08/09/2024
**মেডিকেল ভিসা চালু প্রসংগে**
আজ ইন্ডিয়ান ভিসা সেন্টারের সাথে ১৫ মিনিট কথা হলো। তাদের কাছ থেকে প্রাপ্ত তথ্যাদি প্রশ্নোত্তর আকারে নিচে দেওয়া হলো।
১) মেডিকেল ভিসা কি চালু হয়েছে?
উত্তর- হ্যা
২) মেডিকেল ভিসার জন্য কি হাই কমিসনে মেইল দিতে হবে?
উত্তর- না
৩) মেডিকেল ভিসা কি সব এপ্লিকেসন সেন্টারের জন্য চালু হয়েছে?
উত্তর- না। আপাতাত নির্দিষ্ট কিছু সেন্টারে আবেদন গ্রহন করছে। ঢাকার যমুনা ফিউচার পার্ক কেন্দ্রটি জমা নিচ্ছে।
৪) যদি আর্জেন্ট ভিসা প্রয়োজন হয়, তাহলে কি করতে হবে?
উত্তর- এপ্লাই করার পর, ওয়েবসাইটে প্রদত্ব ইমেইলে ভিসা কেন দ্রুত প্রয়োজন সেটা লিখে পাঠান। তারা যদি মনে করে আপনার ভিসা দ্রুত দেওয়া প্রয়োজন, সেক্ষেত্রে তারা সেটা জানিয়ে দিবে।
৫) মেডিকেল ভিসায় এপয়েন্টমেন্ট নেওয়া কি বাধ্যতামূলক?
উত্তর-হ্যা
৬) আমি কি নিজে নিজে এপয়েন্টমেন্ট নিতে পারবো?
উত্তর- হ্যা পারবেন। শুধুমাত্র পেমেন্ট করার ক্ষেত্রে ডলার এন্ডোর্স করা নিজের বা অন্য যে কারো একটি ব্যাংক কার্ড হলেই হচ্ছে।
৭) একজন রোগীর সাথে সর্বোচ্চ কতজন Attendant হিসেবে মেডিকেল ভিসা পাবে।
উত্তর- ২ জন। মানে হচ্ছে, রোগীসহ মোট ৩ জন। কোন কোন ক্ষেত্রে সর্বোচ্চ ৩ জন পর্যন্ত Attendant এলাই করে।
৮) কেউ কি আপনার ভিসা পাইয়ে দিতে পারবে?
উত্তর- না।
৯) প্রথমবার মেডিকেল ভিসার ক্ষেত্রে কার সুপারিশপত্র প্রয়োজন?
উত্তর- বাংলাদেশি কোন ডাক্তার কর্তৃক দেশের বাইরে চিকিৎসা প্রয়োজন, এই মর্মে সুপারিসপত্র নিতে হবে। তবে পুরনো রোগীর ক্ষেত্রে ইন্ডিয়ার কোন ডাক্তারের সুপারিশপত্র লাগবে।
এছাড়াও যদি আপনার অন্য কোন তথ্য জানার প্রয়োজন হয় তাহলে ইন্ডিয়ান হাইকমিশনের নম্বরে (09614333666)
সরাসরি যোগাযোগ করুন।
Collected