09/07/2025
মাটির ঘর থেকেই শুরু আশার আলো ✨
পুরুলিয়া জেলার আদিবাসী গৃহবধূ মালতী মুর্মুর প্রেরণাদায়ক গল্প
অযোধ্যা পাহাড়ের কোলে, শহর থেকে বহু দূরে এক নিভৃত আদিবাসী গ্রাম — জিলিং সেরেং। সেই গ্রামেরই এক সাধারণ গৃহবধূ মালতী মুর্মু, গড়ে তুলেছেন এক অসাধারণ দৃষ্টান্ত — যা আজ অনুপ্রেরণা গোটা জেলা জুড়ে।
নিজের মাটির বাড়িটিকে পরিণত করেছেন একটি ছোট পাঠশালায়। নেই কোনও বিল্ডিং, নেই বেঞ্চ বা ব্ল্যাকবোর্ড — কিন্তু আছে অফুরান মমতা, নিঃস্বার্থ ভালোবাসা আর শিক্ষার প্রতি এক অদম্য নিষ্ঠা।
২০২০ সাল থেকে শুরু করে আজও, গ্রামের ৮৫টি পরিবারের গরীব আদিবাসী শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান চালিয়ে যাচ্ছেন তিনি। সকাল হলেই বই-খাতা হাতে বাচ্চারা ভিড় করে মালতী মুর্মুর সেই 'মাটির স্কুলে' — চোখে স্বপ্ন আর মুখে হাসি।
মালতীদেবী বিশ্বাস করেন —
👉 "শিক্ষাই পারে অন্ধকার দূর করতে।"
সবচেয়ে বিস্ময়কর বিষয় হলো, নিজের মাত্র দুই মাসের সন্তানকে কোলে নিয়ে তিনি যখন পড়াতে বসেন, তখন তিনি শুধুই একজন মা নন — তিনি হয়ে ওঠেন গোটা গ্রামের আশার প্রতীক। নিজের সন্তানকে বুকে আগলে রেখে তিনি অন্য শিশুদের ভবিষ্যৎ গড়ার ব্রত নিয়েছেন।
এটাই সেই বাস্তব পাঠশালা, যেখানে হৃদয়ই শ্রেষ্ঠ শিক্ষক, আর শিক্ষা জন্ম নেয় ভালবাসা ও আত্মত্যাগ থেকে।
---
#বং_ঝাড়গ্রাম_The_City_Of_Life