Passport Live

Passport Live আচ্ছালামুয়ালাইকুম
পাসপোর্ট এর জটিল সমাধান পেয়ে যাবেন নিশ্চিত।
যে কোনো জটিলতা সমাধান পেয়ে যাবেন

25/07/2025

ফলো করুন
বাংলাদেশের পাসপোর্ট
বাংলাদেশের পাসপোর্টপ্রতীকী ছবি
বিশ্বের শক্তিশালী পাসপোর্টের সূচকে গত বছরের তুলনায় এবার তিন ধাপ এগিয়েছে বাংলাদেশ। শক্তিশালী পাসপোর্টের দিক থেকে বাংলাদেশের অবস্থান এখন ৯৪তম। তালিকায় বাংলাদেশের সঙ্গে একই অবস্থানে আছে মধ্যপ্রাচ্যের যুদ্ধবিধ্বস্ত দেশ ফিলিস্তিন ও আফ্রিকার দেশ ইরিত্রিয়া।

গত বছরের সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ৯৭তম। তার আগের বছর ১০১তম।

যুক্তরাজ্যের লন্ডনভিত্তিক প্রতিষ্ঠান হেনলি অ্যান্ড পার্টনার্স প্রকাশিত সূচকে এসব তথ্য জানা গেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে গত শুক্রবার এ সূচক প্রকাশ করা হয়েছে।

সূচকে প্রকাশিত তথ্য বলছে, এখন বাংলাদেশের পাসপোর্টধারী ব্যক্তিরা আগাম ভিসা ছাড়া বিশ্বের ৩৯টি দেশে ভ্রমণ করতে পারেন।

হেনলি অ্যান্ড পার্টনার্সের সূচকে বাংলাদেশের অবস্থান সবচেয়ে ভালো ছিল ২০০৬ সালে, ৬৮তম। সবচেয়ে তলানিতে ছিল ২০২১ সালে, ১০৮তম

25/07/2025

Tarek Bhuiyan

18/07/2025

E-passport
এক ব্যক্তির দুইটি জন্ম নিবন্ধন দিয়ে দুইটি এমআরপি পাসপোর্ট থাকলে কি করতে হয়।
এমআরপি থেকে ই পাসপোর্ট করতে গেলে অবশ্যই তাকে একটি জন্ম নিবন্ধন ক্যানসেল করে তারপর ফিঙ্গার দিতে হবে।
জন্ম নিবন্ধন যদি ক্যান্সেল না করে পাসপোর্ট ফিঙ্গার হয়ে যায় সেই ক্ষেত্রে পাস্পোর্ট দাড়ি তার পাসপোর্ট পাবে না।

28/06/2025
28/06/2025

পাসপোর্ট এর ডেলিভারি স্লিপ হারিয়ে গেলে কি করতে হয়।
জানতে কমেন্ট করেন...

25/06/2025

পাসপোর্ট এর যে কোনো বিষয়ে জানতে চাইলে অবশ্যই কমেন্ট করতে পারেন।

#এর

14/06/2025

ইরানি পারবে একমাত্র ইসরাইলকে ধ্বংস করার জন্য।
সেই প্রত্যাশা সকল মুসলমান দের পক্ষ থেকে ইরানের জন্য শুভকামনা।

19/01/2025

1.Passport
MRP to E-passport
2.NID New correction
3.birth certificate new

14/01/2025

আচ্ছালামুয়ালাইকুম
১ পাসপোর্ট
2 MRP & E-passport MRP থেকে E-passport correction করে এই পাসপোর্ট করে দেয়া হয়
3 NID নতুন পুরাতন
4 জন্ম নিবন্ধন নতুন পুরাতন
১ যারা নতুন পাসপোর্ট করতে জামেলা মনে করেন
তাদের কে একদিন এর মধ্যে ফরম ফিলাপ এবং ফিঙ্গারিং করে দেয়া হয়।
২ যাদের আগের পাসপোর্ট আছে বর্তমানে এন্ড আইডির সাথে মিল নেই
তাদের পাসপোর্ট ও কারেকশন করে দেয়া হয় একদিনে।
৩ যাদের এনআইডিতে ভুল আছে এনআইডি কারেকশন করে দেয়া হয়।
৪ নতুন এনআইডির জন্য আর্জেন্ট যাদের এন আইডি দরকার এন আই ডি করে দেওয়া হয়।
৫ নতুন জন্ম নিবন্ধন করা দেওয়া হয়
এবং পুরাতন জন্ম নিবন্ধন কারেকশন করে দেয়া হয়।

With খানা-পিনা – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉
30/10/2024

With খানা-পিনা – I'm on a streak! I've been a top fan for 4 months in a row. 🎉

23/10/2024

পাসপোর্ট কি ভাবে নিজে নিজে আবেদন করবেন।
১ নিজ NID তে
নিজ নাম
পিতার নাম
মাতার নাম
যা আছে ঠিক তাই দিবেন
যারা বিবাহিত তাদের স্ত্রী NID & BRC তে যা আছে তাই দিবেন।

With খানা-পিনা – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉
02/10/2024

With খানা-পিনা – I'm on a streak! I've been a top fan for 3 months in a row. 🎉

Address

Uttarati

Telephone

+8801754007658

Website

Alerts

Be the first to know and let us send you an email when Passport Live posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Passport Live:

Share