
20/06/2025
#𝐒𝐇𝐈𝐌𝐋𝐀 #𝐊𝐔𝐋𝐋𝐔 #𝐌𝐀𝐍𝐀𝐋𝐈 #𝐊𝐀𝐒𝐎𝐋 #𝐌𝐀𝐍𝐈𝐊𝐀𝐑𝐀𝐍
𝐆𝐫𝐨𝐮𝐩 𝐓𝐨𝐮𝐫 𝐃𝐚𝐭𝐞 : 𝟐𝟕 𝐭𝐡 𝐒𝐄𝐏𝐓𝐄𝐌𝐁𝐄𝐑 𝟐𝟎𝟐𝟓 𝐚𝐧𝐝 𝟕𝐭𝐡 𝐎𝐂𝐓𝐎𝐁𝐄𝐑 𝟐𝟎𝟐𝟓
🙏 হাওড়া স্টেশন থেকে হাওড়া স্টেশন পর্যন্ত 🙏
9 রাত্রি/ 10 দিন
𝐆𝐫𝐨𝐮𝐩 𝐓𝐨𝐮𝐫 𝐃𝐚𝐭𝐞 : 𝟐𝟕 𝐭𝐡 𝐒𝐞𝐩𝐭𝐞𝐦𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟓 𝐚𝐧𝐝 𝟕𝐭𝐡 𝐎𝐜𝐭𝐨𝐛𝐞𝐫 𝟐𝟎𝟐𝟓
সিমলা - 2 রাত
মানালি - 2 রাত
কাসোল - 1 রাত
*** ট্রেন টিকিট, আহার, বাসস্থান ও সাইটসিয়িং সহ মাথাপিছু মোট খরচ :- 𝟏𝟓,𝟓𝟎𝟎/-
🔴 ** প্রথম দিন :-
রাত্রি 21:55 মিনিটের ট্রেন ধরে ( 12311 NETAJI EXP ) কালকার উদ্দেশ্যে রওনা দেব ।
🔴 ** দ্বিতীয় দিন :-
সারা দিন আমরা থাকবো ট্রেনে । রাত্রি 01:35 মিনিটে চন্ডীগড়/কালকা 03:00 স্টেশন পৌঁছে গাড়ি করে সিমলার উদ্দেশ্যে রওনা দেব।
🔴** তৃতীয় দিন :-
সকালে হোটেলে এ প্রবেশ করব । ব্রেকফাস্ট করে বিশ্রাম। দুপুরে মধ্যাহ্নভোজের পর গাড়ি করে আমরা যাব সিমলা মল রোড । পায়ে হেঁটে দেখে নেব কালীবাড়ি, ম্যাল, এডভান্স স্টাডি ইত্যাদি । ফিরে এসে ডিনার্ করার পর রাত্রিবাস সিমলা ।
Meals - Breakfast, Lunch, Evening snacks & Dinner
🔴** চতুর্থ দিন :-
সকালে ব্রেকফাস্ট সেরে দেখে নেব সিমলা লোকাল সাইটসিয়িং কুফরি, ফাগু, গ্রীন ভ্যালি, জাকু টেম্পল ইত্যাদি । ফিরে এসে মধ্যাহ্নভোজ সেরে বিশ্রাম । সন্ধ্যায় ম্যালে যে যার নিজের মতো করে সময় কাটাবো । ফিরে এসে ডিনার্ করার পর রাত্রিবাস সিমলা ।
Meals - Breakfast, Lunch, Evening snacks & Dinner
🔴** পঞ্চম দিন :-
সকালে ব্রেকফাস্ট সেরে হোটেল চেক আউট করে বেড়িয়ে পরব পরবর্তী গন্তব্য মানালি । পথে দেখে নেব সাইটসিয়িং কুলু, সুন্দরনগর লেক ইত্যাদি। পথে সেরে নেব মধ্যাহ্নভোজ । রাত্রে ডিনার্ করার পর রাত্রিবাস মানালি ।
Meals - Breakfast, Lunch & Dinner
🔴 ** ষষ্ঠ দিন :- সকালে ব্রেকফাস্ট সেরে দেখে নেব সোলাং ভ্যালি, (অটল টানেল, শিশু ভিলেজ ) ইত্যাদি । পথে সেরে নেব মধ্যাহ্নভোজ । ফিরে এসে বিশ্রাম । রাতে ডিনার্ করার পর রাত্রিবাস মানালি ।
Meals - Breakfast, Lunch, Evening snacks & Dinner
🔴 ** সপ্তম দিন :-
সকালে ব্রেকফাস্ট সেরে দেখে নেব মানালি লোকাল সাইটসিয়িং হিদিম্বা টেম্পল , মনাস্ট্রি, ক্লাব হাউজ, বশিষ্ঠ টেম্পল ইত্যাদি । পথে মধ্যাহ্নভোজ সেরে আমরা কাসল এর উদ্দেশে বেরিয়ে যাবে। আজকের রাত্রিবাস কাসল রিভার সাইড কটেজে।
Meals - Breakfast, Lunch, Evening snacks & Dinner
🔴** অষ্টম দিন :-
সকালে ব্রেকফাস্ট সেরে হোটেল চেক আউট করে ওমনিকরন দেখে পৌঁছাবো কালকা স্টেশন । পথে সেরে নেব মধ্যাহ্নভোজ । কালকা স্টেশন থেকে রাত 23:55 মিনিটের ( 12312 NETAJI EXP ) ধরে হাওড়া উদ্দেশ্যে রওনা দেব ।
Meals - Breakfast & Lunch
🔴** নবম দিন :-
আমরা সারা দিন রাত থাকবো ট্রেনে ।
🔴** দশম দিন :-
সকাল 8:05 মিনিটে হাওড়া পৌঁছে একরাশ মধুর সৃতি নিয়ে যে যার বাড়ির উদ্দেশ্যে রওনা দেব ।
প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে :-
✅️ হাওড়া থেকে হাওড়া পর্যন্ত স্লিপার ক্লাসে (SL) যাওয়া ও আসার টিকিট ।
✅️ হোটেলে পরিবার ভিত্তিক রুম (𝗗𝗲𝗹𝘂𝘅𝗲 𝗥𝗼𝗼𝗺)
✅️ 4 বৎসর পর্যন্ত কোন খরচ লাগবে না। তারা সবকিছুই মা বাবার সঙ্গে শেয়ার করবে। যদি সাইট সিনের গাড়ির সিট নিতে চান তাহলে 40% চার্জ দিতে হবে ডবল শেয়ারিং প্যাকেজ মূল্য থেকে।
✅️ 4 + থেকে 6 বৎসর পর্যন্ত 30% ছাড় ডবল শেয়ারিং প্যাকেজ মূল্য থেকে । ট্রেনের টিকিট থাকবে না। আহার ও সাইট- সিনের গাড়ির সিট দেওয়া হবে।
✅️ সাইট সিনের জন্য টেম্পো ট্রাভেলার গাড়ি ।
✅️ কাসোল রিভার সাইড স্টে হবে ও মনিকরন সাইটসিন দেখানো হবে।
প্যাকেজের অন্তর্ভুক্ত থাকবে না :-
❎️ ট্রেনের খাবার ।
❎ ️এক্সট্রা কোন খাবার ও জলের বোতল ।
❎️ রোটাং পাস / শিশু ভিলেজ /অটল টানেল খরচ।
❎️ সমস্ত সাইটসিয়িং - এর এন্ট্রি ফি ।
❎️ ঘোড়া/ রোপওয়ে খরচ।
❎️ কুলির খরচ । রুম হিটার। ক্যামেরার চার্জ।
❎️ সমস্ত অ্যাক্টিভিটি খরচ।
** বুকিং শুরু হয়ে গেছে মাত্র 3000/- টাকা । এসি টিকিটের জন্য একস্ট্রা টাকা দিতে হবে
রেল থকে যেখানে টিকিট হবে সেখানেই বসতে হবে।
যাত্রার 50 দিন আগে আরও 5000/- টাকা দিতে হবে। বাকি টাকা প্রথম দিন হোটেলে প্রবেশের পর নেওয়া হবে। আজই বুকিং করুন আপনার সিট।
বি দ্র :
প্রাকৃতিক দুর্যোগ বা ট্রেন ক্যানসেলের কারনে যাত্রা যদি বিলম্বিত অথবা দীর্ঘ হয় তার সমস্ত খরচ তৎখনাত যাত্রীদের বহন করতে হবে।
☎️Call and Whatsapp: 𝟗𝟗𝟑𝟑𝟖𝟕𝟑𝟕𝟗𝟕 𝐎𝐟𝐟𝐢𝐜𝐞 : 𝟕𝟎𝟎𝟏𝟒𝟓𝟓𝟓𝟑𝟎
📞📞 𝟕𝟎𝟕𝟔𝟔𝟓𝟒𝟐𝟐𝟏
📞📞 𝟔𝟐𝟗𝟒𝟔𝟎𝟖𝟗𝟗𝟓
𝙾𝚏𝚏𝚒𝚌𝚎 𝚊𝚍𝚍𝚛𝚎𝚜𝚜:
𝗕𝗼𝗻𝗴𝗮𝗼𝗻, 𝐁𝐚𝐠𝐝𝐚 𝐑𝐨𝐚𝐝,
𝐍𝐨𝐫𝐭𝐡 𝟐𝟒 𝐏𝐠𝐬
(𝘀𝘂𝗻𝗱𝗮𝘆 𝗰𝗹𝗼𝘀𝗲𝗱)
𝟭𝟭𝗮𝗺 𝘁𝗼 𝟴 𝗽𝗺
𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚 𝐀𝐝𝐝𝐫𝐞𝐬𝐬:
𝟏𝟖𝐍𝐒 𝐑𝐨𝐚𝐝, 𝐑𝐨𝐨𝐦 𝐧𝐨 𝟏𝟖
𝐊𝐨𝐥𝐤𝐚𝐭𝐚 𝟕𝟎𝟎𝟎𝟎𝟏
𝟎𝟑𝟑 𝟒𝟖𝟎𝟗𝟑𝟖𝟕𝟒
𝘀𝘂𝗻𝗱𝗮𝘆 𝗰𝗹𝗼𝘀𝗲𝗱