04/03/2025
আরো একবার চলো ফিরে যাই
পাহাড়ের ওই বুকেতে দাঁড়াই ⛰️
📌চলুন, উত্তরবঙ্গে তিন রাত চার দিন ঘুরে আসা যাক।
🌼প্রথম দিন--এনজেপি থেকে দাওয়াই পানি
যাওয়ার পথে দেখে নিন সেবক কালীবাড়ি,করোনেশন ব্রিজ,তিস্তা ভিউ পয়েন্ট,লাভার্স মিট ভিউ পয়েন্ট ইত্যাদি।দাওয়াইপানি পৌঁছে দুপুরের খাওয়া সেরে গ্রামটা ঘুরে দেখে নিন আর পাহাড়ের আবহাওয়া উপভোগ করুন কাঞ্চনজঙ্ঘার সাথে। সন্ধ্যাবেলার চায়ের সাথে ঠিক উল্টো দিকের পাহাড়ে দার্জিলিং শহরের ঝলমলে আলো উপভোগ করুন।
🌼দ্বিতীয় দিন--হোমস্টে থেকে ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন চটকপুর এর উদ্দেশ্যে।
যাওয়ার পথে দেখে নিতে পারেন তিনচুলে মনাস্ট্রি, লামাহাট্টা ইকোপার্ক, গুম্বাদারা ভিউ পয়েন্ট,তাকদা অর্কিড সেন্টার ইত্যাদি।
চটকপুর পৌঁছে দুপুরের খাবার সেরে আশপাশ ঘুরে নিন। প্রকৃত পাহাড়ি গ্রামের মজা এখানে পাবেন। চারিদিকে জঙ্গলে ঘেরা এবং সবচেয়ে সুন্দর কাঞ্চনজঙ্ঘার ভিউ কিন্তু চটকপুর থেকেই পাওয়া যায়। দার্জিলিং শহরের থেকেও বেশি উচ্চতায় এই গ্রাম অবস্থিত। ছোট ছোট কিছু ট্রেকিং রুট ও আছে। চাইলে গাইড কে সাথে নিয়ে ছোটখাটো ট্রেক ও করে নিতে পারেন।
🌼তৃতীয় দিন--ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন লেপচা জগতের উদ্দেশ্যে। দার্জিলিং থেকে মাত্র ১৪ কিলোমিটার দূরে এই গ্রামটি অবস্থিত। এখানকার পাইন বন বিখ্যাত। পাইন বনের মধ্যে দিয়ে ভিউ পয়েন্টে গিয়ে দেখা মিলবে সুন্দরী কাঞ্চনজঙ্ঘার। এখান থেকে ঘুম মনাস্ট্রি, জোরপোখরি, বাতাসিয়া লুপ, পশুপতি মার্কেট এবং দার্জিলিং এর কাছাকাছি অন্যান্য জায়গা ঘুরে নিতে পারেন।
🌼চতুর্থ দিন--ব্রেকফাস্ট সেরে বেরিয়ে পড়ুন এনজেপির উদ্দেশ্যে মিরিক রোড ধরে। যতদূর চোখ যাবে শুধু দেখতে পাবেন চা বাগানের দিগন্ত বিস্তৃত সৌন্দর্য। গোপাল ধারা চা বাগানের মধ্যে কিছুটা সময় কাটিয়ে পৌঁছে যান মিরিক। মিরিক লেক দেখে পৌঁছে যান আপনাদের অন্তিম গন্তব্যস্থলে।
Njp to njp 3 রাত 4 দিনের এই ট্যুরে জনপ্রতি খরচ👉🏻
5800/- =8 জনের টিম
6500/-=6 জনের টিম
7100/-=4 জনের টিম
আরো বিশদে জানতে যোগাযোগ করুন এই নাম্বারে 👇🏻
070292 40769