Travel Woo

Travel Woo Travel Woo provide you beautiful and safe journey at minimum cost.

       Contact 8240803501
23/07/2023






Contact 8240803501

19/07/2023



  ইলিশ উৎসব ও তাজপুর যেন এক সমার্থক । তাই  Travel Woo এর নৌকাও জুলাইয়ের মাঝে পাড়ি দিতে চলেছে তাজপুর সমুদ্র সৈকতে। জানি ব...
31/05/2023


ইলিশ উৎসব ও তাজপুর যেন এক সমার্থক । তাই Travel Woo এর নৌকাও জুলাইয়ের মাঝে পাড়ি দিতে চলেছে তাজপুর সমুদ্র সৈকতে। জানি বাঙালি সমুদ্র বলতেই এক পায়ে খাড়া। আর আমরাও ভেলা ভাসিয়ে দিতে চাই সেই সমুদ্রেই । শুধুই কি ঘোরা সাথে এলাহী পেট পূজার আয়োজন তাও মন ভরে । দেখেই নিন আমাদের পুরো বিবরণ ।

১৫ জুলাই তারিখ সকাল হতেই এসি টেম্পো ট্রাভেলার বা উইঙ্গার নিয়ে বাঘাযতীন , গড়িয়াহাট , রাসবিহারী , ধর্মতলা , শোভাবাজার , উল্টোডাঙা , এয়ারপোর্ট হয়ে গাড়ি দৌড় লাগাবে তাজপুর। হাতে পেয়ে যাবেন গরম গরম ব্রেকফাস্ট । মাঝে গাড়ি হল্ট করবে মেচেদা। চা আর কুকিজের সাথে একটু আড্ডা। আবার যাত্রা শুরু । তারপর পৌছাবো আমরা তাজপুর । রিসোর্ট পৌঁছাতেই হাতে এসে যাবে ওয়েলকাম ড্রিংক । তারপর একটু জিরিয়ে বা স্নান সেরে সবাই এসে পড়ুন ইলিশ আহারে । আহা সমুদ্রের সাথে ইলিশ এক চরম প্রেমের কম্বিনেশন । তারপর আর কি সারাদিন নিজের মতো করে সৈকতে কাটান। সন্ধ্যা হতেই স্নাক্স আর চা । তারপর একটু মিউজিক সাথে কোমর দুলিয়ে নিন। আমাদের তরফ হতে থাকবে মকটেল । এবার রাত্রের আহারের পালা । চলুন এবার একটু মটন আর পোলাও হয়ে যাক। তারপর শান্তিতে ঘুম।

১৬ জুলাই তারিখ - সকাল হতেই উঠে চা বিস্কুট । তারপর আবার একটু সমুদ্র ঘুরে এসে ব্রেকফাস্ট এর টেবিলে বসবো আমরা । তারপর ঠিক সকাল নয়টা ত্রিশ - তে কলকাতার পথে । পথে কোলাঘাটে লাঞ্চ করে নিতে পারেন নিজস্ব খরচে । ধীরে ধীরে কলকাতায় এসে সবাই আবার বাড়ির পথে । দেখা হবে আবার পরে কখনও ।

মেনু - প্রথম দিন -

ব্রেকফাস্ট - চারটে পুরি , তরকারি , তিন রকমের মিষ্টি সাথে চা - কুকিজ

লাঞ্চ - বাসমতি রাইস , ইলিশ তেল , ইলিশ মাছ ভাজা , ইলিশ পুঁই , ইলিশের মাথা দিয়ে ডাল , ইলিশ ভাপা , পাঁপড় , আম চাটনি , মিষ্টি

ইভনিং স্নাক্স - চা ও চিকেন পকোড়া

ডিনার - পোলাও সাথে মটন কষা ও মিষ্টি

দ্বিতীয় দিন

ব্রেকফাস্ট - চা , লুচি , আলুর দম , ডিম সেদ্ধ ।

খরচ - ৩৫৯৯/- ( এসি ভেহিকেল , প্রথম দিন ব্রেকফাস্ট হতে দ্বিতীয় দিনের ব্রেকফাস্ট , এসি রুম ডাবল শেয়ার বেসিসে ।)

যোগাযোগ - 8240803501

31/05/2023


চলুন Travel Woo এর সাথে বোরোলি ফিশ ফেস্টিভ্যাল করতে বৃষ্টিভেজা সুন্দরী ডুয়ার্স এই স্বাধীনতা দিবসের উইক এন্ড এ ১২ আগষ্টে। হয়তো অনেকেই ডুয়ার্স দেখেছেন কিন্তু বৃষ্টির ডুয়ার্স সে শুধু কবির কল্পনা । চোখ ফেরাতে পারবেন না নৃত্যরত চঞ্চল রকি আইল্যান্ড বা সুনতালেখলা হতে। আর প্রেমে পড়ার জন্য মূর্তি বা লাল ঝামেলা বস্তি যথেষ্ট।

দেখে নিন আমাদের প্ল্যান :-

12/8- শিয়ালদা হতে কাঞ্চনকন্যা এক্সপ্রেস তে সফর শুরু। গল্প করতে করতে ডুয়ার্স এর পথে।

13/8 - সকালে উঠে ফ্রেশ হয়ে নামবো নিউ মাল। তারপর চা ও ব্রেকফাস্ট করে যাবো আমাদের রিসোর্ট এ। বোরোলি সহ লাঞ্চ সেরে ফ্রেশ হয়ে আমরা যাবো গজলদোবা , ভ্রামরি দেবীর মন্দির । ফিরে এসে সন্ধ্যায় স্নাক্স সাথে গান ও কবিতার আসর সাথে বনফায়ার।

14/8 - সকালে ব্রেকফাস্ট করে যাবো সেভেন পয়েন্ট দেখতে ( মূর্তি, বিন্দু, ঝালং, লালিগুরাস, সুনতালেখোলা, সামসিং, রকি আইল্যান্ড )
ফিরে এসে বাকিটা দিন কাটবে মূর্তির নিকট রিসোর্ট এ।

15/8 - সকালে ব্রেকফাস্ট করে পায়ে হেঁটে আশপাশ ঘুরবো। তারপর বোরোলি সহ লাঞ্চ সেরে লালঝামেলা বস্তি দেখে পৌঁছে যাবো এন জে পি স্টেশন। তারপর চা খেয়ে ট্রেন এ আবার ঘরের পথে।

16/8 - শিয়ালদাহ পৌঁছে বাড়ির পথে

খরচ - মাত্রই ৬৩০০/-

ইনক্লুড - ট্রেন টিকিট, ফুডিং, লজিঙ, ট্রান্সফার, সাইটসিন
এক্সক্লুড - ফুড ইন ট্রেন, এন্ট্রি চার্জ

টিকিট খুব সীমিত। জলদি বুকিং করুন মাত্র ১৫০০/- টাকা দিয়ে।

যোগাযোগ - 8240803501

Travel Woo provide you beautiful and safe journey at minimum cost.

     #শারদীয়া বুকিং শুরু আর মাত্র কিছু সিট , জলদি বুকিং করুন।Travel Woo এর সাথে ষষ্ঠী রাত্রে চলুন মিরিক , দার্জিলিং , কা...
31/05/2023



#শারদীয়া বুকিং শুরু

আর মাত্র কিছু সিট , জলদি বুকিং করুন।

Travel Woo এর সাথে ষষ্ঠী রাত্রে চলুন মিরিক , দার্জিলিং , কালিম্পঙ ।

পূজার ছুটিতে মন হয়ে উঠুক আনন্দময়।ঘুরে দেখবো মিরিক , সীমানা ভিউ পয়েন্ট , বাতাসিয়া লুপ , জু , রক গার্ডেন , ডেলো ও টাইগার হিল।

প্রথম দিন - শিয়ালদা হতে ট্রেনে যাত্রা।
দ্বিতীয় দিন - এন জে পি হতে ব্রেকফাস্ট করে মিরিক. ( সাইটসিন করবো মিরিক লেক , মনেস্ট্রি , গুড্রিক চা বাগান , সীমানা ভিউ পয়েন্ট )
এই দিন আমরা কাটাবো চা বাগানের হোম স্টেতে বা লেকের পাশে হোটেলে ।
তৃতীয় দিন - মিরিক হতে যাবো দার্জিলিং । পথে দেখবো লেপচাজগত , ঘুম মনেস্ট্রি , বাতাসিয়া লুপ , জু , তেনজিং রক।আজ সারাদিন থাকবো দার্জিলিং ম্যালের কাছে হোটেল এ।
চতুর্থ দিন - সকালবেলা রওনা দেব টাইগার হিল । ফিরে এসে ব্রেকফাস্ট করে দেখবো গঙ্গা মাইয়া , রক গার্ডেন , জাপানিজ টেম্পল , টিং লিং চা বাগান। তারপর লাঞ্চ করে সারাদিন ম্যালে। রাতে হবে আমাদের আড্ডা ।
পঞ্চম দিন - দার্জিলিং হতে ব্রেকফাস্ট করে কালিম্পঙ রওনা দেবো। রাস্তায় দেখবো ত্রিবেনি ,ডেলো , মঙ্গল ধাম টেম্পল , মর্গান হাউস , পাইন ভিউ নার্সারি দেখবো । সারাদিন আজ থাকবো কালিম্পঙ ।

ষষ্ঠ দিন - আজ সকালে ব্রেকফাস্ট করে শপিং সেরে তারপর আমরা ঘরের পানে । রাস্তায় দেখবো পাঁপড়খেতি , গজলডোবা । লাঞ্চ সারবো গজলডোবা তেই । তারপর এন জে পি এসে আবার ঘরের পানে

সপ্তম দিন - আমরা স্মৃতি নিয়ে ফিরবো শিয়ালদহ ।

খরচ - ৮৯৯৯/-

ইনক্লুডিং - এসি ট্রেন টিকিট, ফুডিং, লজিং, সাইটসিন, ট্রান্সফার , টি ফ্যাক্টরি ভিসিট
একসক্লুডিং - এন্ট্রি ফি, ফুড ইন ট্রেন ও পার্কিং

বুকিং করুন মাত্রই ২০০০/- দিয়ে।
যোগাযোগ - 8240803501

ফোন পে / গুগুল পে - 8240803501

Address

Raja Subodh Chandra Mallick Road
Kolkata
700047

Opening Hours

Monday 9am - 11pm
Tuesday 9am - 11pm
Wednesday 9am - 11pm
Thursday 9am - 11pm
Friday 9am - 11pm
Saturday 9am - 11pm
Sunday 9am - 11pm

Alerts

Be the first to know and let us send you an email when Travel Woo posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category