06/04/2025
৩০ সেকেন্ডের অ্যানিমেশনে 🙏বিষ্ণুপুরের মদন মোহনের অমৃত কথা🙏
সাল আনুমানিক ১৭৪৬ - বিষ্ণুপুরের সিংহাসনে মহারাজা গোপাল সিংহদেব- তিনি ছিলেন ভগবান মদন মোহন অন্ত প্রাণ ও মদন মোহন সমর্পিত প্রাণ -ঠিক তখন দুর্ধর্ষ মারাঠা বর্গী ভাস্কর পন্ডিত অতর্কিতে আক্রমনের মুখে মল্লভূম - কোতুলপুর, কুম্ভস্থল, জয়পুর ছারখার- ভাস্কর পন্ডিত তাবু গাড়লেন বিষ্ণুপুরের সন্নিকটে - গোপাল সিংঘদেব এই অতর্কিত আক্রমণে দিশেহারা - ছুটে গেলেন প্রভু মদন মোহনের কাছে - প্রভু রক্ষা করো - সমগ্র বিষ্ণুপুর বাসী মদন মোহনের সংকীর্তনে - প্রভু রক্ষা করো 🙏 হঠাৎ গর্জে উঠলো কামান দলমর্দন - মদন মোহন নিজে কাঁধে দলমর্দন ফাটিয়ে ধ্বংস করলেন বর্গী - রক্ষা করলেন বিষ্ণুপুর - জয় মদন মোহন 🙏জয় বিষ্ণুপুর 🙏
এই অনবদ্য অ্যানিমেশন, এডিটিং ও ভিডিও বানিয়েছে Anurag Das বিষ্ণুপুরের অমর কাহিনী নিয়ে আরো সুন্দর সুন্দর ভিডিও উপহার দিও।।
এই ভিডিওর কপি রাইট রিজার্ভ আছে।
সংগৃহীত