24/06/2025
*_EXPERIENCE_* *BENGAL* ❤️
*_The Sweets Part of INDIA_*
*দর্শনিয় স্থান*
ঝাড়গ্রাম ( ১ ম দিন) - চিল্কিগড় রাজবাড়ী, কণকদূর্গা মন্দির, ডুলুং নদী, ঝাড়গ্রাম রাজবাড়ী, সাবিত্রী মন্দির, ট্রাইবেল মিউজিয়াম, শালবনীর জঙ্গল,কৃষ গার্ডেন জু,খেঁয়াব গাঁ।
*বেলপাহাড়ি*( ২ য় দিন) - ঢাঙ্খিকুসুম, ঘাঘরা, গাধরাশিনি পাহাড়, তারাফেণী লেক, খ্যেদারাণী লেক, এ ছাড়াও থাকছে গভীর জঙ্গলে ঘুরে ফিরে দেখার আনন্দ।
৩য় দিন
সকাল ৭:৩৫ মিনিটের ট্রেনে ফেরার পালা - বাংলার গ্রাম্য পিরিবেশের আনন্দের দিনগুলোর স্মৃতি নিয়ে।
*খাদ্য তালিকা*
*১ ম দিন*
লুচি,সবজি,মিষ্টি ১, চা।
ভাত,ডাল,বেগুনি, সবজি,আলু পোস্ত, ইলিশ মাছ ২, চাটনি - পাঁপড়।
চিকেন পকোড়া ২ পিস , চা
ফ্রায়েড রাইস, চিলি চিকেন ৫ পিস, স্যালাড, আচার, পাঁপড়।
*২ য় দিন*
কচুরি, আলুর দম, ডিমসেদ্ধ ১ চা।
নবরত্ন পোলাও, চিকেন কষা, আচার, স্যালাড।
মুড়ি - চপ ১, চা।
ভাত, ডাল, পুঁই ইলিশ মাথার তরকারি, ইলিশ সরসে ১, ঝিঙে পোস্তো, চাটনি, পাঁপড়।
*৩ য় দিন*
চা, বিস্কুট
কেক ১, কলা ১, ডিম সেদ্ধ ১, মিষ্টি ১।
*গেষ্ট সংখ্যা - হয় ৮ জন না হলে ১৬ অথবা ২৪ জন হবে।
**৩ টি টাটা সুম / বোলেরো / ম্যাক্স গাড়ি হবে।
***বেড হিসাবে ও ফ্যামেলি ঘর দেওয়া হবে।
****যে কোন রকম প্রবেশ মূল্য ভ্রমনকারির।
***** রাস্তায় খাবার সময় শুধু ৫০০ মি: প্যাক জলের বোতল দেওয়া হবে। বাকি সময় সধারন খাবার জল দেওয়া হবে।
******নিজের নিজের ব্যাগ নিজেকে বহন করতে হবে।
**********এই ট্যুরে ১দিন দুপুরের খাবার রাস্তায় উপযুক্ত পরিবেশে খাওয়ানো হবে। ( বুফে মাধ্যমে)
******* রেল কোং টিকিটের দায় আমরা বহন করি না গেষ্টর যে খানে রেল টিকিট দেবে তা মেনে নিতে হবে।
প্রত্যেক দিন ভ্রমণের সময় গাড়িতে সিট পরিবর্তন করতে হবে বা না হলে নিজের মধ্যে সহযোগিতার মাধ্যমে মিটিয়ে নিতে হবে।
# প্রত্যেককে নিজের পরিচয় পত্র নিজের সঙ্গে রাখতে হবে। ( ভোটার / আধার)
# # হোমস্টে / হোটেলের নিয়ম - কানুন মাানতে আমরা সকলে বাধ্য থাকিবো।
*দরকারে*
নিরামিষ আহারের ব্যবস্তা থাকবে।
আগে থেকে আমাদের জানিয়ে রাখলে।