19/07/2025
চলুন গুয়াহাটি - শিলং - কাজিরাঙ্গা
Nature homes
৭ রাত / ৮ দিন...
প্যাকেজ খরচ:
📍১৪,০০০/- (ট্রিপল শেয়ারিং)
📍১৫,০০০/- (ডবল শেয়ারিং)
যাত্রা:-
১৬ই জানুয়ারি ২০২৬
ফেরা:-
২৩ শে জানুয়ারি ২০২৬
ভ্রমণ কর্মসূচি:
🌹প্রথম দিন: ট্রেন 12345 সরাইঘাট এক্সপ্রেস এ আমরা রওনা দেবো গুয়াহাটি র উদ্দেশ্যে।
🌹দিন ২: সকাল ১০:০৫ মিনিটে গুয়াহাটি পৌঁছে হোটেলে রেস্ট করুন অথবা অটো করে নিজেদের খরচে কামাখ্যা মন্দির দর্শন সেরে নিন । গুয়াহাটি তে রাত্রিবাস।
🌹দিন ৩: প্রাতরাশের পর শিলং-এর উদ্দেশ্যে যাত্রা করবো। আমরা যাবো অসাম এবং মেঘালয়ের বর্ডার। খনাপারা থেকে আমরা উঠে যাবো NH -6 এ, পাহাড়ের বুক চিরে 4 লেনের রাস্তা ধরে এগোতে থাকবো শিলং এর উদ্দেশে। খানাপাড়া পেরোনোর পরই আপনি পার্থক্য দেখতে পারবেন, ঘর বাড়ি, দোকান দানি, মানুষ জন পোশাক আশাক সব কিছু ভিন্ন, মাত্র 20 কিমি পার করেই, কারণ রাস্তার দুই পাশেই খাসি ও গারো উপজাতির বসবাস। ঘন্টা খানেক পরই আমরা নিয়ে নেব একটা ব্রেক, Nongpo তে। ফ্রেশ হয়ে কিছু খেয়ে নেবেন। Nongpo থেকে ঘন্টা খানেক যাবার পরই আমরা পৌছে যাব বিখ্যাত Umiam Lake। এটি এশিয়ার বৃহত্তম কৃত্রিম হ্রদ। এখানে পৌঁছেই আপনার প্রথম কাজ হবে ফটাফট কিছু সেলফি তুলে নেওয়া, Umiam Lake এর প্রাকৃতিক সৌন্দর্য সেলফি তোলার জন্যে একদম পারফেক্ট। এখানে অল্প কিছু সময় কাটিয়ে শিলং শহর কে একপাশে রেখে আমরা চলে যাব Laitlum Cannyon এ। এটা একটা অসাধারণ জায়গা, আপনি শুধু অবাক হয়ে তাকিয়ে থাকবেন, এখান থেকে খাসি পাহাড়ের অপূর্ব সুন্দর দৃশ্য দেখা যায়, বিশেষ করে সূর্যোদয় এবং সুর্যাস্তের সময়। কিছুক্ষন ঘোরাঘুরি আর একগাদা ছবি তুলে নিয়ে আমরা সোজা চলে যাব আমাদের হোটেলের উদ্দেশ্যে, আজ রাত্রিবাস শিলং এ।
🌹দিন4: সকালের ব্রেকফাস্ট এর পর সকাল ৮টায় শিলং থেকে চেরাপুঞ্জি দর্শনীয় স্থানের জন্য যাত্রা। আজ আমাদের গন্ত্যব চেরাপুঞ্জি - The Wetest Place On the Earth।
চেরাপুঞ্জি যাবার পথে আমরা দেখে নেব, অনেক গুলি স্পট যেমন - Makdawk View Point, Garden of Caves, Wah Kaba Falls,Arwah Cave, Dainthel Falls এবং most Important - Wei-Sadong Falls।
তারপর আমরা যাবো Nohakalikai Falls, Mawsmai Cave, Seven Sister Falls, Thangkharang Park, Kynrem Falls। বিকেলে ফিরে আসবো শিলংয়ের হোটেলে রাত্রিবাস এর জন্য।
🌹দিন5: আজ আমাদের চেষ্টা করতে হবে 7:30 এর মধ্যে ব্রেকফাস্ট সেরে ফেলার। ব্রেকফাস্ট সেরেই ঝটপট রওনা দিয়ে দেব ডাউকি র উদ্দেশে। ও একটা ইম্পর্ট্যান্ট উপদেশ দিয়ে দিই - আপনি কিন্তু আপনার পছন্দের গান অফলাইন ডাউনলোড করে রাখবেন, কারণ পাহাড়ি রাস্তায় নেটওর্য়াক থাকে না, তাই অনলাইনে গান শুনতে পারবেন না, আর "মিউজিক ছাড়া পাহাড়ি রাস্তা, নুন ছাড়া রান্না দুটোই এক"।
আজকে সবার প্রথমে আমরা দেখে নেবো Elephat Falls, তারপর সোজা চলে যাবো Mawlynlong Village- এটি এশিয়ার সবচেয়ে পরিষ্কার গ্রাম।
এখানে কিছু সময় কাটিয়ে এবার আমরা যাব ডাউকি, রাস্তায় দেখে নেব Borphill Falls। ডাউকিতে পৌঁছে আমাদের সবার আগে বোটিং টা সেরে ফেলতে হবে, এতদিন ইন্টারনেট দেখেছিলেন Umangot নদীর কাঁচের মত স্বচ্ছ জল, আজ নিজের চোখে দেখে নিন। এই সব জায়গাগুলি কভার করে আমাদের শিলং হোটেল ফিরতে ফিরতে রাত 8 টা বাজবেই। হোটেল ফিরে ডিনার করে একটা জম্পেশ ঘুম মেরে দিন। রাত্রিবাস শিলংয়ের হোটেলে।
🌹 দিন 6: : সকালের ব্রেকফাস্ট এর পর সকাল ৮টায় চেকআউট শিলং থেকে লোকাল দর্শনীয় কিছু জায়গা ঘুরে নিয়ে আমর যাত্রা করবো কাজিরাঙ্গার উদ্দেশ্যে রওনা দেবো । রাত্রিবাস কাজিরাঙ্গর হোটেলে।
🌹দিন ৭: ভোর ৫টা কাজিরাঙ্গা ফরেস্ট সাফারি (নিজস্ব খরচে), ব্রেকফাস্টের পর কাজিরাঙ্গা চেকআউট করে গুয়াহাটির উদ্দেশ্যে রওনা দেবো ট্রেনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস 10:30P.M. ,
🌹দিন ৮: এই সকালে আমরা বাড়ি পৌঁছে যাবো।
🔰প্যাকেজ অন্তর্ভুক্ত:
😊ট্রেনের টিকিট SL Class.up/dn
😊 চা, ব্রেকফাস্ট, লাঞ্চ, ইভ. টি ও স্ন্যাকস, ডিনার
😊টেম্পো ট্রাভেলার/লাক্সারি বাস (2x2 পুশ ব্যাক) যাত্রা
*🥥 প্যাকেজ বহির্ভূত:
😔যেকোন এন্ট্রি ফি
😔কুলি/পোর্টার চার্জ, গাইড চার্জ,
😔বোটিং/সাফারি/রোপওয়ে
😔ট্রেনের খাবার, প্যাকেজ পানীয় জল
😔উপরে উল্লেখ নেই।
যোগাযোগ:-
kakali sen
8583014938