
22/08/2025
তিনটে পাহাড়ী মন একসাথে মানেই জমজমাট পাহাড়ী আড্ডা। অনেকদিন পর তিনজন একসাথে হলাম। জ্যোতিষ্ক সদ্য আফ্রিকা সফর শেষ করে ফিরেছে, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "চাঁদের পাহাড়" গল্প পড়ে দেখতে গিয়েছিল আসল চাঁদের পাহাড় এবং অগ্নিদেবের শয্যা। প্রথম বাঙালী হিসাবে চড়েছে ঐ পর্বতমালার সর্বোচ্চ শৃঙ্গ "মাউন্ট মার্গারিটা (5119m)" । তার এই চাঁদের পাহাড় অভিযানে জ্যোতিষ্ক-র শঙ্কর হয়ে ওঠার গল্পটা শুরু হলেও সময়ের অভাবে অসমাপ্ত থেকে গেল। গল্পের বাকিটা শোনানোর জন্য আবার আসবে ফিরে, বসবে পাহাড়ী আড্ডা। আমাদের জ্যোতিষ্ক শঙ্কর বিশ্বাস আফ্রিকা থেকে এনেছে সফল অভিজ্ঞতার সাথে কিছু অমূল্য উপহার। ট্রেনের সময় হয়ে গেছে, তাই তাড়াতাড়ি উপহার গুলো দিয়ে আবার বেড়িয়ে পড়ল পাহাড়ের টানে।
আমার কাছে এর থেকে ভালো জন্মদিনের উপহার হতে পারে না। Thank You Jyotishko 🤍🏔🤘