22/06/2024
সুন্দরবন ইলিশ উৎসব 3499/-
# সুসজ্জিত লাক্সারি বোটের উপর বসে বর্ষা ঋতু কে উপভোগ করুন ও সাথে বাঙালির জিভে জল আনা সরষে ইলিশ, ভাপা ইলিশ , ইলিশ বিরিয়ানী র মতো সুস্বাদু বিভিন্ন ইলিশের পদ # না , এখানেই কিন্তু শেষ নয় , সাথে একদিন মনমাতানো ঝুমুর নাচ অথবা বাঙলার বাউল সঙ্গীত তো থাকছেই #
ক্যানিং থেকে ক্যানিং ২ রাত ৩ দিন এর ট্যুর।
ক্যানিং স্টেশন থেকে সকাল ৯টা ( প্রয়োজনে সময় কিছুটা অদল বদল হতে পারে )
প্যাকেজ কষ্ট
******
Non Ac Room
@3499/- (৪ জন এক রুমে)
@3999/- (৩জন এক রুমে)
@4499/- (২জন এক রুমে)
Ac Room
@3999/- (৪ জন এক রুমে)
@4499/- (৩জন এক রুমে)
@5499/- (২জন এক রুমে)
👉 সমস্ত রেট জনপ্রতি হিসেবে, হোটেলে থাকা মিনিমাম ডবল শেয়ারিং হিসাবে, একজন একটা রুমে থাকলে চার্য বেশি ।
👉 ভ্রমন সূচী 2 রাত্রি 3 দিন সুন্দরবন টুর
✅ Day 1 :
➡️ ক্যানিং রেলওয়ে স্টেশন থেকে রওনা দেবো গদখালি ঘাট , তারপর লাক্সারি বোটে উঠে চলে যাবো ঐতিহাসিক বেকন সাহেবের বাংলো ও হ্যামিল্টন বাংলো দেখতে গোসাবা # সেখান থেকে আবার বোটে উঠে রওনা দেবো পাখিরালয় ,ঐ খানেই আমরা রাত্রি যাপন করবো লাক্সারি হোটেলে (ননএসি ) । যাওয়ার পথে দেখবো কিছু জঙ্গল সাইডসিইং , এই ভাবে আমাদের প্রথম দিনের যাত্রা সমাপ্তি করবো #
✅ Day 2 :
➡️ পরদিন সকালে ফ্রেশ হয়ে বেরিয়ে পড়বো ডিপ জঙ্গল অথবা খোলা জঙ্গল ঘুরতে , অবশ্যই নিয়ে নেব সরকারি অনুমতি ও সাথে নেব সরকারি গাইড , আমরা ঘুরবো বিভিন্ন খাঁড়ি, যেমন , পীরখালি, গাজী খালি, দেউল ভারানি, সড়ক খালী, ছাড়া ও আরো বিভিন্ন খাঁড়ি , ও ওয়াচ টাওয়ার দেখার জন্য সজনে খালি, সুদন্য খালি ও দো বাঁকি হয়ে আবার ফিরে আসবো আমাদের রাত্রি আবাসের হোটেল #
✅Day 3 :
➡️ দুই দিন প্রকৃতির সাথে একান্তে কাটানোর পর এবার ঘরে ফেরার পালা , ভারাক্রান্ত মনে এবার বিদায় নেয়ার পালা, ফেরার পথে দেখবো কিছু জঙ্গল সাইডসিইং , ও লোকনাথ মন্দির, দেখার পর ফিরবো গদখালি এবং তারপর সেখান থেকে ক্যানিং রেলওয়ে স্টেশন #
**খাওয়া দাওয়ার মেনু **
✅ প্রথম দিন- ওয়েলকাম ড্রিঙ্কস , লুচি, আলুরদম, মিষ্টি, চা/কফি।
১১ – ১১.৩০ টায়- আমুদি মাছ ভাজা, চা/কফি।
দুপুরে - ভাত, ডাল,ভাজা,ইলিশ, মাছের মাথা দিয়ে কচু শাক, সরষে ইলিশ , চাটনি, পাপর, মিষ্টি ।
সন্ধ্যা বেলা - চিকেন পকরা, চা/কফি।
রাত্রি বেলা – ভাত , ডাল , ভাজা , মটন কষা , স্যালাড ।
✅দ্বিতীয় দিন- বেড টি, বিস্কিট।
সকালে – কচুরি , ছোলার ডাল, মিষ্টি , চা/কফি।
১১ – ১১.৩০ পোকড়া চা/কফি
দুপুরে - ভাত, ডাল, ভাজা, ইলিশ মাছের মাথা দিয়ে পুঁইশাক, ভাপা ইলিশ / ইলিশ পাতুরী , চিংড়ীর মালাইকারি , চাটনি, পাঁপড়।
সন্ধ্যা বেলা – বেগুনী / পেয়াজী, মশলা মুড়ি , চা ।
রাত্রি বেলা - চিলিচিকেন, ফ্রাইড রাইস, স্যালাড।
✅তৃতীয় দিন - বেড টি, বিস্কিট।
সকালে – নান , চানামসলা, মিষ্টি , চা/কিফ ।
দুপুরে - ইলিশ বিরিয়ানি, চিকেন কষা, স্যালাড, চাটনি, পাঁপড় ।
★ট্রেনের টিকিট নিজেদের খরচ।
★প্রাকৃতিক দুর্যোগের কারণে সময় এবং কনো কিছু পরিবর্তন হলে সবাই কে মেনে নিতে হবে এবং আমাদের কোঅপারেট করতে হবে।
★ খাবারের নির্দিষ্ট মেনুর দিনের অদল বদল হতে পারে।
★ ২০০০/ দিয়ে বুক করতে হবে এবং বাকি টাকা ক্যানিং এ লঞ্চ এ উঠার আগে অর্থাৎ ট্যুর শুরু করার আগে মিটিয়ে দিতে হবে।
যোগাযোগ :-
Sundarban National Tourism
Gosaba Sundarban
+91 9832761799