06/05/2024
যাঁরা দেশ-বিদেশ ভ্রমণ করেন, তাঁদের কাছে ‘সেনজেন’ শব্দটি পরিচিত। যাঁরা জানেন না, তাঁদের জন্য বলি, ‘সেনজেন ভিসা’ অন্য সব দেশের ভিসা থেকে সম্পূর্ণ আলাদা। ইউরোপের ২৭টি দেশ ভ্রমণের সুযোগ রয়েছে এই ভিসার মাধ্যমে। সেনজেনভুক্ত যে-কোনও একটি দেশের ভিসা যদি সংগ্রহ করা যায়, তাহলে হেসেখেলে ভ্রমণ করা যায় বাকি ২৬টি দেশ। এ-জন্য প্রয়োজন হয় না আলাদা ভিসার। প্রসঙ্গত, ১৯৮৫ সালে লুক্সেমবার্গের সেনজেন শহরে ইউরোপীয় দেশগুলো নিয়ে একটি চুক্তি স্বাক্ষরিত হয়। দেশগুলোকে একসঙ্গে করে নানা উন্নয়নমূলক কাজ সম্পাদনের উদ্দেশ্যেই হয় এই চুক্তি। এই চুক্তির ধারাবাহিকতায় সৃষ্টি হয় ‘সেনজেন ভিসা’।
শুধুমাত্র আমরাই আপনাকে দিতে পারি সেনজেন ভিসা সংক্রান্ত সকল ধরনের সহায়তা একেবারে কম খরচে।
তাহলে কিসের অপেক্ষা?
এখনি আমাদের সাথে যোগাযোগ করুন এবং পেয়ে যান আপনার স্বপ্নের সেনজেন ভিসা।
Us +447389833915