Al-Fudul Tourism

🇪🇬 মিশর সহ পৃথিবীর অনন্য দেশের ভিসা, টিকিট ও বাংলা ভাষাভাষী টুরিস্ট গাইড সম্পর্কে সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

WhatsApp Message Al-Fudul Tourism Bangladesh on WhatsApp. "Al-Fuzul Tourism আল ফুযুল ট্যুরিজম" এটি মিশরে অবস্থিত বাংলাদেশের একটি ট্রাভেল এজেন্সি।

মিশর সহ পৃথিবীর অনন্য দেশের ভিসা, টিকিট ও বাংলা ভাষাভাষী টুরিস্ট গাইড সম্পর্কে সহযোগিতা পেতে আমাদের সাথে যোগাযোগ করুন।

WhatsApp: +201175012404

ওমরাহ ও মিশর একসাথে ভ্রমণ করুন আকর্ষণীয় প্যাকেজে....(ওমরাহ ৯ দিন + মিশর ৫ দিন)✅ যা যা থাকছে.... 👉ভিসা প্রসেসিং  👉এয়ার ...
10/07/2025

ওমরাহ ও মিশর একসাথে ভ্রমণ করুন আকর্ষণীয় প্যাকেজে....
(ওমরাহ ৯ দিন + মিশর ৫ দিন)

✅ যা যা থাকছে....
👉ভিসা প্রসেসিং
👉এয়ার টিকিট
👉হোটেল ব্যবস্থা
👉 গাইড সার্ভিস
👉এবং ট্রান্সপোর্ট

যোগাযোগ:
010 14278076 ও +201157012404 (WhatsApp)

🕋২০২৬ সাল থেকে  #ফিটনেস_সার্টিফিকেট ছাড়া বাংলাদেশ থেকে কেউ  হজ্বে যেতে পারবেনা,  🇸🇦সৌদিআরবের হজ্ব ও ওমরাহ্ মন্রনালয়ের সী...
07/07/2025

🕋২০২৬ সাল থেকে #ফিটনেস_সার্টিফিকেট ছাড়া বাংলাদেশ থেকে কেউ হজ্বে যেতে পারবেনা,
🇸🇦সৌদিআরবের হজ্ব ও ওমরাহ্ মন্রনালয়ের সীদ্ধান্ত।

🕋২০২৫ সালে ৮৭ হাজার হাজীর মধ্যে ৬৯ হাজার হাজার চিকিৎসা দিতে হয়েছে বাংলাদেশী মেডিকেল টিমকে এবং ৩০০ জনকে সৌদিআরবের বিভিন্ন মেডিকেল এ ভর্তি করা হয়েছিলো।
✅তাই সুস্থ থাকা অবস্থায় হজ্ব ও ওমরাহ্ করতে যোগাযোগ করুন।

#হজ #ওমরা #হজ্জ

কাতারে আবার চালু হলো হায়া ভিসা #কাতারভিসা
06/07/2025

কাতারে আবার চালু হলো হায়া ভিসা

#কাতারভিসা

কাতার থেকে এবার ট্রেনে করে যাওয়া যাবে সৌদি, দুবাই, কুয়েত, ওমান ও বাহরাইন। #কাতার  #আরবগাল্ফ
04/07/2025

কাতার থেকে এবার ট্রেনে করে যাওয়া যাবে সৌদি, দুবাই, কুয়েত, ওমান ও বাহরাইন।

#কাতার #আরবগাল্ফ

MasaAllah
04/07/2025

MasaAllah

মিশরের কায়রো শহরে ৮০০ বছরের পুরানো ঐতিহাসিক বাজার খান খালিল।

যারা আরব আমিরাতের গোল্ডেন ভিসার সুযোগ নিতে চান, তাদের জন্য গুড নিউজ আছে.....  #দুবাই    #দুবাইভিসা
03/07/2025

যারা আরব আমিরাতের গোল্ডেন ভিসার সুযোগ নিতে চান, তাদের জন্য গুড নিউজ আছে..... #দুবাই #দুবাইভিসা

30/06/2025

মিশরের ঐতিহাসিক সালাউদ্দিন আইয়ুবী দুর্গ Citadel of Saladin Cairo

#সালাউদ্দিনআইয়ুবী #দুর্গ #মিশর

ই-ভিসা ও স্টিকার ভিসার মধ্যে পার্থক্য.....!বিদেশ ভ্রমণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভিসা প্রাপ্তি। তবে আপনি জানেন ...
29/06/2025

ই-ভিসা ও স্টিকার ভিসার মধ্যে পার্থক্য.....!

বিদেশ ভ্রমণের আগে সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো ভিসা প্রাপ্তি। তবে আপনি জানেন কি, বর্তমানে ভিসা পাওয়ার পদ্ধতি দুইভাবে হয় — ই-ভিসা (e-Visa) এবং স্টিকার ভিসা (Sticker Visa)। এই দুই ধরনের ভিসার মধ্যে পার্থক্য জানলে আপনি আরও সহজে আপনার ভ্রমণ পরিকল্পনা সাজাতে পারবেন।

ই-ভিসা কী এবং কেন বেছে নেবেন?

ই-ভিসা হলো একটি ডিজিটাল ভিসা, যার আবেদন ও অনুমোদন প্রক্রিয়া সম্পূর্ণ অনলাইনে সম্পন্ন হয়। আবেদন করার পর ইমেইলের মাধ্যমে একটি PDF কপি পাঠানো হয়, যা প্রিন্ট করে বিমানবন্দরে দেখাতে হয়।

ই-ভিসা বেছে নেওয়ার কারণগুলো:

আবেদন প্রক্রিয়া খুব সহজ এবং বাসা থেকে করা যায়

দূতাবাস বা কনস্যুলেটে যেতে হয় না

তুলনামূলকভাবে দ্রুত সময়ে পাওয়া যায়

অনেক দেশের জন্য পর্যটন বা ব্যবসা ভ্রমণের জন্য আদর্শ

কিন্তু মনে রাখবেন:

সব দেশ ই-ভিসা দেয় না, আবার কিছু দেশ নির্দিষ্ট এয়ারপোর্ট বা সীমানায় ই-ভিসা অ্যাকসেপ্ট করে। তাই ভ্রমণের আগে যাচাই করে নিন।

স্টিকার ভিসা কী এবং কেন প্রয়োজন হয়?

স্টিকার ভিসা হলো সেই পরিচিত ভিসা, যা সরাসরি পাসপোর্টে সাঁটানো হয়। এটি সাধারণত দূতাবাসে সরাসরি আবেদন করে ইন্টারভিউ এবং ডকুমেন্ট যাচাইয়ের পর প্রদান করা হয়।

স্টিকার ভিসার সুবিধা:

অধিকাংশ দেশ স্টিকার ভিসাই দিয়ে থাকে

পর্যটনের পাশাপাশি শিক্ষা, চাকরি, চিকিৎসা, রেসিডেন্স ইত্যাদি বিভিন্ন উদ্দেশ্যে ব্যবহারযোগ্য

দীর্ঘ মেয়াদি এবং একাধিকবার যাতায়াতের সুযোগ থাকে

তবে এতে থাকে কিছু চ্যালেঞ্জ:

আবেদন করতে হলে দূতাবাসে সরাসরি যেতে হয়

সময় বেশি লাগে এবং প্রক্রিয়া তুলনামূলক জটিল

খরচও তুলনামূলক বেশি হতে পারে

আপনার জন্য কোনটা সেরা?

আপনি যদি সহজ, দ্রুত এবং কম ঝামেলার মাধ্যমে ট্যুরিস্ট ভিসা পেতে চান, তাহলে ই-ভিসাই আপনার জন্য পারফেক্ট।

তবে যদি আপনার প্রয়োজন হয় দীর্ঘমেয়াদি ভ্রমণ, মাল্টিপল এন্ট্রি বা চাকরি/স্টাডি সম্পর্কিত ভিসা, তাহলে স্টিকার ভিসা হবে সঠিক পছন্দ।

ভিসা পদ্ধতি নির্বাচনের আগে ভ্রমণের উদ্দেশ্য, দেশ, সময়সীমা ও অন্যান্য শর্ত ভালভাবে যাচাই করে নিন। একটি সঠিক সিদ্ধান্ত আপনার ভ্রমণকে করবে নির্ভার ও আনন্দময়।

কপি...

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়...!!(যেকোনো দেশে পড়তে গেলে, এই তথ্যগুলো আশা করি আপনাকে সহায়তা করবে)১. আপন...
28/06/2025

বিদেশে পড়তে যাওয়ার ১ বছর আগে থেকেই কি কি করণীয়...!!

(যেকোনো দেশে পড়তে গেলে, এই তথ্যগুলো আশা করি আপনাকে সহায়তা করবে)

১. আপনার নাম এবং আপনার পিতামাতার নামের সাথে মিল রেখে সার্টিফিকেটে কোনো ভুল থাকলে তা সংশোধন করবেন, হতে পারে নামের বানানে ভুল বা অন্য কিছু, এ সময়ে একটা জিনিস খেয়াল রাখবেন আপনার পিতামাতার ভোটার আইডিতে যে নাম আছে ঔ নাম ই যেন সার্টিফিকেটে থাকে, মোট কথা আপনার জন্মসনদ, সার্টিফিকেট এবং বাবামার এনআইডিতে যেন সেম নাম থাকে

২. পাসপোর্ট তৈরিঃ পাসপোর্ট তৈরির সময় পূর্বের সার্টিফিটের মতো নাম এবং স্থায়ী ও বর্তমান ঠিকানার দিকে খেয়াল রাখবেন, এমন যেন না হয় জন্মসনদে আছে বর্তমান ঠিকানা বরিশাল কিন্তু পাসপোর্টে কোনোভাবে এসে গেছে নোয়াখালী

( ১,২ নং পয়েন্টে কোনোভাবে ভুল হলে এগুলো সংসোধন বিদেশে পরতে যান বা না যান এমনিতেই জরুরি এবং সংশোধন একটু সময় সাপেক্ষ বিষয়)

৩. SSC, HSC এর নম্বরপএ এবং সার্টিফিকেট বোর্ড থেকে সংগ্রহ করা এবং মাস্টার্সে যেতে চাইলে অনার্সের সার্টিফিকেট বিশব্বিদ্যালয়ের রেজিস্ট্রার অফিস থেকে সংগ্রহ করে রাখা

৪. সার্টিফিকেট সংগ্রহের পর এগুলো শিক্ষা, এবং পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সত্যায়িত করা

৫. IELTS preparation :আইইএলটিএস পরীক্ষার প্রিপারেশন টা একটু আগে থেকেই নেওয়া ভালো, কারন অনেকের কাঙ্খিত স্কোর তুলতে অনেক বেশি সময় লেগে যায় এবং এই সময়ের কারণে, অনেকে বিশব্বিদ্যালয়ের সেশন মিস করে ফেলে, যার জন্য এডুকেশন গ্যাপ বেড়ে যায় যার জন্য ভিসা পাওয়া কঠিন হয়ে যায়

৬. স্কলারশিপ নিয়ে পড়াশোনা করার ইচ্ছা থাকলে আন্ডার-গ্র্যাজুয়েটের স্টুডেন্টদের জন্য SAT/ ACT পরীক্ষা এবং স্নাতকোত্তর ছাত্রীদের জন্য GRE/ GMAT পরীক্ষার প্রস্তুতিতে আগে থেকে নেওয়া ভালো

৭. আপনার পরিচিত বা যে সকল শিক্ষকরা আপনাকে ভালো জানে, এই সকল শিক্ষকদের মধ্য থেকে দুইজন টিচারের রেকমেন্ডেশন লেটার সংগ্রহ করে রাখা

৮. SOP লেখার প্রিপারেশন ঃ বিদেশে স্টুডেন্ট ভিসা পাওয়ার জন্য SOP লেখা একটি গুরুত্বপূর্ণ বিষয়, এই গুরুত্বপূর্ণ বিষয়টি প্রিপারেশন অনেক আগে থেকেই নেওয়া ভালো, যে কিভাবে আপনি এটাকে লিখবেন, এর জন্য অভিজ্ঞ ভাইদের সহযোগিতা নেওয়া বা বিভিন্ন ফেসবুক গ্রুপ বা অন্য কোথা থেকে সহযোগিতা নেওয়া এবং নিজের মতো করে এটাকে প্রস্তুতি নেওয়া যাতে SOP ভাষাটা নিজের মতো করে হয়

৯. ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল রেখে আপনি যে দেশে পড়তে যেতে চাচ্ছেন ওই দেশের মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় খুঁজে বের করে রাখা এবং যে সাবজেক্টে পড়তে যেতে চাচ্ছেন ওই সাবজেক্টটা যেন আপনার পূর্বের পড়া সাবজেক্ট এর সাথে মিল খায়,ধরেন ধরেন আপনি সায়েন্স থেকে এইচএসসি পাশ করছেন সুতরাং আপনাকে এমন কোন সাবজেক্টই পরবর্তীতে চয়েজ করতে হবে যেটা সায়েন্স ব্যাকগ্রাউন্ড এর সাথে মিল খায় বা ব্যবসা শিক্ষা বিষয় থেকে আগে পড়াশোনা করে থাকলে এমন সাবজেক্ট পছন্দ করতে হবে যেটা যেন ব্যাবসা শিক্ষার সাথে মিল থাকে

১০. আপনার বাজেট, আপনার পছন্দের শহর সহ সব কিছু বিষয় মাথায় রেখে মিনিমাম পাঁচটা বিশ্ববিদ্যালয় বা কলেজ আগে থেকে পছন্দ করে রাখা

১১. আপনি যে সকল বিশ্ববিদ্যালয় পছন্দ করবেন সে সকল বিশ্ববিদ্যালয়ের আবেদনের ডেডলাইনের দিকে খেয়াল রাখা এবং সে অনুযায়ী আগে থেকেই আবেদন করা

১২. ভলেন্টিয়ার সংগঠনে যুক্ত ঃআপনি যদি খুব সহজেই বিশ্ববিদ্যালয়ের আবেদন করে সিলেক্ট হতে চান বা স্কলারশীপ পেতে চান এবং সহজেই ভিসা পেতে চান তাহলে কিছু ভলেন্টিয়ার সংগঠনের সাথে যুক্ত থাকা এবং তার যথেষ্ট প্রমাণ সংগ্রহ করে রাখা

১৩. বিদেশে গেলে বেশিরভাগ সময় আপনাকে নিজেকে নিজের রান্না করে খেতে হবে সুতরাং আগে থেকেই দেশ থেকে রান্না শিখে যাওয়া টা ভালো

১৪. যদি সম্ভব হয় ড্রাইভিং শেখা তাহলে শিখে ফেলুন, ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখুন এবং যদি আরও সম্ভব হয় তাহলে ইন্টারন্যাশনাল ড্রাইভিং লাইসেন্স তৈরি করে রাখতে পারেন

১৫. যদি সম্ভব হয় তাহলে কম্পিউটারে নিজের স্কিল দেশ থেকে আপগ্রেড করে যান যেমন microsoft-office, মাইক্রোসফট ওয়ার্ড, মাইক্রোসফট পাওয়ারপয়েন্টের কাজ শেখা এবং সার্টিফিকেট সংগ্রহ করে রাখতে পারেন এটা বিদেশে আপনাকে অনেক সাপোর্ট দিবে।

(Collected post)

#স্কলারশিপ #বিদেশেউচ্চশিক্ষা

মিশরে আসুন নিজেকে নতুন ভাবে আবিষ্কার করুন।  #মিশর
26/06/2025

মিশরে আসুন নিজেকে নতুন ভাবে আবিষ্কার করুন।

#মিশর

হিজরি নববর্ষে পবিত্র কাবায় নতুন গিলাফ পরানো হচ্ছে...সবাই কে আল্লাহর ঘর ( কাবা) তাওয়াফ করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ -...
25/06/2025

হিজরি নববর্ষে পবিত্র কাবায় নতুন গিলাফ পরানো হচ্ছে...
সবাই কে আল্লাহর ঘর ( কাবা) তাওয়াফ করার তৌফিক দান করুন ইয়া আল্লাহ - আমিন

24/06/2025

কুয়েত ভ্রমণে আগ্রহীদের জন্য ৭ দিনের ট্রানজিট ভিসা চালু

Address

Cairo

Alerts

Be the first to know and let us send you an email when Al-Fudul Tourism posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Al-Fudul Tourism:

Share

Category