সিকিম, গ্যাংটক, লাচুং,ইয়ুমথাং,জিরো পয়েন্ট/ কাটাও, সাংগু লেক, গ্যাংটক শহর। (৬ দিন ৭ রাত) ১৫৮০০/- টাকা মাত্র।
🔥 প্যাকেজে যা অন্তর্ভুক্তঃ
🚌 ঢাকা- বুড়ীমারি -ঢাকা (এসি বাস)।
🍔 প্রতিদিন সকাল, দুপুর ও রাতের খাবার।
🌇 ৪ রাত গ্যাংটক, ১ রাত লাচুং থাকা (Deluxe room)।
🏝 সকল সাইটসিং ( গাড়ী Sumo / Boloro Jeep )
👨✈️ গাইড সুবিধা
🇮🇳 ভিসা প্রসেসিং
🔥 ভ্রমন বিস্তারিতঃ
🌇 দিন ০০:- ঢাকা - বুড়ীমারি
অপরূপ সুন্দর সিকিমের উদ্দ্যেশে ঢাকা থেকে রাত ৮.০০ মিনিটে বুড়ীমারির পথে যাত্রা শুরু। ট্যুর মানেই নতুন নতুন মানুষের সাথে পরিচয় একই সাথে আনন্দ ও জ্ঞান আহরনের অপূর্ব সুযোগ।
{Food: No}
🌇 দিন – ০১:- বুড়ীমারি - গ্যাংটক
বুড়ীমারি থেকে আমরা প্রাইভেট ট্র্যান্সপোর্টে যাবো অ্যান্ড দুপুরের খাবার খেয়ে সন্ধ্যা নাগাত গ্যাংটক পৌছাবো। রাস্তায় আমরা উপভোগ করবো নান্দনিক সৌন্দর্য। সন্ধায় নিজেদের মত ঘুরাঘুরি। রাতের খাবার শেষে হোটেলে রাত্রি যাপন।
{Food: lunch and Dinner}
🌇 দিন - ০২:- Breakfast করে আমরা গ্যাংটক লোকাল সাইটসিং এর জন্য বের হব। যা যা দেখবো : Hanuman Tok, Ganas Tok, 100 House, Ranka Monastery, Bakthang Falls, Tashi View point and Flower Nursery সহ মোট ১০ টি অপরূপ সুন্দর জায়গা। বিকেলের মধ্যে গ্যাংটক ফিরবো। পুরো বিকেল ফ্রি টাইম। চাইলে নিজেদের মত গ্যাংটক এর বিখ্যাত শপিং মল M.G Marg এ ঘুরে আসতে পারবেন। রাত্রি যাপন গ্যাংটকে।
{Food: Breakfast, lunch and Dinner }
🌇 দিন ০৩: – গ্যাংটক - লাচুং সাইটসিং
সকালে ব্রেকফাস্ট করে ৭ টার মধ্যে আমরা লাচুং (৮,৮০০ ফিট) এর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। যাত্রাপথে আমরা যা যা দেখবোঃ Local Market, Singhik View Point, Butterfly Waterfall or Seven Sisters Waterfalls, Naga Waterfalls, Bhim Nala Waterfalls, Bhewa Waterfalls। বিকেলের মধ্যে লাচুং পৌছে যাবো। লাচুং হোটেল এ চেকইন হয়ে ফ্রেশ হয়ে নিবো। বিকেল ফ্রি টাইম। নিজেদের মত আশেপাশে ঘুরে দেখবো।
{Food: Breakfast, lunch and Dinner}
🌇 দিন – ০৪:- লাচুং - ইয়ামথাং ভ্যালী - জিরো পয়েন্ট/ কাটাও - গ্যাংটক সাইটসিং
সকালে ব্রেকফাস্ট করে ৭ টার মধ্যে আমরা প্রায় ১১৮০০ ফুট উচ্চতার অপ্রুপ সৌন্দর্য ইয়ামথাং ভ্যালীর উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। কথা দিচ্ছি ইয়ামথাং ভ্যালী আপনার জন্য এক স্বর্গীয় অনুভূতি দিবে। ইয়ামথাং ভ্যালি, জিরো পয়েন্ট/ কাটাও দর্শন শেষে আমরা গ্যাংটক এর উদ্দেশে রওনা হব। গ্যাংটক হোটেলে ফিরে আমরা রাতের খাবার খাব। রাত্রি যাপন গ্যাংটকে।
{Food: Breakfast, lunch and Dinner }
🌇 দিন - ০৫:- গ্যাংটক - ছাঙ্গু লেক
সকালে ব্রেকফাস্ট করে ৮ টার মধ্যে বেরিয়ে অপরূপ সুন্দর ছাঙ্গু লেক এর উদ্দেশ্যে। পথিমধ্যে দেখতে পাবো অনেক ঝর্না। ছাঙ্গু লেকে নিজ খরচে রোপওয়ে ও ইয়াক রাইড করতে পারবেন। নিজ খরচে ক্যাবল কারটা ট্রাই করতে পারেন। কারণ ক্যাবল কার থেকে Tsomgo lake এবং কাঞ্চনজঙ্ঘার সব থেকে ভালো ভিউ পাওয়া যায়। ছাঙ্গু লেক থেকে আমরা গ্যাংটকের উদ্দেশ্যে যাত্রা শুরু করবো। পুরো বিকেল ফ্রি টাইম। চাইলে নিজেদের মত গ্যাংটক এর বিখ্যাত শপিং মল M.G Marg এ ঘুরে আসতে পারবেন। রাত্রি যাপন গ্যাংটকে।
{Food: Breakfast,lunch and Dinner }
🌇 দিন – ০৬:- গ্যাংটক - বুড়িমাড়ি সকালে ব্রেকফাস্ট সেরে ৭ টার মধ্যে ব্যাগ ব্যাগেজসহ বুড়িমাড়ির উদ্দেশ্য রওনা দিতে হবে। পথে চা-বাগানের অপরুপ দৃশ্য উপভোগ করা যাবে। শিলিগুড়িতে শপিং এর জন্যে কিছু সময় ব্যায় করে দুপুরের খাবারের পর বুড়িমাড়ি হয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা।
{Food: Breakfast, lunch}
🌇 দিন – ৭:-সকালে পৌছে যাব ঢাকা। এবার সময় এলো সবাইকে বিদায় বলার।
__________________________________
🇮🇳 সিকিম এর পারমিশনের জন্য আমরা সহযোগিতা করবো।
প্যাকেজে যা অন্তর্ভুক্ত নয়ঃ
❌ ভিসা ফি, ট্রাভেল ট্যাক্স এবং বর্ডার টিপস।
❌ ব্যক্তিগত মেডিকেল ইন্স্যুরেন্স
❌ রাইড & প্রবেশ ফি
❌ অন্যান্য নিজস্ব খরচ
❌ যা অন্তর্ভূক্ত করা হয়নি এমন খরচ
======শিশু পলিসি======
০-৩ বছরঃ কোন খরচ লাগবেনা (বাবা মার সাথে থাকবে, বাসে বাবা মার সাথে বসবে)
======বুকিং পলিসি====
📚 বুকিং কনফার্ম করতে জনপ্রতি নু্ন্যতম ৫,০০০ টাকা জমা দিতে হবে।
* কোন কারনে যদি ৬ দিন থেকে বেশি থাকতে হয় তাহলে জন পতি ১০০০/- টাকা করে অতিরিক্ত দিতে হবে।
🇮🇳 ভিসার জন্য যেসব ডকুমেন্ট জমা দিতে হবে
০১. ৬ মাসের মেয়াদসহ পাসপোর্ট। একাধিক/পুরাতন পাসপোর্ট থাকলে সেটিও জমা দিতে হবে।
০২. ভিসাসহ (যদি থাকে) পাসপোর্টের প্রথম দুই পৃষ্ঠার ফটোকপি।
০৩. দুই ইঞ্চি বাই দুই ইঞ্চি সাইজের ল্যাব প্রিন্ট ছবি, ব্যাকগ্রাউন্ড সাদা।
০৪. ৬ মাসের ব্যাংক ষ্টেটমেন্ট। ব্যালেন্স কমপক্ষে ২০,০০০/= টাকা। ব্যাংক হিসাব না থাকলে ১৫০ ডলার এন্ডোর্সমেন্ট ।
০৫. বর্তমান ঠিকানা নিশ্চিতকরণের জন্য ইলেক্ট্রিক/গ্যাস/পানি বিলের মূল ও ফটোকপি।
০৬. ন্যাশনাল আইডি কার্ড অথবা ১৮ বছরের কম হলে জন্ম নিবন্ধন সনদের ফটোকপি।
০৬. হালনাগাদ ট্রেড লাইসেন্সের ফটোকপি। লিমিটেড কোম্পানি হলে আর্টিকেল অব মেমোরেন্ডামের ফটোকপি।(ব্যবসায়ীদের ক্ষেত্রে)।
০৭. নো অবজেকশন সার্টিফিকেটের মূল কপি (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
০৮. ভিজিটিং কার্ড।
০৯. অফিস আইডি কার্ড (চাকরিজীবীদের ক্ষেত্রে)।
১০. স্টুডেন্ট আইডি কার্ড (ছাত্রদের ক্ষেত্রে)।
________________________________
সাথে যা বহন করতে হবে:
* পাসপোর্ট
* পাসপোর্টের ফটোকপি ( ৬ কপি)
* পাসপোর্ট সাইজ এর ছবি ( ৬ কপি)
* এন ও সি এর কপি/ট্রেড লাইসেন্স এর কপি/ স্টুডেন্ট এর কপি
* সিকিম পারমিশন লেটারের কয়েক কপি।
* পাহাড়ি পথে হাটার জন্য কেডস।
* গ্যাংটক ঢাকার চেয়ে ঠাণ্ডা হওয়ায় হালকা ও ভারী শীতের কাপড়।
* বৃষ্টি থেকে নিরাপদ থাকতে ছাতা/ রেইনকোট।
* রোদ থেকে নিরাপদ থাকতে সানগ্লাস, সানক্যাপ।
* বাইনোকুলার, ক্যামেরা।
* টুথপেস্ট, টুথব্রাশ, তাওয়েল, স্লিপার।
* জরুরি ঔষধ। ফার্স্ট এইড ব্যান্ডেজ।
আরো জানার জন্য ফোন করুন :-
সুজন ০১৭৩৬-১৪০৭৫৯ অ্যান্ড আরিফ ০১৮৩৩৪৪৫৮৫৬