
07/10/2024
সুন্দরবন সাফারি ২০২৪..........Das Travels
ভ্রমণের তালিকা- ক্যানিং to ক্যানিং
Call - 7001221345
Call - 077978 00605
❇️ প্রথমদিন :- সোনাখালী পৌঁছে বোট/লঞ্চে বিভিন্ন গ্রাম ও নদী দেখতে দেখতে চলে যাবো গোসাবা।এরই মাঝে সেরে নেব ব্রেকফাস্ট/ প্রাতরাশ।গোসাব পৌঁছাই দেখে নেবো হ্যামিল্টন সাহেব বাংলো এবং রবীন্দ্রনাথ ঠাকুরের বাংলো।আবার বোটে ফিরে এসে রওনা দেবো পাখির জঙ্গলের উদ্দেশ্যে। এরই মাঝে সময় বুঝে সেরে নেওয়া হবে লাঞ্চ/মধ্যাহ্নভোজ।এরপর পড়ন্ত রোদে ঘুরে দেখে নেওয়া হবে পাখিরালায়। সন্ধ্যায় হোটেলে পৌঁছেই শুরু হবে ঝুমুর নাচের আসর।তারপর রাতের ডিনার/রাতের খাবার খেয়ে হোটেলে রাত কাটানো।
❇️দ্বিতীয় দিন :-হোটেলে থেকে বোটে ফিরে ব্রেকফাস্ট/প্রাতরাশ সেরে সোজা চলে যাবো সজনেখালী(w.t), সুধন্য খালী(w.t), পিরখালী, গাজিখালী, চোরাগাজিখালী, দেউল ভারানী, বানবীবী ভারানী, হয়ে সোজা চলে যাবো দো-বাঁকি(w.t)। এরই মাঝে সময় বুঝে সেরে নেওয়া হবে লাঞ্চ/মধ্যাহ্নভোজ।দো-বাঁকি দেখে আমরা সোজা চলে আসবো হোটেলে। ডিনার/রাতের খাবারের মধ্যে দিয়ে দ্বিতীয় দিনের সমাপ্তি।
❇️তৃতীয় দিন:-তৃতীয় দিন অর্থাৎ শেষদিন সকালে হোটেল থেকে চেক আউট করে বোটে উঠে লোকনাথ মন্দির লোকাল সাইডসিন করতে করতে সোনাখালী ফেরৎ।সোনাখালী হইতে লোকাল ট্রান্সপোর্ট মাধমে আবার ক্যানিং ফেরৎ।
~~~~~~~~~~~~~~~~~~~
-:মেনু চার্ট:-
================
✳️প্রথম দিন-
Breakfast- লুচি, আলুর দম, মিষ্টি, চা
Noon snacks- চিংড়ি পাকোড়া, চা
Lunch- ভাত, ডাল, ভাজা, চিংড়ির মালাইকারি, কাতলা কালিয়া \রুহি ভাপা, চাটনি, পাঁপড়।
Afternoon- ফল
Evening snacks- চাউমিন, চা/কফি
Dinner- জিরা রাইস, সবজি, মটন কষা, স্যালাড।
✳️দ্বিতীয় দিন-
Breakfast- নান, চানামাসালা, মিষ্টি, চা
Noon snacks- আমুদি মাছ ভাজা
Lunch- ভাত, ডাল, ভাজা, ভেটকি কারী, পাবদা কারী,চাটনি, পাঁপড়
Afternoon- ফল
Evening snacks- চিকেন পাকোড়া, চা/কফি
Dinner- ফ্রাইড রাইস, সবজি, চিলি চিকেন, স্যালাড।
✳️তৃতীয় দিন-
Breakfast- কচুড়ি, ছোলার ডাল, ডিম,চা
Lunch- ভাত, ডাল, ভাজা, কাতলা কালিয়া/ রুহি ভাপা, চিকেন কষা,স্যালাড, চাটনি, পাঁপড়।