thin...
17/04/2025

“We leave something of ourselves behind when we leave a place, we stay there, even though we go away. And there are things in us that we can find again only by going back there.”
― Pascal Mercier, Night Train to Lisbon

17/04/2025

শুভ নববর্ষ ১৪২৬!

Everything is আণ্ডা-r control 🥚
15/10/2024

Everything is আণ্ডা-r control 🥚

IT'S TIME TO FLY HIGH...!! ✈🌍Get the cheapest air tickets for both International & Domestic flights with DwD Tours & Tra...
05/10/2024

IT'S TIME TO FLY HIGH...!! ✈🌍

Get the cheapest air tickets for both International & Domestic flights with DwD Tours & Travels
Travel Smart, Fly Affordable! 💸

Call: +880 1955 888 111
Email: [email protected]

Address

Uttara

Opening Hours

Monday 10:00 - 18:00
Tuesday 09:00 - 18:00
Wednesday 09:00 - 18:00
Thursday 09:00 - 18:00
Saturday 09:00 - 18:00
Sunday 09:00 - 18:00

Telephone

+8800173227529

Alerts

Be the first to know and let us send you an email when DwD Tours & Travels posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to DwD Tours & Travels:

Share

Category