FootPrints

FootPrints Tours and Travels

মানস ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত এবং UNESCO World Heritage Site হিসেবেও পরিচিত। এখানকার বিশেষ আকর্ষণ হলো এই একশৃঙ্গ গণ্...
25/08/2025

মানস ন্যাশনাল পার্ক আসামে অবস্থিত এবং UNESCO World Heritage Site হিসেবেও পরিচিত। এখানকার বিশেষ আকর্ষণ হলো এই একশৃঙ্গ গণ্ডার (One-Horned Rhino)।
প্রকৃতির সবথেকে বন্য অথচ সুন্দর রূপ দেখতে চাইলে আসতে হবে মানস ন্যাশনাল পার্কে।
সবুজ ঘাসের সমুদ্রের মধ্যে হেঁটে চলা একশৃঙ্গ গণ্ডার – এ যেন সত্যিকারের জঙ্গলের মহারাজ।
এখানেই আছে হাতি, বাঘ, গাইরাল, হরিণ আর অসংখ্য বিরল প্রজাতির পাখি।

✨ এই শীতেই ঘুরে আসুন Manas Jungle Safari –
প্রকৃতিকে একদম কাছ থেকে অনুভব করার এক অদ্ভুত সুযোগ।

📞 Book Now: 6290555266
📌 FootPrints Travel

🏔️ Pelling – Chayataal – Ravangla4 Nights | 5 Days | Ex NJP⛰️ কেবল ভ্রমণ নয়, প্রকৃতির বুকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা!🌿 কাঞ...
24/08/2025

🏔️ Pelling – Chayataal – Ravangla
4 Nights | 5 Days | Ex NJP

⛰️ কেবল ভ্রমণ নয়, প্রকৃতির বুকে এক অবিস্মরণীয় অভিজ্ঞতা!
🌿 কাঞ্চনজঙ্ঘার অপার সৌন্দর্য, শান্ত ছায়াতাল লেক, রহস্যময় মনাস্ট্রি, আর পাহাড়ি ঝরনার কলকল ধ্বনি, সবকিছু একসাথে পেয়ে যাবে এই ট্রিপে।

📌 Trip Highlights:
✔️ Pelling Local Sightseeing. Kanchenjunga Falls, Rimbi River, Pemayangtse Monastery & more)
✔️ Sky Walk, Changey Falls, Chayataal Lake
✔️ Kaluk Village, Ravangla Buddha Park
✔️ Temi Tea Garden, Namchi Char Dham

💠 Package Includes: Stay | Meal | Transport

💸 Pocket-friendly Packages starting @ ₹7500/- only
👥 Group options available for 4 / 6 / 8 pax

📞 For booking & details: 6290555266
🌍 FootPrints Travel – আপনার ভ্রমণ সঙ্গী

🌄   🌄❄️ Snow-covered trails, camping nights, and Himalayan adventure!🗓️ Fixed Departure Dates (Ex Dehradun):👉 13th Jan 2...
20/08/2025

🌄 🌄
❄️ Snow-covered trails, camping nights, and Himalayan adventure!

🗓️ Fixed Departure Dates (Ex Dehradun):
👉 13th Jan 2026
👉 19th Jan 2026

💰 Special Offer Price: ₹7,500/- per head (Earlier ₹8,000/-)

📦 Package Includes: Meal | Transport | Stay | Expert Guide

📞 Call / WhatsApp: 6290555266

✨ Hurry! Limited seats available.
📍 Organised by FootPrints

The Hills Are Calling – Which One Will You Choose?FootPrints Travel brings you 5 of the most breathtaking mountain getaw...
01/08/2025

The Hills Are Calling – Which One Will You Choose?

FootPrints Travel brings you 5 of the most breathtaking mountain getaways
📍 Himachal | Darjeeling | Silk Route | North Bengal | West Sikkim

📞 Call: 62905 55266
📩 DM now for the full itinerary!

🏰 আজকের গল্প ১৫০০ শতক থেকে-  যেখানে সৌন্দর্য, ইতিহাস আর স্থাপত্য একসাথে কথা বলে...🔸 ১৪৬০ খ্রিস্টাব্দে তৈরি নাগ্গার ক্যাস...
31/07/2025

🏰 আজকের গল্প ১৫০০ শতক থেকে- যেখানে সৌন্দর্য, ইতিহাস আর স্থাপত্য একসাথে কথা বলে...

🔸 ১৪৬০ খ্রিস্টাব্দে তৈরি নাগ্গার ক্যাসেল, মানালি থেকে মাত্র ২০ কিমি দূরে। কুল্লু রাজা সিদ্ধ সিং এর আমলে গড়ে ওঠা এক ইতিহাস।

🔸 এক কিংবদন্তি অনুসারে, এই প্রাসাদের পাথর আনা হয়েছিল এক পরিত্যক্ত দুর্গ থেকে! এমনই ছিল সেই সময়ের নির্মাণ কৌশল।

🔸 কাঠকুনী স্থাপত্যশৈলী - এই প্রাসাদটি কাঠকুনী স্থাপত্যশৈলীর এক বিস্ময়কর উদাহরণ। এক স্তর কাঠ, এক স্তর পাথর! না আছে লোহার ব্যবহার, না সিমেন্ট তবুও যুগের পর যুগ দাঁড়িয়ে আছে এই ঐতিহ্য।

🔸 প্রাসাদের ছাদ, দরজা, জানালায় অসাধারণ কাঠের খোদাই, যেন রাজকীয় কারুকার্যের এক জীবন্ত নিদর্শন।

🔸 আছে শিব মন্দির ও জগৎপতী দেবতার মন্দির, আছে বেসমেন্টে একটি প্রদর্শনী ঘর স্থানীয় হস্তশিল্পে ভরা।

🔸 এখন এটি পরিচালনা করে হিমাচল পর্যটন দপ্তর (HPTDC) — আপনি চাইলে এখানেই থাকতে পারেন, রাজকীয় পরিবেশে!

🔸 প্রাসাদের প্রবেশমূল্য সামান্য, আর যারা নাইট স্টে করবেন তাদের জন্য একদম ফ্রি।

🔸 খোলা থাকে প্রতিদিন সকাল ৯টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত।

🌿 প্রাসাদের ইঁট কাঠের ফাঁকে ফাঁকে থমকে যাওয়া ইতিহাস কে ছুঁতে চাইলে, প্রকৃতি আর ঐতিহ্যের মিশেল কে অনুভব করতে চাইলে প্ল্যান করে ফেলুন আপনার "সিমলা–কুল্লু–মানালি" সফর।

চিন্তামুক্ত থাকুন Accomodation, transportation, sightseeing, food যেকোনো কিছু নিয়ে। আমরা সবরকম ভাবে আছি আপনাদের সহযোগিতায়। আমাদের যোগাযোগ নং 062905 55266

আজকে আমরা কথা বলবো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে।আর সেটা হলো  #কালকা সিমলা রেলওয়ে #🚆এটি হলো একটি narrow gauge রেল...
24/07/2025

আজকে আমরা কথা বলবো ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সাইট নিয়ে।
আর সেটা হলো #কালকা সিমলা রেলওয়ে #

🚆এটি হলো একটি narrow gauge রেলপথ, যেটা মাত্র 2.5 ফুট চওড়া। ট্রেন কালকা থেকে শুরু করে পাহাড়ি পথ ধরে এগিয়ে সিমলা পর্যন্ত পৌঁছায়। চলার পথে চোখে পরে পাহাড়, উপত্যাকা আর গ্রামের অপূর্ব দৃশ্য।

🌀রেলপথটি তৈরির নেপথ্যের কারণ🌀

🧛ব্রিটিশ আমলে শিমলা ছিল, ভারতের গ্রীষ্মকালীন রাজধানী। ফলে বছরে দুবার পুরো ব্রিটিশ প্রশাসনকে কলকাতা থেকে শিমলায় এবং আবার শীতকালে শিমলা থেকে কলকাতায় স্থানান্তরিত করতে হতো......যেটা ছিল এক বিশাল কর্মযজ্ঞ। অফিসপত্র, কর্মকর্তা, পরিবার, আসবাসপত্র সবকিছু ঘোড়া 🐎 আর বলদ 🐂 টানা গাড়িতে করে পাহাড়ি পথে নিয়ে যেতে হতো। খুব সহজেই অনুমান করা যায়, যে সেই যাত্রা কতটা সময়সাপেক্ষ, কষ্টসাধ্য, আর বিপদসংকুল ছিল ১৯০৩ সালে কালকা শিমলা রেলপথ চালু হয়, যা এই যাত্রাপথকে সুষ্ঠ ও নিরাপদ করে তোলে।

🌀রেলপথটির বিস্তার🌀

🏔️কালকা(২১৫২ ফুট) থেকে শুরু করে ট্রেনটি পাহাড়ি পথ ধরে ধরমপুর, সোলান, কান্ডাঘাট, তারাদেবী, বারোগ, সালোগড়া, টতু, সামারহিল হয়ে পৌঁছে যায় শিমলায় (৬৮০৮ ফুট)। তারমানে গোটা যাত্রায় উচ্চতার পার্থক্য প্রায় ৪৬৫৬ ফুট।

🌀রেলপথটির প্রযুক্তিগত নির্মানকৌশল 🌀

🛤️রেলপথটিতে মোট ৯৮৮ টি সেতু আছে, আর আছে ১০৭টি টানেল, যার মধ্যে ১০২টি ব্যবহারযোগ্য। Bridge no ২২৬ একটি পাঁচটি লেয়ার এ তৈরী এক বিশাল পাথরের arch bridge, যেটি একটি গভীর উপত্যকার ওপর দিয়ে গেছে।
এছাড়াও আছে ৯১৭টি curve (ঘূর্ণি পথ)। সবথেকে বড়ো curve টি হলো ৪৮ ডিগ্রী, যার ব্যাসার্ধ মাত্র ৩৭.৪৭ মিটার।
রেলপথটি প্রতি ৩৩ মিটারে ১ মিটার উচ্চতা পরিবর্তন করে। এই রেলপথটি প্রযুক্তি ও পরিকল্পনার একটি অপূর্ব সংমিশ্রণ।

🌀 ঐতিহাসিক মর্যাদা 🌀

2007 সালে হিমাচল প্রদেশ সরকার এই রেলপথটিকে হেরিটেজ সম্পত্তি ঘোষণা করে। অবশেষে 2008 সালের 8th July এটি ইউনেস্কোর ওয়ার্ল্ড হেরিটেজ সম্পত্তি হিসেবে বিবেচিত হয়।

🧑‍🤝‍🧑 আজও বহু পর্যটকের কাছে, এই রেলপথটি এক রোমাঞ্চকর ও নস্টালজিক যাত্রার স্মৃতি হয়ে থাকে।

তথ্যসূত্র- উইকিপেডিয়া

কাশ্মীরের সব ট্রেকের মধ্যে তারসার মারসার ট্রেকটি অন্যতম সেরা ও জনপ্রিয় একটি ট্রেক।3টি সুন্দর আলপাইন হ্রদ, বিস্তৃত সবুজ ...
22/07/2025

কাশ্মীরের সব ট্রেকের মধ্যে তারসার মারসার ট্রেকটি অন্যতম সেরা ও জনপ্রিয় একটি ট্রেক।
3টি সুন্দর আলপাইন হ্রদ, বিস্তৃত সবুজ তৃণভূমি, বিশাল পাহাড় এবং লিডার নদীর সমাহার এই ট্রেকটিতে অন্য মাত্রা যোগ করেছে।

শ্রীনগর থেকে 112 কিলোমিটার দূরে ছবির মত এক সুন্দর উপত্যকা আরু, সেখান থেকেই শুরু হয় এই ট্রেক। আরোহণ এবং অবতরণ সহ 48 কিমি পথ পেরোতে হবে।
এই ট্রেকের বিখ্যাত যমজ হ্রদ হল তারসার এবং মারসার হ্রদ। এগুলি কাশ্মীরের বৃহত্তম আলপাইন হ্রদগুলির মধ্যে একটি এবং এর চোখ ধাঁধানো সৌন্দর্য ভাষায় প্রকাশ করা অসম্ভব। এখানে আপনি হ্রদের পাশে ক্যাম্প করতে পারবেন শুধু তাই নয়....হ্রদগুলোর চারপাশ থেকে ঘুরেও দেখতে পারবেন....যেটা একেক দিক থেকে একেক রকম অভিজ্ঞতা দেবে আপনাকে।

কি কি পাবেন???

হিমালয়ান হ্রদ (Alpine Lakes):
এই ট্রেকে আপনি দেখতে পাবেন ৩টি অপূর্ব হিমালয়ান হ্রদ।
তারসার- শান্ত ও স্বচ্ছ। সূর্য যখন মেঘ ভেদ করে হ্রদের জলে আলো ফেলে তখন সেই অবাক করা দৃশ্য আপনাকে মুগ্ধ করবেই।

মারসার- শান্ত ও গম্ভীর। এই হ্রদের সামনে যাওয়ার ওপর নিষেধাজ্ঞা আছে, এটিকে poison lake ও বলা হয়। মূল হ্রদের প্রায় 600-700 ফিট ওপর থেকে এই হ্রদটিকে আপনি দেখতে পাবেন।

সুন্দরসার হ্রদ- অনেকটা চাঁদের মতো দেখতে আর অনেক বড় ও বিস্তৃত।

সবুজ ঘাসের মাঠ:
এই ট্রেককে অনায়াসেই “মিডো ট্রেক” বলা যায়। নদীর পাশাপাশি ঢেউখেলানো সবুজ ঘাসের মাঠের ভিতর দিয়ে হাঁটতে হাঁটতে গরু, ভেড়া আর কিছু মেষপালকদের দেখাও পেয়ে যাবেন।

লিডার নদী:
মোটামুটি ট্রেক শুরু থেকে লিডারওয়াট অবধি আপনার সঙ্গী হিসাবে লিডার নদী চলতে থাকবে। লিডারওয়াট থেকে তারসার অবধি আপনার সঙ্গী হবে লিডার নদীর একটি শাখা তারসার নালা। অপর দিকে মারসার হ্রদ থেকেও একটি নালার উৎপত্তি হয়েছে, সেটি দাগবান নালা হিসাবে পরিচিত।

ক্যাম্প করার জায়গা:
এই ট্রেকের ক্যাম্পিং স্পটগুলো বেশ বড় ও সুন্দর। প্রথমদিন আরু ভ্যালি থেকে শুরু করে ক্রমান্বয়ে লিদারওয়াট, তারসার, সেকিওয়াস ও হোমওয়াসে নদীর ধার ঘেঁষে ক্যাম্প করার অভিজ্ঞতা হবে।

Beginer দের জন্য এই ট্রেকটি perfect. ট্রেকটি complete করতে 7 দিন সময় লাগে, যার মধ্যে 1 দিন আরুতে acclimatization এর জন্যে রাখা হয়। সম্পূর্ণ ট্রেকটি অপরূপ প্রাকৃতিক সৌন্দর্যে ভরপুর.....খুব একটা কঠিনও না, আবার একেবারে গা ছাড়া দিয়ে হাঁটার মতোও না। না আছে এখানে তীক্ষ্ণ ঢালের ভয়, না আছে বিপজ্জনক পাহাড়ি রাস্ত।

জুন থেকে অক্টোবরের মধ্যে ট্রেকটি করা সবচেয়ে ভালো। এইসময় দিনের তাপমাত্রা প্রায় 25 ডিগ্রি C, আর রাতে প্রায় 5 ডিগ্রি C থাকে। সাথে ঠান্ডা হওয়ার দাপট ও থাকে। তাই বেশ ভালোই ঠান্ডা অনুভূত হয়।

সব মিলিয়ে এই ট্রেক আপনাকে এমন এক অপার্থিব ভ্রমণের স্বাদ দেবে, যা আপনার সমস্ত কষ্ট সার্থক করে তুলবে।

6290555266 আমায় কল বা হোয়াটস্যাপ করতে পারেন, এই ট্রেক টির জন্য।

Upcoming Trek Pickup Date1. Kuaripass - 26th Dec2. Kedarkantha - 15th Feb3. Kedarkantha - 24th Feb4. Pankhu - 4th Feb   ...
23/10/2024

Upcoming Trek
Pickup Date
1. Kuaripass - 26th Dec
2. Kedarkantha - 15th Feb
3. Kedarkantha - 24th Feb
4. Pankhu - 4th Feb




For book your seat call at 6290555266

Kuari Pass TrekPickup from Haridwar/RishikeshPickup Date 26.12.2024Drop Date 31.12.2024 Contact for Booking 62905552665 ...
27/09/2024

Kuari Pass Trek
Pickup from Haridwar/Rishikesh
Pickup Date 26.12.2024
Drop Date 31.12.2024

Contact for Booking 6290555266
5 Nights 6 Days
Cost 9500/-

Address

Baidyabati

Telephone

+916290555266

Website

Alerts

Be the first to know and let us send you an email when FootPrints posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to FootPrints:

Share

Category