
05/02/2025
যেকোনো দিন আপনার নর্থ সিকিম Beranor Golpo-বেড়ানোর গল্প লিখতে আমরা হাজির হয়ে গেছি ।। 😃
আসুন যেনে নি ট্যুর প্লান বা ভ্রমন সূচী -
প্রথম দিন - এন.জি.পি অথবা শিলিগুড়ি স্টেশন থেকে পিকাপ করে আপনাদের নিয়ে যাবো আমরা সিকিমের রাজধানি গ্যাংটক। দুপুরের খাওয়া দাওয়ার পর রেস্ট নিতে পারেন। সন্ধায় ঘুরে নিতে পারেন বিখ্যাত এম.জি.মারগ । রাত্রিবাস গ্যাংটক হোটেলে।
দ্বিতীয় দিন - আজ ব্রেকফাস্টের পর বেড়িয়ে পরুন ছাঙ্গুলেক বাবা মন্দির ও নাথুলার উদ্দেশ্যে। বিকালে ফিরে আসা হবে হোটেলে। আজ লাঞ্চ দেরিতে হবে। খিদে পেলে নিজদের মতো বাইরে কিছু খেয়ে নিতে পারেন মোমো অথবা নুডলস। আজ রাত্রিবাস গ্যাংটক হোটেলে।
তৃতীয় দিন - আজ ব্রেকফাস্টের পর বেড়িয়ে পরুন নর্থ সিকিমের উদ্দেশ্যে। রাস্তায় কিছু পাহাড়ি ঝরনাকে সাক্ষী রেখে সন্ধায় চেক ইন করুন আমাদের লাচেন হোমস্টেতে। রাত্রিবাস লাচেন । (লাচেন যাওয়ার পথে লাঞ্চ নিজ খরচ)
চতুর্থ দিন - আজ ভোরে বেড়িয়ে পরুন গুরুডংমার লেকের উদ্দেশ্যে। এরপর প্রান ভোরে দেখুন বাঙালীর আবেগ ও স্বপ্নের ভ্রমণস্থান গুরুডংমার লেক। আপনি চাইলে এক্সট্রা মুল্যের বিনিময়ে ঘুরে নিতে পারেন কালাপাথার। বেলায় ফিরে আসুন লাচেন হোমস্টে তে। দুপুরের খাওয়া দাওয়ার পর বেড়িয়ে পরুন লাচুং এর উদ্দেশ্যে। রাত্রিবাস লাচুং এ ।
পঞ্চম দিন - আজ ব্রেকফাস্টের পর ঘুরে নিন ইয়ুম্থাং ভ্যালী। আজ চাইলে এক্সট্রা মুল্যের বিনিময়ে ঘুরে নিতে পারেন জিরো পয়েন্ট ও কাটাও । দুপুরে আবার লাচুং হোটেলে লাঞ্চ সেরে ফিরে আসুন গ্যাংটক। রাত্রিবাস গ্যাংটক হোটেলে।
ষষ্ঠ দিন - আজ ব্রেকফাস্টের পর আজ পাঁচ দিনের দুর্দান্ত স্মৃতি নিয়ে ফিরে আসুন এন.জে.পি বা শিলিগুড়ি। যে যার মতো ট্রেন ধরে নিন,
কি কি থাকছে প্যাকেজে ?
✅️ স্ট্যান্ডার্ড হোটেল এবং হোমস্টেতে রাত্রিবাস।
✅️ সমস্ত খাবার (সকালের ব্রেকফাস্ট , দুপুরের খাবার এবং রাতের খাবার)
(প্রথম দিনের মধ্যাহ্নভোজ থেকে শেষ দিনের প্রাতঃরাশ পর্যন্ত) (নর্থ সিকিম যাওয়ার পথের লাঞ্চ নিজ খরচ )
✅ উল্লেখিত সমস্ত দর্শনীয় স্থান
✅ এনজেপি থেকে এনজেপি পিকআপ এবং ড্রপ এবং ব্যক্তিগত ভিত্তিতে সাইটসিয়িং সহ সমস্ত দিন উল্লেখ করা হয়েছে।
✅ গাড়ির ধরন - প্যাকেজ অনুযায়ী সুমো/বোলেরো
তবে ইনোভা/জাইলো চাইলেও পাবেন কিছু এক্সট্রা মূল্যের বিনিময়ে ।
কি কি থাকছেনা প্যাকেজে ?
🚫 ট্রেন বা প্লেনের ভাড়া
🚫 গ্যাংটক থেকে নর্থ সিকিম যাওয়ার দিন লাঞ্চ
🚫 পারকিং
🚫 প্যাকেজে উল্লেখ নেই এমন যেকোনো কিছু
খাবার কি কি থাকছে ?
ব্রেকফাস্টে থাকে পুরি,সবজি বা ম্যাগি ও চা ।
লাঞ্চে থাকে - ভাত,ডাল,সবজি,ডিম বা মাছ,চাটনি ও পাঁপড় ।
ডিনারে - ভাত/রুটি,ভাজি,চিকেন কারি
Hotel Name -
Gangtok - The Mazong Hotel / Leo International / Similar
Lachen - The Friendship Inn / Similar
Lachung - The Hidden Vally / Similar
এবার আসি খরচে -
দেখুন প্রথমেই বলি মিনিমাম ৪ জন ছাড়া এই ট্যুর প্রাইভেট করবেন না ।। ২ জন বা ৩ জন থাকলে শেয়ার প্যাকেজ করতে পারেন ।।
👇 04 রাত্রি 05দিন👇
------------------------------------------------------------------
8 Heads-. Rs- 7499/(Per Head)
7 Heads-. Rs- 7999/(Per Head)
6 Heads-. Rs- 8799/(Per Head)
5 Heads-. Rs- 9299/(Per Head)
4 Heads-. Rs- 10,499/( Per Head)
👇 05 রাত্রি 06 দিন 👇
------------------------------------------------------------------
8 Heads-. Rs- 9,299/(Per Head)
7 Heads-. Rs- 9,999/(Per Head)
6 Heads-. Rs- 10,699/(Per Head)
5 Heads-. Rs- 11,299/(Per Head)
4 Heads-. Rs- 11,999/(Per head)
সিজন ভিত্তিক রেট পরিবর্তনশীল - সিজনে রেট ১৫% - ২০% বাড়তে পারে
শেয়ার ট্রিপ শুরু হচ্ছে মাত্র ₹6999/- থেকে।
বিষদ জানতে যোগাযোগ করুন
Beranor Golpo-বেড়ানোর গল্প মো - 099339 83826
ঠিকানা - আরামবাগ,হুগলী ৭১২৬০১