
08/08/2025
পাহাড়ের প্রতিটা গ্রামেই লুকিয়ে থাকে তার নিজের গল্প !
যে গল্পের একটা বড় অংশ জুড়ে থাকে সেখান কার মানুষ,তাদের জীবিকা, খাদ্যাভ্যাস, বেঁচে থাকার লড়াই!
ফিক্কেলগাঁও! ইংরেজি তে Fickle মানে চঞ্চল! কাঞ্চনজঙ্ঘা আর মেঘেদের লুকোচুরি বাদে বাকি গোটা গ্রাম টা কিন্তু একেবারে শান্ত! পাহাড়ি গ্রামের একলা পথ দিয়ে হেঁটে হেঁটে আপেল , স্কোয়াশ এর ক্ষেত দেখতে দেখতে ভুলে যেতে পারেন AI, নেটফ্লিক্স এর দুনিয়াকে! দূর থেকে দেখবেন তিস্তার খামখেয়ালী প্রবাহের একটা রূপ!
এখানকার মানুষ গুলোর গল্পও বেশ ! কেউ কেউ নিজের মতো চাষ আবাদ করে দিব্যি কাটিয়ে দিচ্ছে! পুঁজিবাদী জীবনের মোহ কাটিয়ে!
কিছু হোম স্টে তৈরি হয়েছে এবং অনেক গুলোই বাণিজ্যিক ভাবে সফল! আবার এমন হোম স্টে পাবেন যেখানে মালিক রিটায়ার্ড আর্মি অফিসার যিনি তার অশীতিপর বৃদ্ধা অসুস্থ মাকে নিয়ে শান্ত পরিবেশে অল্প গেস্ট নিয়েই খুশি থাকতে চান! ঘর খালি থাকলেও কোনো ভ্রুক্ষেপ নেই!
আবার খুঁজে পাবেন এমন কাওকে যে তার স্মৃতিশক্তি হারাতে বসেছে তার নির্ভেজাল প্রেম কে হারিয়ে!
মানুষগুলোর খামখেয়ালীপনা আর সারল্য গ্রামের নামের সমার্থক বলাই যায়! মেশিন লার্নিং এর যান্ত্রিক দুনিয়া থেকে একবার এখানে এসে কাটিয়ে যান! কথা দিচ্ছি...চুপ করে বসে থাকলে এখনো কানে ভেসে উঠবে সেই ছোটবেলার ঘুমপাড়ানি গান........
মাউন্টেন ম্যানিয়া ফিক্কেলেগাঁও.....( An Untold Story উইথ Fickle Loves)