18/06/2025
🔥এই গরমের হাত থেকে বাঁচতে উইকেন্ড দেখে বেরিয়ে গেছিলাম সুন্দর বনের উদ্দেশ্যে 🌳🌊
আসলে বেশ কয়েক মাস ধরে মনটা কেমন ঘুরুঘুরু করছিলো 🌀
আর হাতে লম্বা ছুটিও নেই 📆 তাই ভাবলাম কলকাতার আশেপাশেই যদি কোথাও একটা যাওয়া যায় 🧳
আর তার জন্য একটা ঠিকঠাক পকেট ফ্রেন্ডলি 💰 ট্যুর & ট্রাভেলস কোম্পানিও তো প্রয়োজন 🤔
📞 যোগাযোগ করে নিলাম শান্তিনিকেতনের Sarkar Travels এর সাথে 🚐✨
এই সরকার ট্রাভেলসই আমাদের দিলো একদম ঝকঝকে একটা ট্যুর প্যাকেজ 🎁
সুন্দরবন, হ্যাঁ গরমে থেকে বাঁচতে ম্যানগ্রোভ, নদী, সমুদ্রের মাঝে কয়েকটা দিন কাটানোর মজাই আলাদা 🐊🌿🌅
আর তার সাথে খুব অল্প খরচেই যা যা সুবিধা পেলাম তা ভাবাও কল্পনা 😮
👨👩👧👦 পরিবারকে নিয়ে দিলাম এক ছুট 🏃♂️💨
🗓️ প্রথম দিন:
📍 সোনাখালি – গোসাবা – হ্যামিল্টন বাংলো – রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো – পাখির জংগল – পাখিরালয় 🐦🏡
🛏️ থাকার জন্য ছিলো দুই অপশন – হোটেল 🏨 অথবা লঞ্চ 🚢
আমরা হোটেলেই কাটালাম রাত 🌙
🗓️ দ্বিতীয় দিন:
📍 সজনেখালি – সুধন্যখালি – পিরখালি – বনবিবি – ভারানী – চোরা – গাজীখালি – সুন্দরখালি – দোবাঁকি 🌊🛶
সুন্দরবনের মধ্যেই যে এতো স্পট আছে, তা সত্যিই অজানা ছিলো 😍
🗓️ তৃতীয় দিন:
⛅ সকালটা একটু খারাপ হলেও, আকাশ পরিষ্কার হতেই বেরিয়ে পড়লাম
📍 পঞ্চমুখানু – পার্শে মারি / লোকনাথ মন্দির – লোকাল সাইডসিন 🙏🌄
🐅 আর হ্যাঁ… বাঘ মামার দর্শনও পেয়েছি আমরা!
🍽️ এবার আসি খাবারের কথায়:
🧃 ওয়েলকাম ড্রিঙ্ক দিয়ে শুরু 🥂
🥪 টিফিন: কচুরি, আলুরদম, রসগোল্লা, চা ☕
🐟 ১১টায় – আমোদি মাছ ভাজা ও লাল চা
🍛 দুপুর: বাসমতি ভাত, মাছের মাথা দিয়ে ডাল, বেগুনি, ইলিশ পুঁই, ভাপা ইলিশ, চাটনি, পাঁপড়
🍉 ফলের প্লেট
🌇 সন্ধ্যা: চিকেন পাকোড়া, স্যালাড, চা
🌙 ডিনার: বাসন্তী পোলাও, মটন কষা, কোল্ড ড্রিংকস 🥤
📆 দ্বিতীয় দিনেও নতুন চমক!
☀️ সকাল – চা বিস্কুট, নানপুরি, চানা মশলা, মিষ্টি চা
🍤 ১১টায় – চিংড়ি পাকোড়া, লাল চা
🍱 দুপুর: বাসমতি ভাত, মুগ ডাল, কচুশাক ইলিশ মাথা দিয়ে, বাগদা চিংড়ি মালাইকারি (২ পিস), ইলিশ পাতুরি, চাটনি, পাঁপড়
🍎 ফল
🌆 সন্ধ্যা – মসলামুড়ি, পিঁয়াজ পাকোড়া, চা
🌃 রাতের খাবার: ফ্রাইড রাইস, চিকেন কষা, কোল্ড ড্রিংকস
🕗 শেষ দিন সকাল:
চা বিস্কুট ☕
৯টায় – রাধা বল্লভী, ছোলার ডাল, ডিম সেদ্ধ, চা 🍳
১১টায় – ভেজ পাকোড়া, চা
🍽️ লাঞ্চ: ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, কোল্ড ড্রিংকস, ফল 🍗🍛
📦 তারপরই ব্যাগ গুছিয়ে বাড়ি ফেরা 🚗
📢 বিশেষ ঘোষণা:
এই মাসে, পরের মাসে এবং সারা বছর জুড়েই রয়েছে Sarkar Travels-এর বিভিন্ন প্যাকেজ অফার 🎉
🎊 পুজো স্পেশাল প্যাকেজ-ও আছে!
👣 থাকছে সরকারি গাইড, আদিবাসী নৃত্য, অভিজ্ঞ ট্যুর ম্যানেজার – সব কিছু এক জায়গায় 💃🗺️
💸 দাম:
🏨 হোটেল – ₹4,500 (৩ জনে ১ রুম)
🚢 লঞ্চ – ₹3,500
👫 ২ জনে ১ রুম – ₹5,000
📞 যোগাযোগ করুন – 9434634201 ☎️
🌿 আমার অভিজ্ঞতা দারুণ ছিলো! আপনিও চাইলে একবার ঘুরে আসুন সুন্দরবন থেকে 💚