Izifiso Trails

Izifiso Trails Where the mind is without fear and the head is held high..! Join our Adventure trails.

আবার পাহাড়ের  ডাক ১১ই এপ্রিল থেকে ১৩ই এপ্রিল আবার বেরিয়ে পড়ছি সাইলেন্ট ভ্যালি ( ভারেং, সামেনদান, রাম্মাম।  ৩ রাত ৪ দিনের...
29/03/2024

আবার পাহাড়ের ডাক ১১ই এপ্রিল থেকে ১৩ই এপ্রিল আবার বেরিয়ে পড়ছি সাইলেন্ট ভ্যালি ( ভারেং, সামেনদান, রাম্মাম। ৩ রাত ৪ দিনের একটা ট্রেক, জংগলের পথ ধরে, পাইন বনের সারি দিয়ে হেটে যেতে নানা পাখির দেখা এই ব্যাপারটাই আলাদা। এবার আসি ট্রেকের কথায়, যারা ট্রেক শুরু করতে চাইছো তারা একবার পড়ো তোমাদের ভালো লাগবে। আমি একটা জিনিস বুঝেছি যে ট্রেক এ আমদের অনেক মানুষের সাথে পরিচয় হয়, অনেকে আসে সোলো, অনেকে দুজন বা তিন জনের গ্রুপ করে আসে। অনেকে ভাবে একা যাবো নতুন লোকেরা কেমন হবে তা নিয়ে ভয় পায় বা মনে করে বোর হবো না তো। ট্রাস্ট মি আমি ও ভাবতাম এটাই। বাট আলটিমেটলি যখন ট্রেক শেষ হয় সব ভয়, সব জড়তা কেটে যায়, আর সবাই যেন একটা পরিবার এর মত হয়ে যায়। একে অপরের খেয়াল রাখা, মজা করা, একসাথে ট্রেক করা, ছবি তোলা, রাতে তারা দেখা, রুম আলাদা থাকলেও একসাথেই আড্ডা। এন্ড আলটিমেটলি একটা সুন্দর বন্ডিং তৈরি হয়ে যাওয়া। "After all memories bring back memories ".. একটা ট্রেক মানে শুধু ট্রেকিং নয় থাকে অনেক ছোট ছোট গল্প ও। তাই যারা গল্প বানাতে চাও নিজের জন্য তারা জয়েন করে যাও আমাদের সাথে।

নেক্সট ট্রেল ডেট : 11th to 13th April.
Contact No 8447745964

Izifiso এর হাল্লা গাড়ি  কিন্তু  হাল্লা করতে নেমে পড়ছে মাঠে, আগামী  ৫ই মার্চ থেকে ১০ ই মার্চ  থাকছে পাটুলিতে। সন্ধ্যে ৬ ট...
05/03/2024

Izifiso এর হাল্লা গাড়ি কিন্তু হাল্লা করতে নেমে পড়ছে মাঠে, আগামী ৫ই মার্চ থেকে ১০ ই মার্চ থাকছে পাটুলিতে। সন্ধ্যে ৬ টা থেকে ৯ টা। আড্ডা হবে, গান হবে আর সাথে ফান তো হবেই। তাই যারা এদিক সেদিকে আছো সবাই চলে এসো যারা ট্রাভেল করতে ভালোবাসো জয়েন করো। ঘোরার গল্প, ক্যাম্পিং আর গ্রুপ ট্রিপের অনেক গল্প জানবে সাথে গান তো আছেই। আমি তো থাকছি তোমরা সবাই জয়েন করলে হাল্লা করার মজা আরও বেড়ে যাবে।
যাদের ইউটিউব চ্যানেল আছে ব্লগার যারা তোমরা সবাই এসো যারা ঘুরতে ভালোবাসি তারা সবাই একসাথে জয়েন করো যারা রাইড করো তারা জয়েন করো অনেক ইনফরমেশন পাবে তার সাথে গান আর আড্ডা। সবাই চলে আসো।

February এর শেষ উইকেন্ড এ একটা ছোট্ট পাহাড়ি গ্রাম santook সাথে কিছু অচেনা বন্ধু ক্যাম্প ফায়ার এ বসে গান আড্ডা আরো কতো ...
01/02/2024

February এর শেষ উইকেন্ড এ একটা ছোট্ট পাহাড়ি গ্রাম santook সাথে কিছু অচেনা বন্ধু ক্যাম্প ফায়ার এ বসে গান আড্ডা আরো কতো কি। ২৪ থেকে ২৬ ফেব্রুয়ারী যাওয়ার সময় আমাদের কেউ যদি জয়েন করতে চান জানাতে পারেন। ছোট্ট একটা হাইকিং ও আছে যেটা বেশ এক্সাইটিং আর ঝর্না, পাহাড়ের কোলে তাবুতে রাত কাটানো ভাবলেই রোমাঞ্চকর লাগছে না?? তাহলে যদি আমাদের মতো এরকম অ্যাডভেঞ্চারস জার্নি আমাদের সাথে করতে চাও তারা জয়েন করে ফেলতে পারো।
Pc : Devaki Didi 😍
Contact no 098365 05038

🔊Announcement🥁📢 Izifiso Inviting for a Camping Adda Venue: Decathlon, Shakespeare SaraniTime 4 PM to 7 PMDate 14.01.24Ca...
12/01/2024

🔊Announcement🥁📢
Izifiso Inviting for a Camping Adda

Venue: Decathlon, Shakespeare Sarani
Time 4 PM to 7 PM
Date 14.01.24

Camping adda, Games, Stories and a good opportunity to make new friends.
যারা যারা ফ্রি আছো তারা চলে আসো দেখা হবে আড্ডা হবে গল্প হবে অনেক নতুন জায়গার। তাই মিস করো না। রেজিস্টার করার জন্য ফর্ম টা ফিল আপ করে দিও।
Please join us https://chat.whatsapp.com/FB5DUPEXJeu4edevmO8cCH
Check the links below and register your spot.
https://play.decathlon.in/event-details/Camping-Adda-with-IZIFISO/d276ed46-ae16-11ee-a678-476c634e97cb

https://forms.gle/J68jQ756gjH6MSZdA

WhatsApp Group Invite

কুয়াশা ভেজা ভোর, খেজুরের রস, কাঠের জ্বালে মাছের ঝোল, মেঠো পথে দলছুট, অলস নদী, ক্যাম্পফায়ার, ঝিঝিপোকার ডাক, একঝাঁক বাদুড়ে...
04/01/2024

কুয়াশা ভেজা ভোর, খেজুরের রস, কাঠের জ্বালে মাছের ঝোল, মেঠো পথে দলছুট, অলস নদী, ক্যাম্পফায়ার, ঝিঝিপোকার ডাক, একঝাঁক বাদুড়ের ঘরে ফেরা, জোনাকির আলোর খেলা, নিঝুম রাতের অজানা আওয়াজ, গ্রাম বাংলার সরলতা, নীল সাহেবের কুঠিতে ভুতের গল্প, ক্যাম্প-ফায়ারের আড্ডা এগুলো ভীষণ প্রিয়৷ যারা আমাদের মতো বেরিয়ে পড়তে চাও এই উইকেন্ডে তারা জয়েন করে যাও। আমাদের ভালোভুতের দেশ মংগলগঞ্জ ট্রেইলে। আমাদের সিট কয়েকটি ই আছে। Contact no : 8447745964 098365 05038

নিউ ইয়ার সেলিব্রেশন টা হোক এবার একটু অন্যরকম। 😀 কনকনে  ঠান্ডায়, নদীর ধারে, চাঁদ -তারার সাথে , ক্যাম্পফায়ার - এ হাত সেঁকত...
15/12/2023

নিউ ইয়ার সেলিব্রেশন টা হোক এবার একটু অন্যরকম। 😀 কনকনে ঠান্ডায়, নদীর ধারে, চাঁদ -তারার সাথে , ক্যাম্পফায়ার - এ হাত সেঁকতে সেঁকতে পছন্দের গান শুনে , প্ৰিয় মানুষের সাথে নিরালায় মনের কথা বলে , একপাল অচেনা মানুষের সাথে গান - আড্ডা দিয়ে নতুন বছর টা কে স্বাগত জানাই চলো।
এক মিনিট! সাথে কিছু add-ons - ও আছে, Magic Island Exploration, Camping, tasty - tasty কাবাব 🤤, আর রাঁধুনির হাতের অসম্ভব সুস্বাদু রান্না!😍

৩১ শে ডিসেম্বর চেক-ইন
১ লা জানুয়ারি চেক- আউট
দোলাডাঙ্গা Exploration✨
খরচ - ৩৫০০/-

জলদি জানাও কারা জয়েন করছো!😃
Contact 098365 05038

কাকড়াঝোড় নামটা অনেকের কাছেই চেনা আবার অনেকের কাছেই অচেনা, অফিসের চাপে বোর হয়ে মাঝে মাঝে একটু এদিক ওদিক বেরিয়ে পড়তে  ইচ্ছ...
05/12/2023

কাকড়াঝোড় নামটা অনেকের কাছেই চেনা আবার অনেকের কাছেই অচেনা, অফিসের চাপে বোর হয়ে মাঝে মাঝে একটু এদিক ওদিক বেরিয়ে পড়তে ইচ্ছে করে, মনে হয় উইকেন্ডে যদি কোথাও বেরিয়ে পড়া যেতো মন্দ হতো না কিন্তু সমস্যা হয় যেটা তে তা হলো বন্ধূ বান্ধব রাজী হচ্ছে না একা গেলে খরচও বেশি তাই আমি যখনই প্ল্যান করি তোমাদেরকে একবার করে জানাই যদি কেউ জয়েন করতে চাও আমাদের সাথে আমাদের ট্রিপে তাহলে বেশ ভালোই লাগবে সে কথা দিতে পারি। এবারের উইকেন্ড ট্রিপ হলো ৯ ই ডিসেম্বর কাকড়াঝোড় এ শনিবার গিয়ে রবিবার ফিরে আসব পুরো কাকড়াঝোড় এক্সপ্লোর করবো, পাহাড়, জংগল, নদী সব মিলিয়ে মিশিয়ে প্রকৃতির মাঝে সময় কাটানো সন্ধ্যায় ক্যাম্পফায়ার আর বারবিকিউ এর আড্ডা মিস করাটা ঠিক হবে না। তাহলে আর কি যদি 9th December ফ্রি থাকো তাহলে চলো বেরিয়ে পড়া যাক।
Contact no 098365 05038 038/8447745964

07/11/2023

*Weekend Trip Alert*
আমারা শুক্রবার রাতের ট্রেন ধরে শনিবার সকালে হাতিপাথর পৌছে রবিবার সকালের ট্রেন ধরে আবার হাওড়া। কেউ কি জয়েন করতে চাও। খরচ: ২৫০০ জন প্রতি। বাকুড়া থেকে বাকুড়া।
Contact no 098365 05038

শীতকাল এর একটা  আমেজ বেশ চলেই এলো আর সাথে পুজো চলে যাওয়ার মন আছেই, তো কি করা যায়??  ভাবলে তো একটা  ভাবনা মাথায়  আসে ঘুরত...
26/10/2023

শীতকাল এর একটা আমেজ বেশ চলেই এলো আর সাথে পুজো চলে যাওয়ার মন আছেই, তো কি করা যায়?? ভাবলে তো একটা ভাবনা মাথায় আসে ঘুরতে যাবো। তো যেই ভাবনা সেই কাজ এবার নভেম্বর মাসের ১১ থেকে ১৪ নভেম্বর সান্দাকফু বেরিয়ে পড়বো, সময় হাতে কম, পুজোটা কলকাতা তেই কাটিয়েছি কিন্তু কালিপুজোতে পাহাড় যাওয়া চাই, ছুটি কম তাতে কি?? এই সময়ের মধ্যে ওই কাঞ্চনজঙ্ঘার চুড়াটা দেখে নেবো তার জন্যই ল্যান্ডরোভারে যাওয়া, যাদের হাতে সময় কম কিন্তু সান্দাকফু ঘোরার ইচ্ছা খুব, যারা হয়তো ট্রেক করতে সমস্যা হয় তারা এবারে কিন্তু জয়েন করে যেতে পারো আমাদের সাথে, একদিন থাকছি জংগলের মাঝে, একদিন আল যেখান থেকে মনে হয় এক আলাদাই ভিউ পাওয়া যায় যাকে আমরা বলি সর্গ, আর একদিন টুম্বলিং, তো কেউ জয়েন করতে চাইলে আমাদের সাথে জয়েন করে যেতে পারো।
Contact no 9836505038/8447745964
Booking link : https://www.izifiso.com/trail/sandakphu-on-landrover-himalayan-adventure

Address

Kolkata

Alerts

Be the first to know and let us send you an email when Izifiso Trails posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Izifiso Trails:

Share

Category