Belpahari Tour Travels And Guide

Belpahari Tour Travels And Guide Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Belpahari Tour Travels And Guide, Belpahari.
(1)

❤️ এই পেজটি জঙ্গলমহলের বা বিভিন্ন জায়গার, ঐতিহ্য , ভাষা, সংস্কৃতি, বিভিন্ন অজনা জায়গার সন্ধান দেওয়া হয়। এবং জঙ্গল মহলের জীবন যাপন তুলে ধরার একটা ছোট্ট প্রয়াস। এগিয়ে যেতে পেজটি ফলো করে সাহায্য করুন। ধন্যবাদ 🌿❤️

কড়কনাথ মোরগের মাংস পাওয়া যাচ্ছে কাঁচা লঙ্কা ফ্যামিলি রেস্টুরেন্টবেলপাহাড়ী তে."কড়কনাথ মুরগির মাংসে উচ্চ মাত্রায় প্রো...
13/08/2025

কড়কনাথ মোরগের মাংস পাওয়া যাচ্ছে
কাঁচা লঙ্কা ফ্যামিলি রেস্টুরেন্ট
বেলপাহাড়ী তে.

"কড়কনাথ মুরগির মাংসে উচ্চ মাত্রায় প্রোটিন, সামান্য পরিমাণে ফ্যাট ও ক্লোরেস্টেরল থাকে, যার ফলে মানুষের কাছে কাদাকনাথ মুরগির মাংসের চাহিদা অনেক বেশি।

রক্তচাপ নিয়ন্ত্রণ থেকে রক্তে শর্করা নিয়ন্ত্রণ, পেশীর জোর বাড়ানো, এমনকি ক্যানসার প্রতিরোধেও বিশেষ ভূমিকা পালন করে । এই মুরগিতে অ্যান্টিঅক্সিড্যান্ট এবং প্রচুর আয়রন আছে বলে মত দিচ্ছেন পুষ্টিবিদরা। সাধারণ মুরগির চেয়ে এই কালো মুরগির মাংসে কোলেস্টেরলের মাত্রা অনেক কম।এই মুরগির মাংসে শতকরা১.‌৯৪ শতাংশ ফ্যাট রয়েছে, যা অন্য প্রজাতির মুরগির মাংসের তুলনায় অনেকটাই কম। কিন্তু প্রোটিনের মাত্রা প্রায় কয়েক গুণ বেশি।" ( Source: google)
Belpahari Tour Travels And Guide

এই প্রথম বার ঝাড়গ্রাম থেকে সরাসরি  শিলিগুড়ি যাওয়ার আরামদায়ক এসি স্লিপার বাস পরিষেবা চালু করতে চলেছে সুবর্ণ পরিবহণ আগ...
11/08/2025

এই প্রথম বার ঝাড়গ্রাম থেকে সরাসরি শিলিগুড়ি যাওয়ার আরামদায়ক এসি স্লিপার বাস পরিষেবা চালু করতে চলেছে সুবর্ণ পরিবহণ আগামী 12 আগস্ট শুভ উদ্বোধন 🎉🎉🎉🎉🎉🎉

ঝাড়গ্রাম 🌀 রানীবাঁধ 🌀 বাঁকুড়া 🌀দুর্গাপুর 🌀মালদা 🌀 শিলিগুড়ি

Contact details:-
1.JHARGRAM :- 7479125803

2.RANIBANDH:- 9474183560 / 8972211787 /
8370816909

3.KHATRA :-: 9333150980 / 9735109916

4.BANGLA :- 9153440849 / 8926203062

5.BANKURA :-7501846524/ 9749498164/ 9832177909

6.DURGAPUR :-9749596397 | 8207285181

6.SILIGURI :- 9733264640 / 9832377328 / 8116712389

বুকিং এর জন্য :- www.subarnaparibahan.com , Red bus app
ছবির জন্য অসংখ্য ধন্যবাদ Arka Mandal ,



05/08/2025

পাহাড়ের ও জঙ্গলের মাঝে নিরিবিলি পরিবেশে সেজে উঠেছে, বেলপাহাড়ীর নতুন ঠিকানা।।
Pahariya Eco Resort
🌿❤️
এই বর্ষায় বেলপাহাড়ী বেড়াতে আসতে চান ??
ভাবছেন কোথায় থাকবেন ?? 🌿
চিন্তা নেই, পাহাড়িয়া ইকো রিসোর্ট আছে তো 😊❤️
পাহাড়ের কোলে মনোরম পরিবেশে, নতুন রূপে সেজে উঠেছে পাহাড়িয়া ইকো রিসোর্ট ।। ❤️
বেলপাহাড়ী থেকে মাত্র 5 মিনিটের রাস্তা ।। ❤️
এখানে সম্পূর্ণ নিরাপদে থাকা খাওয়ার সু-ব্যবস্থা রয়েছে ।।
🔵 বুকিংয়ের জন্য যোগাযোগ করুন :- 9800033633

দাঁড়িয়ে আছে কানাইসর। ফুলিস্কিন। Photography :- Santanu Venkat Belpahari Tour Travels And Guide  #ঝাড়গ্রাম
26/07/2025

দাঁড়িয়ে আছে কানাইসর। ফুলিস্কিন।

Photography :- Santanu Venkat
Belpahari Tour Travels And Guide
#ঝাড়গ্রাম

"ঝুম" ঝমঝম, Rainy day. 🌧️🌧️Belpahari ❤️😊 Photography :- Santanu Venkat Belpahari Tour Travels And Guide  #ঝাড়গ্রাম
26/07/2025

"ঝুম" ঝমঝম, Rainy day. 🌧️🌧️
Belpahari ❤️😊
Photography :- Santanu Venkat
Belpahari Tour Travels And Guide
#ঝাড়গ্রাম

26/07/2025

🚌 ঝাড়গ্রাম থেকে শিলিগুড়ি রুটে নতুন বাস পরিষেবা! 🏞️ খুশির খবর! ঝাড়গ্রামবাসীর বহুদিনের অপেক্ষার অবসান হতে চলেছে। খুব শীঘ্রই চালু হতে চলেছে Jhargram ➡️ Siliguri সরাসরি বাস পরিষেবা। 📌 বাসের ভেতরের ঝকঝকে আধুনিক ইন্টেরিয়র দেখে বোঝাই যাচ্ছে, যাত্রা হবে আরামদায়ক ও মসৃণ। 💰 টিকিটের মূল্য এখনও ধার্য হয়নি, জানানো হবে সময় মতো। 📸 দেখে নিন বাসের ভিতরের এক ঝলক #প্রিয়ঝাড়গ্রাম #ঝাড়গ্রাম

Belpahari || Jhargram 🫰🧿 Follow :- Belpahari Tour Travels And Guide
21/07/2025

Belpahari || Jhargram 🫰🧿
Follow :- Belpahari Tour Travels And Guide

বেলপাহাড়িতে সোহিনী ও শোভন ||Belpahari Tour Travels And Guide
19/07/2025

বেলপাহাড়িতে সোহিনী ও শোভন ||
Belpahari Tour Travels And Guide

ঠিক একশ পাঁচ বছর আগে ১৯২০ সালের ঘটনা।  সামনে যেন স্বয়ং যিশু, রবীন্দ্রনাথকে দেখে নতজানু লন্ডনের কফি বিক্রেতা।  রবীন্দ্রনা...
18/07/2025

ঠিক একশ পাঁচ বছর আগে ১৯২০ সালের ঘটনা। সামনে যেন স্বয়ং যিশু, রবীন্দ্রনাথকে দেখে নতজানু লন্ডনের কফি বিক্রেতা।

রবীন্দ্রনাথকে স্বয়ং যিশুখ্রিস্ট বলে ভুল করেছিলেন কোন এক ইংরেজ। লন্ডনে রবীন্দ্রনাথের জীবনের এমনই ঘটনার কথা আমরা জানতে পারি তপনমোহন চট্টোপাধ্যায়ের স্মৃতিচারণায়।

তখন ১৯২০ সাল। নোবেলজয়ী কবি বিশ্বযাত্রার অংশ হিসাবে তখন লন্ডনে উপস্থিত। আর ওকালতি পড়ার উদ্দেশ্যে তখন লন্ডনেই রয়েছেন দ্বিজেন্দ্রনাথ ঠাকুরের দৌহিত্র তপনমোহন চট্টোপাধ্যায়। শান্তিনিকেতনে রবীন্দ্রনাথের ছাত্রও ছিলেন তপনমোহন। বন্ধু উইলি পিয়ারসন খবর দিয়েছিলেন গুরুদেব লন্ডন আসছেন। রবীন্দ্রনাথের সেবার লন্ডনযাত্রায় আতিথেয়তার ভার নিয়েছিলেন কবিবন্ধু রটেনস্টাইন। কেনসিংটন প্যালেস ম্যানসনে থাকার বন্দোবস্ত করা হল রবীন্দ্রনাথের। আর ঘটনাচক্রে বাড়িটি তপনমোহনের বাড়িরও একদম কাছে। শুধু তাই নয়, তপনমোহনের বাড়ি থেকে জনের ক্যাবস্টল যাওয়ার রাস্তাতেই পড়ে কেনসিংটন প্যালেস।

জন ধর্মপ্রাণ দরিদ্র খ্রিস্টান। আর ক্যাবস্টল বলতে চারচাকার উপর কাঠের ছোট্ট ঘর। যেখানে বসে জন বিক্রি করতো কফি, ডিমসেদ্ধ, হ্যাম স্যান্ডুইচ এইসব টুকিটাকি। পড়াশুনোর ফাঁকে আড্ডা ও জলখাবারের উদ্দেশ্যে তপনমোহন যেতেন জনের ক্যাবস্টলে।

রাত তখন বারোটা। রটেনস্টাইনের বাড়ি থেকে ফিরছেন রবীন্দ্রনাথ। ট্যাক্সি থেকে নেমেই পড়লেন বিপাকে। জোব্বার এ’পকেট ও’পকেট হাতড়ে কানাকড়ি কিছুই খুঁজে পাচ্ছেন না। অন্যমনস্ক রবীন্দ্রনাথ সেদিন শূন্য পকেটেই বেরিয়ে পড়েছিলেন। এখন ট্যাক্সির ভাড়া মেটাবেন কীভাবে? এত রাতে পুত্র রথীন্দ্রনাথকে ডাকতে হলে সে আর এক বিপত্তি। এমন সময় তপনমোহনকে দেখতে পেলেন। গুরুদেব জিজ্ঞেস করলেন, “এই, তোর পকেটে কিছু আছে নাকি? না, আমারই মতন একেবারে শূন্য?” তপনমোহন দেখলেন ট্যাক্সির মিটারে ভাড়া উঠেছে দেড় শিলিং। তার সঙ্গে আরো ছয় পেনি যোগ করে ভাড়া মিটিয়ে দিলেন তিনি।

ছাত্রের সঙ্গে বহুদিন পর দেখা রবীন্দ্রনাথের। তাঁর পড়াশুনোর খবর নিলেন। গল্পগুজব করলেন। আর কথায় কথায় তপনমোহন জানালেন এত রাতে বাইরে বেরোনোর উদ্দেশ্য জনের স্টলে এককাপ গরম কফি। ছাত্রের অনুরোধেই জনের স্টলের দিকে এগোলেন রবীন্দ্রনাথ।

স্টলের কাছাকাছি আসতেই গুরুদেবকে একটু পিছনে ফেলে এগিয়ে গেলেন তপনমোহন। জনকে গুছিয়ে বলতে হবে গুরুদেবের পরিচয়। আপ্যায়নের ত্রুটি যেন না থাকে। রাত অনেক হয়েছে। জনের স্টলে একটিও খরিদ্দার নেই। কিন্তু স্টলের কাছে পৌঁছতেই এক আশ্চর্য দৃশ্য দেখলেন তিনি। জন যেন একেবারে পাথরের মূর্তির মতো দাঁড়িয়ে। আর তার চোখের দৃষ্টি রবীন্দ্রনাথের উপর স্থির হয়ে আছে। রবীন্দ্রনাথ তখন মাথা থেকে মখমলের টুপি খুলে ফেলেছেন। মৃদু একটু চাঁদের আলো এসে পড়েছে তাঁর মুখের উপর। সেদিকে তাকিয়ে থাকতে থাকতে হাঁটু গেড়ে নিলডাউনের ভঙ্গিতে বসে পড়েছেন জন। তার হাতদুটো জোড় করা।

রবীন্দ্রনাথ ততক্ষণে অস্বস্তিতে পড়েছেন। তাড়াতাড়ি সরে যাচ্ছেন সেই জায়গা থেকে। এদিকে লন্ডনের রাস্তাঘাট তিনি ভালোমতন চেনেন না। তাঁকে কেনসিংটন প্যালেস পর্যন্ত পৌঁছে দিয়ে আবার জনের ক্যাবস্টলে ফিরে এলেন তপনমোহন। তাঁকে দেখেই জন বলে বসলেন, “চ্যাটার্জি, আমার জীবন ধন্য। করুণাময় লর্ড জিসাস ক্রাইস্ট দূর থেকে আজ আমাকে দর্শন দিয়ে গেছেন। আমার জীবন সার্থক।” জনের মুখে তখন অপার শান্তি। আর বিস্ময়ে অভিভূত তপনমোহন সেই রাতে কিছু না খেয়েই বাড়ি ফিরে এলেন।

মানুষের শরীরেই রবীন্দ্রনাথ এদেশের অনেকের কাছেই তো ঈশ্বরের সমার্থক। তাঁর লেখায়, তাঁর জীবনে আশ্রয় নিয়েই বেঁচে থাকেন কতজন। কিন্তু লন্ডন শহরের বুকে একজন কফি বিক্রেতার কাছেও যে তিনি প্রথম দেখাতেই ঈশ্বর হয়ে উঠেছিলেন, এমন ঘটনা সত্যিই আশ্চর্য করে।
(Courtesy: )

🪷💖 শুভ জন্মদিন আমাদের সকলের আবেগ ,, আমাদের সকলের ভালোবাসার জায়গা ,,, 🪷💖🍀  শ্রীরামপুর কলেজ এর ২০৮ তম জন্মদিন আজ  .... 💖শ...
18/07/2025

🪷💖 শুভ জন্মদিন আমাদের সকলের আবেগ ,, আমাদের সকলের ভালোবাসার জায়গা ,,, 🪷💖🍀
শ্রীরামপুর কলেজ এর ২০৮ তম জন্মদিন আজ .... 💖
শুভ জন্মদিন প্রাণের থেকেও প্রিয় আবেগ এর নাম ও আবেগ এর স্থান ,,, .... 🏦
#শ্রীরামপুর_কলেজ ❣️
🪷


#আমারশহরশ্রীরামপুর

বর্ষা কাকরাঝোরকে এক সবুজ স্বর্গে রূপান্তরিত করে, যেখানে বৃষ্টির ছন্দ তার বন এবং পাহাড়ে নতুন প্রাণ সঞ্চার করে। ছোটনাগপুর...
18/07/2025

বর্ষা কাকরাঝোরকে এক সবুজ স্বর্গে রূপান্তরিত করে, যেখানে বৃষ্টির ছন্দ তার বন এবং পাহাড়ে নতুন প্রাণ সঞ্চার করে। ছোটনাগপুর মালভূমির পাদদেশে অবস্থিত, পশ্চিমবঙ্গের এই অপ্রচলিত রত্নটি বর্ষাকালে স্বপ্নের মতো বিশ্রামস্থলে পরিণত হয়। কুয়াশাচ্ছন্ন গাছপালা, লাল ল্যাটেরাইট ট্রেইল এবং প্রবাহিত স্রোতের মৃদু শব্দ একটি মনোমুগ্ধকর পরিবেশ তৈরি করে। বর্ষা জঙ্গলের মাটির সুবাসকে বাড়িয়ে তোলে, অন্যদিকে প্রাণবন্ত বুনো ফুল এবং পাখির কিচিরমিচির এই অঞ্চলের মনোমুগ্ধকর সৌন্দর্য বৃদ্ধি করে। প্রকৃতিপ্রেমী এবং নির্জনতা সন্ধানীদের জন্য, বৃষ্টিতে কাকরাঝোর হল অক্ষত প্রাকৃতিক সৌন্দর্যের এক নির্মল মুক্তি।

🌄 "পরেশনাথ পাহাড় - মেঘে দের দেশ ☁️☁️ আমার মন ছুঁয়ে যাওয়া এক যাত্রা..." 🌲🌳 🌿এই প্রথম, জীবনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়...
18/07/2025

🌄 "পরেশনাথ পাহাড় - মেঘে দের দেশ ☁️☁️
আমার মন ছুঁয়ে যাওয়া এক যাত্রা..." 🌲🌳 🌿

এই প্রথম, জীবনের ব্যস্ততা থেকে একটু বিরতি নিয়ে নিজেকে খুঁজে নিতে উঠেছিলাম পাহাড়ের কোলে, পরেশনাথের পথে।
প্রতিটা ধাপে ছিল ক্লান্তি, ঘাম, শ্বাস ফেলার বিরতি — কিন্তু তার চেয়েও বেশি ছিল ‌ভেতরের এক অদ্ভুত শান্তি।
পাথুরে রাস্তা, খাড়া চড়াই, আর চারপাশে শুধু প্রকৃতির নিঃশব্দ ডাক... যেন একে একে সব চিন্তা দূরে মিলিয়ে যাচ্ছিল।

শীর্ষে পৌঁছে মনে হলো, শুধু পাহাড় নয়, নিজেকেও একটু জয় করলাম।
পরেশনাথ শুধু একটা ট্রেক না, এটা ছিল আমার মনে সাথে একটা নতুন সংলাপ।

🌿 যারা প্রকৃতি ভালোবাসো, কখনো যদি সুযোগ পাও — একবার অবশ্যই ঘুরে এসো পরেশনাথ পাহাড় থেকে। এটা শুধু একটা গন্তব্য না, এটা এক অনুভব 💚

অনুরোধ রইলো প্রতিটা ছবি দেখে আসার 🙏

#পরেশনাথ #ট্রেকিংডায়রি #ভ্রমণপ্রেমী



Post - Shushan

Address

Belpahari

Telephone

+919339115498

Website

Alerts

Be the first to know and let us send you an email when Belpahari Tour Travels And Guide posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Belpahari Tour Travels And Guide:

Share