17/06/2025
ভাবুন তো হঠাৎ ঘরের জানালা খুললেন আর একঝাঁক মেঘ ঢুকে পড়লো ঘরের মধ্যে, হালকা ছোঁয়ায় ভিজিয়ে দিয়ে গেলো আপনাকে, কেমন হবে তাহলে? কি ভাবছেন এরকম হয়নাকি? হ্যাঁ একদমই হয়, ATC Samalbong Paharer Bari - সামলবঙ পাহাড়ের বাড়ি তে হয়। আসতে পারবেন বর্ষা কালেও, আমাদের রাস্তা সারাবছরের জন্যেই মোটামুটি খোলা থাকে সেজন্য।
🌟 বর্ষায় পাহাড়ে থাকে একটা অন্য রূপ, চারিদিক সবুজে ঘেরা, কোথাও এক টুকরো মেঘ আবার তার সাথে হালকা বা ভারী একটু বৃষ্টি। এ এক অন্যরকম ভালোবাসা। তাই এবারের বর্ষায় আসতে পারেন সামালবং, হালকা শীতের আমেজে কাটিয়ে যেতে পারেন দুটি দিন। আর সাথে থাকবে হোমস্টেতে আমাদের বাঙালি ঠাকুরের রান্না করা ঘরোয়া বাঙালি খাওয়া দাওয়া ।
🌟 সামালবং এ আপনি পাবেন ডুপ্লেক্স ( Duplex Room ), যা আমাদের নর্থ বেঙ্গল অফবিট জায়গার মধ্যে হাতে গোনা কয়েকটি জায়গাতেই আছে। দরজা দিয়ে ঢুকে সুন্দর কাঠের সিঁড়ি দিয়ে উঠে ওপরে আবার একটা বেড ও বড় জানালা। খুললেই শুয়ে শুয়ে গুনতে পারবেন আকাশের তাঁরা বা কখনও চাঁদ মামার আনাগোনা। তাহলে আর দেরি কেনো চলে আসুন কালিমপং জেলার একটা নতুন অফবিট সামালবং গ্রামে । সবুজের মধ্যে শান্ত, নিরিবিলী , ছোট্ট সুন্দর পাহাড়ী গ্রাম সামালবং। তারই মাঝে আমাদের সামালবং পাহাড়ের বাড়ি। Samalbong এর রাস্তা বর্ষাকালে ভালোই থাকে, অনেকগুলি আসা যাওয়ার রাস্তা থাকার কারণে সারাবছরই সুন্দর ভাবে যাওয়া আসা করা যায়, রাস্তা নিয়ে সমস্যা হয়না, আর NH 10 বা সেবক রোড দিয়ে আমাদের অল্প একটু রাস্তাই আছে যাওয়ার, তাই সমস্যা হয় না।
🌟 কালিমপং শহর থেকে 28 কিলোমিটার , ATC Tibetan Villa Daragaon থেকে 45 কিলোমিটার ও শিলিগুড়ি শহর থেকে মাত্র 60 কিলোমিটার দূরে পাহাড়ি ছোট্ট গ্রাম। Share গাড়িতে আসতে পারবেন শিলিগুড়ি, দার্জিলিং বা কালিম্পং থেকে খূব সহজেই ( আগে থেকে সিট বূক করাতে হবে গাড়ির)।
⭐এখানে থেকে আপনি লাভা, রিশপ, লোলেগাঁও, চারখোল, সামথার, পানবু, পাবঙ, ডেলো, দুরপিন দাঁড়া, কালিমপঙ শহর, সিনজি, সেলফি দাঁড়া, তিস্তা পাওয়ার ড্যাম, করোনেশন এই গুলো সব ঘুরতে পারবেন।
⭐এছাড়াও সিল্করুট, দার্জিলিং বা ডুয়ার্সের সাথেও প্যাকেজ করতে পারবেন।
⭐নিউ জলপাইগুড়ি, শিলিগুড়ি, মালবাজার বা বাগডোগরা এয়ারপোর্ট থেকে Pick up/drop বা এখানে আসে পাশে ঘোরার জন্যে গাড়ি পাওয়া যাবে।
⭐যোগাযোগ:
ATC Camps Tours and Homestays
Samalbong, Kalimpong, WB- 734301
Mob: 094394 39457