
30/07/2025
এবার দুর্গা পুজোয় আমরা রওনা দিচ্ছি (৪/১০/২৫) and With 🚩
আমরা রওনা দিচ্ছি ৪ই অক্টোবর ২০২৫
প্রথম দিন - 🚂 যাত্রা শুরু Howrah থেকে দুপুরে।
দ্বিতীয় দিন সাৱা দিন ট্ৰেন
তৃতীয় দিন,সকাল সকাল পৌঁছে যাব হৱিদ্বাৱ,সেদিন নিজেদের মত সাৱা দিন কাটাব
চতুর্থ দিন সকালে ব্রেকফাস্ট করে আমরা বের হয়ে পৌঁছে যাবো গুপ্তকাশি ।
পঞ্চম দিন সকালে গৌরীকুন্ড পৌঁছনোর পর ১৪ কিমি পথ ট্রেক করে হেঁটে বা পালকী বা ঘোড়া করে যেতে হবে কেদারনাথ ধাম। রাত্রিবাস কেদারনাথ।
ষষ্ঠ দিন ভোরবেলা কেদারনাথ মন্দির দর্শন এবং হোটেল এসে জলখাবার খেয়ে আবার ট্রেক করে গৌরীকুন্ড ফিরে গুপ্তকাশি এসে রাত্রিবাস।
সপ্তম দিন :জলখাবার খেয়ে তুঙ্গনাথের উদ্দেশ্যে রওনা দেবো। দর্শন সেরে পিপলকোটি রাত্রি বাস।
অষ্টম দিন: জলখাবার খেয়ে শেষ ধাম বদ্রিনাথের এবং মান ভিলেজ পথে রওনা। সন্ধ্যাবেলা ফিরে আসবো পিপলকুটি এসে রাত্রিবাস।
নবম দিন :জলখাবার খেয়ে হরিদ্বার রেলওয়ে স্টেশনের পথে রওনা পথে আমরা দেখে নেবো হৃষিকেশ। রাতে হরিদ্বার থেকে Howrah উদ্দেশ্যে ট্রেন। আজ রাত্রে ট্রেন।
দশম দিন:-সারাদিন ট্রেনে থাকবো।
একাদশ দিন - সকালে Howrah পৌঁছনো। একটি সুন্দর ভ্রমণের স্মৃতি নিয়ে আমরা আমাদের বাড়ি ফিরে যাবো।
🚊🚊🚊🚊🚊🚊🚊🚊🚊
সফর মূল্য - ১৭৪০০/-
সফরমূল্যে আছে
✅ পরিবার পিছু ঘর। কেদারনাথ ক্যাম্প।
✅ নন এসি শয়ন শ্রেনীর ট্রেন ভাড়া।
✅ সারাদিনে চার বেলা খাবার।
✅ সফর পরিচালক ও রান্নার লোক।
✅ বিভিন্ন হোটেলে লাগেজ ওঠানো নামানোর সহযোগীতা।
সফরমূল্যে নেই
❎ দর্শনীয় স্থান দেখার প্রবেশমূল্য, যে কোনো বোটিং, রাইডিং ইত্যাদির খরচ।
❎ সাইটসিনের গাড়ী পার্কিং থেকে সাইটসিন স্থলে যাওয়ার কোনো খরচ।(যদি থেকে থাকে)।
❎ ট্রেন সফরের খাওয়া খরচ।
❎ যে কোনো ব্যক্তিগত খরচ।
❎ উল্লেখ নেই এমন কোনো খরচ।
❎ কেদারনাথের কোন খাবার নেই।
❤️ ভ্রমন নিশ্চিত করতে নন এসি টিকিটের জন্য মাথাপিছু ৬০০০ ও এসি টিকিটের জন্য মাথাপিছু ৮০০০ অগ্ৰীম করতে হবে।
🧡 ভ্রমনের বাকী অর্থের অর্ধেক যাত্রার ২০ দিন আগে দিতে হবে।
💛 অবশিষ্ট মূল্য যাত্রা র আগের দিন সংম্পূর্ণ করতে হবে.