27/02/2024
✈অনেক জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে দীর্ঘ সময় অপেক্ষার পর বাংলাদেশ বিমান এর জন্য রোম-এর দুয়ার খুলতে যাচ্ছে ২৬ শে মার্চ মহান স্বাধীনতা দিবসে Biman Bangladesh Airlines Ltd. এর জন্য রইলো NexGen Explore এর পক্ষ থেকে শুভকামনা এবং অভিনন্দন। আশা করছি সঠিকভাবে পরিচালনা করতে সক্ষম হলে এই রুটের মাধ্যমে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স একটি স্থায়ী লাভজনক প্রতিষ্ঠান-এর মাইলফলক অর্জন করবে।
📌অবশ্যই করণীয় গুরুত্বপূর্ণ কিছু বিষয় সমূহ:
👉আমাদের লক্ষ্য রাখতে হবে ২০১৪ সালের মতো কোন ঘটনার পুনরাবৃত্তি যেন না হয়, সেক্ষেত্রে সব ট্রাভেল এজেন্ট এবং সম্মানিত সকল যাত্রীগন ঐক্যবদ্ধ হয়ে কাজ করতে হবে। কারন প্রতিষ্ঠান আমার, আপনার এবং সকল বাংলাদেশি ভাই-বোনদের।
👉বিমান বাংলাদেশ এয়ারলাইন্স অন্যান্য বিদেশি এয়ারলাইন্স এর গ্রাহকসেবা অনুসরণ করে সমানভাবে গুনগত মান উন্নত করার চেষ্টা করতে হবে।
👉বিমান বাংলাদেশ এয়ারলাইন্স ঢাকায় অবতরন এর সময় রাতের পরিবর্তে সকালে আনতে পারলে দূরের যাত্রীদের বাড়ি যেতে অনেক সহজ হবে, অন্যথায় রাত ১২ টার পরে দূরের যাত্রীরা পরিবার পরিজনদের নিয়ে রাড়ি ফেরার পথে নানাভাবে বিপদের সম্মুখীন হতে পারে ব্যাপারটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে।
👉বিমান বাংলাদেশ কর্তৃপক্ষকে আরো একটি গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য রাখতে হবে যেমন: ছোট নেতা, বড় নেতা, পাতি নেতা, মাঝারি নেতা, মহা নেতা এবং অমুকের ভাগিনা, অমুকের মামা, অমুকের খালা এমন আবদার নিয়ে আসা সকলকে বিমান এর নিজস্ব নীতি সংশোধন করে চিরতরে বন্ধ করতে হবে। Ticketless কোন প্রকার BoardingPass ইস্যু করা থেকে সম্পুর্ণ বিরত থাকতে হবে, যেমনটি একজন সাধারণ যাত্রীর ক্ষেত্রে প্রযোজ্য হয়ে থাকে।
বি:দ্র: শীগ্রই এই রুটে বিমান বাংলাদেশের আরো স্পেশাল অফার আসছে, আপডেট পেতে আমাদের সাথেই থাকুন।