21/04/2025
𝗢𝗳𝗳𝗯𝗲𝗮𝘁 𝗕𝗲𝗻𝗴𝗮𝗹-এর এক অভূতপূর্ব যাত্রা – 𝗕𝘂𝘅𝗮 𝗪𝗶𝗹𝗱𝗹𝗶𝗳𝗲 𝗧𝗿𝗶𝗽
আমি, সুজন রায়, Offbeat Bengal নামের ছোট্ট এক ট্রাভেল এজেন্সি চালাই। বড়সড় কোনো কোম্পানি না হলেও, বছরের পর বছর ধরে গড়ে ওঠা গেস্টদের ভরসা আর ভালোবাসার জোরেই আজও টিকে আছি। নিজের চোখে দেখে যাচাই না করে আমি কোনো বুকিং করি না – এটা আমার একটা ছোট্ট নীতি। Sittong- এর আমাদের নিজস্ব Homestay হোক বা অন্য কোথাও, প্রতিটা জায়গা আমার জন্য আবেগের।
এবার এমনই এক ভিন্ন স্বাদের অভিজ্ঞতা হলো – Buxa Tiger Reserve - এ আমাদের Wildlife Trip -এর। আর এই ট্রিপের সঙ্গে জুড়ে গেল এক বিশেষ নাম – রাজদীপ দে ( Traveler Rajdeep Dey )। ও প্রথমবার আমাদের সঙ্গে কাজ করলেও, একটি বারের মতন তা বুঝতে দেয়নি। পুরো সময়টা পাশে ছিলো ছোট ভাই এর মতন। সারাক্ষণ মুখে হাসি, এক বিন্দু ক্লান্তি নেই, শুধু কাজ আর অতিথিদের আনন্দে ভরিয়ে তোলা – এমন ছেলে খুব কম দেখা যায়।
Wildlife trip-এ এসে যারা আগে কোনোদিন জঙ্গল দেখেননি, তাদেরও যেভাবে রাজদীপ মুগ্ধ করেছিল – সেটা সত্যিই প্রশংসনীয়। ওর কেবলমাত্র জঙ্গলের প্রতি ভালোবাসা নয়, প্রতিটি মানুষের সঙ্গেও আত্মিক সম্পর্ক। Leopard spot করা থেকে শুরু করে হাতি, বাইসন, বার্কিং ডিয়ার, রেড জঙ্গল ফাউল, ইমারেল্ড ডাভ, ওরিয়েন্টাল পায়েড হর্নবীল , গ্রেট হর্নবীল,রেড ব্রেষ্টেড প্যারাকিট, থিক বিল্ড গ্রীন পিজিয়ন, হোয়াইট রাম্পড শামা আরও অনেক বন্য প্রাণী দেখানো– একের পর এক দৃশ্য আমাদের সবাইকে আনন্দে, বিস্ময়ে ভরিয়ে দিয়েছিল।
তিন রাত চার দিনের এই ট্রিপে সবচেয়ে ভালো লেগেছে ওর এবং ওর পরিবারের আতিথেয়তা। কোনো বিলাসবহুল প্রপার্টি নয়, তবে যা পেলাম, তা হলো আসল Homestay-এর উষ্ণতা। আতিথেয়তার মধ্যে যে আন্তরিকতা, ভালোবাসা – তা সত্যিই অবর্ণনীয়।
Offbeat Bengal-এর পক্ষ থেকে জানাই অনেক শুভেচ্ছা ও ভালোবাসা রাজদীপকে। সামনে আমাদের যতগুলি জঙ্গলে ট্রিপ হবে, তুমি না থাকলে সেটা অসম্পূর্ণ। এই পথচলা আরও দীর্ঘ হোক। বনে, পাহাড়ে, গহীনে – তোমার মতো মানুষেরই দরকার, যারা শুধু ট্যুর নয়, এক অভিজ্ঞতা গড়ে তোলে।
এই ট্রিপে যারা আমাদের সঙ্গে ছিলেন, তাঁদের সবার মুখেই একটাই কথা—“এটা শুধু একটা ট্রিপ নয়, এটা ছিল জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা।” বাচ্চা থেকে শুরু করে প্রবীণ—সবাই রাজদীপের নেতৃত্বে যেন জঙ্গলের অচেনা দুনিয়ায় হারিয়ে গিয়েছিলেন। ওর একটা সহজ, প্রাণবন্ত ভঙ্গি আছে—যেটা আপনাকে এক মুহূর্তেই নিজের করে নেয়।
ওর চোখে জঙ্গলের প্রতি ভালোবাসা যেভাবে প্রকাশ পায়, সেটা সত্যিই অনুপ্রেরণা দেয়। ও শুধু গাইড নয়, একজন গল্পকার, একজন মেন্টর, একজন প্রকৃতিকে ভালোবাসার দূত।
আর একটা বিষয় না বললেই নয়—ওর প্ল্যানিং এবং ex*****on এত নিখুঁত যে, মনে হচ্ছিল সবকিছু আগে থেকেই নির্ধারিত, যেন প্রকৃতিও আমাদের সঙ্গ দিচ্ছিল। প্রতিটি sighting যেন একেকটা উপহার, আর প্রতিটি সন্ধ্যা গল্পে-হাসিতে মোড়া একেকটা স্মৃতিচিহ্ন হয়ে রইল।
এই অভিজ্ঞতা থেকে আমি একটা জিনিস খুব ভালোভাবে বুঝলাম—
Offbeat Bengal -এর Buxa Tiger Reserve এর প্রতিটি ভবিষ্যৎ ট্রিপে রাজদীপ থাকবে অবিচ্ছেদ্য অংশ হয়ে। কারণ ও শুধু একজন সহযোগী নয়, ও আমাদের টিমের হৃদয়।
এই ভালোবাসা, এই শ্রদ্ধা, এই আত্মিক সম্পর্ক—এর জন্য কৃতজ্ঞতা জানিয়ে শেষ করা যায় না। শুধু বলব—“ভালোবেসে, বুকে আগলে রাখলাম তোমাকে, ছোট ভাই। আগামীর পথে এগিয়ে চলো, আকাশ ছুঁয়ে ফেলুক তোমার স্বপ্ন।”
আর একজন মানুষের কথা না বললেই নয়—
Aman Mahato, আমাদের এই ট্রিপের Safari Car-এর চালক, আর তার থেকেও বড় কথা, একজন নিঃশব্দ অথচ দৃঢ় Wildlife Lover। ওর ধৈর্য, ওর পর্যবেক্ষণ ক্ষমতা, আর ওর আন্তরিকতা আমাদের গোটা ট্রিপের অভিজ্ঞতাকে অন্য এক স্তরে নিয়ে গিয়েছিল।
জঙ্গলের প্রতিটা বাঁক, প্রতিটা শব্দ ওর চেনা। ও জানতো কখন কোথায় থামতে হবে, কোনদিকে তাকাতে হবে, কোথায় গাছের ফাঁকে লুকিয়ে আছে প্রকৃতির বিস্ময়। Leopard থেকে শুরু করে Hornbill – বহু sighting ওর নিখুঁত চালনা ও ঠিক সময়ে থেমে যাওয়ার জন্যই সম্ভব হয়েছে।
Aman-এর মতো মানুষরা হয়তো ক্যামেরার সামনে থাকেন না, কিন্তু ওর মতো নির্ভরযোগ্য, বিনয়ী, প্রকৃতির প্রতি শ্রদ্ধাশীল মানুষেরাই একটা ট্রিপের আসল হিরো।
Offbeat Bengal-এর পক্ষ থেকে ওকেও জানাই অসীম শ্রদ্ধা, ভালোবাসা আর কৃতজ্ঞতা। এমন Safari চালক পাওয়া সত্যিই সৌভাগ্যের।
আপনারাও চাইলে এমন ট্রিপ এর জন্য আমাদের নির্দ্বিধায় যোগাযোগ করতে পারেন। সমস্ত ব্যবস্থার দায়িত্ব আমাদের।
নিচে ট্রিপ-এর কিছু ছবি দেওয়া হলো।