Our Struggle Lifeline
#দশ_টাকার_গল্প
নামটি ফেসবুক পাড়ায় মোটামুটি সকলের কাছেই পরিচিত!
দেশের এই ভয়াবহ পরিস্থিতিতে জয়পুরহাট সহ সারা বাংলাদেশের কিছু দানশীল, মানবপ্রেমি ব্যক্তির সহযোগিতায় এপর্যন্ত কয়েকটি ইভেন্ট দ্বারা ৬৫৭টি পরিবারে নিত্য প্রয়োজনীয় খাদ্যদ্রব্য, একটি অসহায় পরিবারে টিউবওয়েল স্থাপন, একটি বৃদ্ধ ব্যক্তিকে টিনশেডের ঘর নির্মাণ, একটি ওয়াক্তিয়া মসজিদে ১ হাজার ইট, ৫৫০০ টাকা নগদ অর্থ ও ওযু'র জন্য পানির পাম্প মেশিন স্থাপন, ২১৪টি রোজাদার পথচারীর হাতে ইফতার পৌঁছানো ও আরও দুইটি পরিবারে টিউবওয়েল স্থাপন করার কার্যক্রম চলছে এবং ঈদের পরদিন উপরোক্ত বৃদ্ধকে একটি ক্ষুদ্র দোকান নির্মাণ করার লক্ষ্যে প্রস্তুতি গ্রহণ চলছে!
জয়পুরহাট জেলার সকল অসহায়, গরীব, ইয়াতিম, মিসকিন ও প্রতিবন্ধি ব্যক্তির জন্য ২৬ মার্চ, ২০২০ইং তারিখে প্রকল্পটির জন্ম হয়েছে। এখানে এক ঝাঁক তরুণ স্বেচ্ছাসেবক হিসেবে দিন-রাত পরিশ্রম করে যাচ্ছে।
দেশের পরিস্থিতি স্বাভাবিক হলে জয়পুরহাট জেলার সকল উপজেলা, ইউনিয়ন ও এলাকা ভিত্তিক #স্বেচ্ছাসেবক_প্রধান হিসেবে একজনকে নিযুক্ত করা হবে!
জ্ঞান-বুদ্ধি, পরামর্শ, আর্থিক সহযোগিতা, মৌখিক সহযোগিতা সহ স্বেচ্ছাসেবা প্রদান করে অসহায়দের পাশে দাঁড়ানোর জন্য আপনাদের প্রতি উদাত্ব আহবান রইলো।