04/02/2025
আমাদের রাজ্যে ছোটো বড় সব শহরে যানজট কেন হয় সবাই জানেন নিশ্চয়ই। কেউ বলবেন অটো, কেউ বলবেন toto, কেউ বলবেন বাস। কেউ বলবেন না পথচারী। কারণ, তারাই সংখ্যায় অনেক বেশী। গনতন্ত্রের নিয়ম অনুযায়ী তাদের উপরে কোনও নিয়ন্ত্রণ করার ক্ষমতা দেখাতে চায়না কোনও সরকার।
তারা কি কি করে বলে যানজট হয়, সেটাও সবাই জানেন। দেখুন, আমরা কিন্তু সবাই কোনও না কোনও সময়ে পথে হাঁটি, অর্থাৎ আমরা সবাই পথচারী--সে আমরা বাস যাত্রী, গাড়ি বা বাইকের বা সাইকেল চালক, যেই হই না কেন।
আসুন দেখা যাক কিভাবে নিজেরা সংযম প্রদর্শন করলে কেমন করে লোক শিক্ষা হবে। হ্যাঁ হবে, একদিন হবে। লোকে একে অপরকে দেখেই শেখে এবং সেভাবেই যে কোনও শহরের রাস্তার একটি বিশেষ চরিত্র সৃষ্টি হয়।
আসুন, প্রতিজ্ঞা করুন:
1) রাস্তার কিনারা থেকে ফুট তিনেক ভিতরে ঢুকে দাঁড়িয়ে থাকবো না। আর কাউকে এভাবে যানবাহনের গতি রোধ করতে দেখলে "ও দাদা!" বলে ধমক লাগাবো।
2) রাস্তার মোড়ের মাঝখান দিয়ে রাস্তা পার হব না।
3) রাস্তা পার হওয়ার জন্যে একটু অন্তত অপেক্ষা করবো গাড়ির স্রোত কম হওয়ার জন্যে, বা সিগন্যাল লাল হওয়ার জন্যে।
4) রাস্তা পার হব আড়াআড়ি, কোনাকুনি নয়।
আরও তো অনেক কিছুই আছে। কিন্তু এই চারটে অবলম্বন করলেই অনেক।