26/11/2024
সিটং নামটা অনেকেরই পরিচিত, এবং বলতে শোনা যায় যে আপার সিটং না লোয়ার সিটং। আদতে এই আপার সিটং আর লোয়ার সিটং নামে আলাদা কিছু নেই। সিটং আসলে দার্জিলিং জেলার কার্শিয়াং সাবডিভিশনের অধীনে তিনটি ব্লক নিয়ে গঠিত, এবং এই তিনটি ব্লকের মধ্যে অসংখ্য গ্রাম রয়েছে।
পর্যটকদের কাছে কিছু জনপ্রিয় গ্রাম যেমন আহলদারা, তোরিয়ক, লাটপানচার, শেলপু অরেঞ্জ গার্ডেন এরিয়া, মহলদিরাম, যোগিঘাট ইত্যাদি এই নামগুলো মোটামুটি ভাবে সবাই জানেন। কিন্তু এই গ্রামগুলো সিটং এর অন্তর্গত তা অনেকের ধারণাতেই নেই। এছাড়াও আরও অনেক ছোট-বড় গ্রাম রয়েছে। প্রতিটি গ্রামেরই নিজস্ব সৌন্দর্য আছে।
সেরকমই একটি কম পরিচিত এবং অজানা গ্রাম হলো লামাগাঁও। এখানে মাত্র ৯টি পরিবারের বসবাস। এই গ্রামটি মহানন্দা ও সিঞ্চল ওয়াইল্ডলাইফ স্যাংচুয়ারির সংযোগস্থলের কাছে হওয়ার কারণে এর জীববৈচিত্র্য অত্যন্ত সমৃদ্ধ। এখানে সবুজ প্রকৃতি আর পাখির কলরব আপনাকে মুগ্ধ করবে।
সকালের সূর্যোদয়ের মনোরম দৃশ্য, বিস্তৃত পাহাড়ের চূড়া এবং হিমালয়ের শৃঙ্গ এখানকার অন্যতম আকর্ষণ। এখানে যদি ঘুরতে চান, তাহলে আমাদের ছোট একটি হোমস্টে রয়েছে যেখানে থাকার এবং খাওয়ার সমস্ত ব্যবস্থা রয়েছে। আপনি সহজেই ২-৩ দিন কাটিয়ে যেতে পারবেন এবং আশপাশের দর্শনীয় স্থানগুলো ঘুরে দেখতে পারবেন।
বিস্তারিত জানার জন্য কল বা হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে: ৭০০৩৫৩৮৪৫৯।
Lama's Homestay Sittong