
23/03/2025
কলকাতায় গরম পরতে শুরু করেছে , স্কুল কলেজ পরীক্ষা অফিসের চাপ , বসের ধ্যাতানি মধ্যে একটা weekend পাহাড়ে কাটাতে মন চাইছে?
দু রাত তিন দিনের প্ল্যান করে ঘুরে আসতেই পারেন দার্জিলিং, কালিম্পং কোনো নিরিবিলি অফবিটে। থাকা খাওয়া এবং ঘোরা দিয়ে জনপ্রতি মাত্র 3999/- থেকে শুরু হচ্ছে খরচ।
নিজের মনের মতো প্ল্যান করতে পারেন, আবার প্ল্যানিং না থাকলেও চিন্তা নেই। বাজেটের মধ্যে সমস্ত প্ল্যান করে ঘুরিয়ে আনার দায়িত্ব আমাদের।
দার্জিলিং এর কাছেই ঘুরে নিতে পারেন বিভিন্ন অফবিট - #সিটং, #দাওয়াইপানি, #তাবাকোশি, #তিনচুলে, #তাকদা, #বিজনবাড়ি, #লামাহাটা, #লেপচাজগত, #চটকপুর
কোলাহল থেকে দূরে সরে সহজ সাধারণ জীবনের স্বাদ নিতে ঘুরে নিতে পারেন কালিম্পংও,
কাছাকাছি রয়েছে #রামধুরা, #বার্মিক, #কাফেরগাঁও, #দারাগাঁও, #সাংসের, #লাভা, #রিষপ, #লোলেগাঁও ইত্যাদি জায়গাগুলো। শান্ত পরিবেশে উপভোগ করতে পারবেন পাইনের সারি, পাহাড়ি ঢাল, কাঞ্চনজঙ্ঘার ঝলমলে দৃশ্য সাথে রাত হলে ঝি ঝি পোকার ডাক।
▪️কাঞ্চনজঙ্ঘা ভিউ পাবেন কি? - সঠিক সময়ে দুর্দান্ত ভিউ পাওয়া যায়।
▪️খাওয়া-দাওয়া? - প্রথম দিন লাঞ্চ থেকে শেষ দিন ব্রেকফাস্ট।
▪️অন্তর্ভুক্ত - সমস্ত থাকা খাওয়া
পিক আপ, ড্রপ এবং সাইটসিনের জন্য গাড়ি (বোলেরো/সুমো/Wagonr )
▪️NJP/Siliguri to NJP/Siliguri Car service
▪️Personal cost, Entry, Permit এর জন্য আলাদা খরচ।
8 জন হলে জনপ্রতি 3999/-
6 জন হলে জনপ্রতি 4500/-
4 জন হলে জনপ্রতি 4800/-
2 জন হলে জনপ্রতি 7000/-
▪️আপনি চাইলে 3N/4D বা 4N/5D প্ল্যানও করতে পারেন।
▪️পিক সিজনে খরচ বাড়তে পারে।
▪️স্ট্যান্ডার্ড হোমস্টে সহ পিক আপ, ড্রপ এবং সাইটসিন ধরে এই খরচে মধ্যে হবে। ডিল্যাক্স চাইলে খরচা বাড়বে।
Call/ Whatsapp - 9038044599
Website - www.ghoshtravelplanner.com
Booking Office- Taki Road, Bamanmura , Barasat , Kol-128