
30/04/2025
দীঘায় আগমন ঈশ্বরের: জগন্নাথ মন্দিরের মহা উদ্বোধন!
আজ, ৩০ এপ্রিল ২০২৫, অক্ষয় তৃতীয়ার পবিত্র দিনে, বিকেল ২টায় মাননীয়া মুখ্যমন্ত্রী শ্রীমতি মমতা বন্দ্যোপাধ্যায় দীঘার বিশাল জগন্নাথ মন্দিরের দ্বারোদ্ঘাটন করবেন। আপনি এই মহাঅনুষ্ঠান সরাসরি দেখতে পারেন https://www.jagannathdhamdigha.com -এ।
₹২৫০ কোটির ব্যয়ে নির্মিত এই স্থাপত্যের বিস্ময় জগন্নাথ মন্দিরটি প্রায় পুরীর জগন্নাথ মন্দিরের সদৃশ, এবং এতে ফুটে উঠেছে অপূর্ব কলিঙ্গ স্থাপত্যশৈলী।
রাজস্থানের গোলাপি বেলেপাথর দিয়ে তৈরি এই বিশাল মন্দিরটি ২০ একর জুড়ে বিস্তৃত, যার প্রতিটি খোদাই, প্রতিটি গঠন পুরীর আদলে নির্মিত।
গর্ভগৃহে অধিষ্ঠান করছেন ভগবান জগন্নাথ, বলভদ্র এবং সুভদ্রা। দীঘার সৈকতের পাশে এবারই প্রথম উপকূল শহরে মিলবে এমন এক পরিপূর্ণ আধ্যাত্মিক অভিজ্ঞতা।
এই মন্দিরের সংযোজন দীঘাকে কেবলমাত্র একটি সমুদ্রতট নয়, একটি প্রধান আধ্যাত্মিক কেন্দ্র হিসেবেও তুলে ধরবে।
এখন থেকে আর পুরী যাওয়ার প্রয়োজন নেই—ভক্তরা দীঘাতেই পেতে পারেন জগন্নাথ দর্শনের পূর্ণতা।
📍 আপনার সফর পরিকল্পনা করুন এই নতুন আধ্যাত্মিক নিদর্শনের দিকে!
Whatsapp হেল্পলাইন: ৯৯৩০-৯৯-৯৯৩০
#জগন্নাথমন্দিরদীঘা