31/01/2025
বনগাঁ থেকে খুব দূরে নয়। ইছামতীর ধারেই সুন্দর এক গ্রাম মোল্লাহাটি। বিভূতিভূষণ দীনবন্ধু মিত্রের রচনায় উঠে এসেছে এই গ্রামের কথা। নীলচাষ, নীলকর সাহেবদের স্মৃতি জড়িয়ে আছে এই গ্রাম জুড়েই। গ্রাম বাংলার সহজ সবুজ অপরূপ প্রকৃতির মাঝে একদিন বেড়ানোর জন্য দারুণ জায়গা এই মোল্লাহাটি। এবারের যাওয়া এবং খাওয়ায় দৃশ্যকল্প হাজির এই গ্রামেই।