Pradip Ghosh Solo Traveler

Pradip Ghosh Solo Traveler “Progressive,Positive,Dreamer &Successful People’s can’t say any Negative word”

Japan Airlines (JAL) is indeed offering free domestic flights to international tourists who book round-trip internationa...
25/06/2025

Japan Airlines (JAL) is indeed offering free domestic flights to international tourists who book round-trip international flights with them, aiming to encourage exploration beyond major cities. This initiative is available to residents of select countries, including the US, Canada, Australia, New Zealand, Vietnam, Indonesia, the Philippines, Thailand, Mexico, China, Taiwan, and India, with potential for expansion.

The third largest metro in the world🔥🔥
09/06/2025

The third largest metro in the world🔥🔥

দেশের প্রথম 'সাত্ত্বিক' ট্রেন: ভারতীয় রেলের নতুন উদ্যোগ!✅ভারতীয় রেল এক নতুন যুগের সূচনা করতে চলেছে। দিল্লি থেকে কাটরা পর...
09/06/2025

দেশের প্রথম 'সাত্ত্বিক' ট্রেন: ভারতীয় রেলের নতুন উদ্যোগ!

✅ভারতীয় রেল এক নতুন যুগের সূচনা করতে চলেছে। দিল্লি থেকে কাটরা পর্যন্ত চলাচলকারী বন্দে ভারত এক্সপ্রেস (Vande Bharat Express) এবার দেশের প্রথম 'সাত্ত্বিক' ট্রেন হতে চলেছে। এই ট্রেনে সম্পূর্ণভাবে নিরামিষ খাবার পরিবেশন করা হবে। যাত্রীরাও কোনো আমিষ খাবার নিয়ে উঠতে পারবেন না, এমনকি প্যান্ট্রিকারেও মাছ, মাংস বা ডিম রাখা হবে না।

✅সাত্ত্বিক ট্রেনের বিশেষ বৈশিষ্ট্য:-

▪️ শুধুমাত্র নিরামিষ খাবার পরিবেশন করা হবে।
▪️ যাত্রীরা কোনো আমিষ খাবার সঙ্গে আনতে পারবেন না।
▪️ ট্রেনের প্যান্ট্রিকারেও থাকবে না আমিষ খাদ্যদ্রব্য।

✅ ভারতীয় রেলের এই সিদ্ধান্ত দেশের নিরামিষভোজী যাত্রীদের জন্য এক ইতিবাচক পদক্ষেপ। এই বিশেষ 'সাত্ত্বিক' ট্রেন যাত্রী পরিষেবার নতুন দিগন্ত উন্মোচন করবে!


100% Boycott Turkey,  Azerbaijan & Some other's Country
15/05/2025

100% Boycott Turkey, Azerbaijan & Some other's Country

My Definition of wealth 🤎✨🏡🌿
12/05/2025

My Definition of wealth 🤎✨🏡🌿

Khajjiar ( Mini Switzerland ) Chamba Himachal Pradesh... 🇮🇳
30/04/2025

Khajjiar ( Mini Switzerland ) Chamba Himachal Pradesh... 🇮🇳

সমুদ্রের তলায় রেলপথে (Underwater Train) দুবাইয়ের সঙ্গে জুড়বে মুম্বই। দুই শহরের সঙ্গে সংযুক্ত করা হবে সমুদ্রগর্ভের রেলপথ...
29/03/2025

সমুদ্রের তলায় রেলপথে (Underwater Train) দুবাইয়ের সঙ্গে জুড়বে মুম্বই। দুই শহরের সঙ্গে সংযুক্ত করা হবে সমুদ্রগর্ভের রেলপথে। প্রসঙ্গত, দুবাই-মুম্বই ট্রেন প্রকল্পটি ২০১৮ সালে প্রথম সামনে আসে। জানা গিয়েছে, সংযুক্ত আরব আমিরশাহী দুবাই শহরকে ভারতের মুম্বই (Mumbai) শহরের সঙ্গে সংযুক্ত করার জন্য জলের তলার এই ট্রেন প্রকল্পের (Underwater Train) উপর কাজ করছে। এটি পৃথিবীর মধ্যে অন্যতম একটি বড় প্রকল্প হতে চলেছে। এই ২,০০০ কিমির রেলপথ দুবাইকে মুম্বইয়ের সঙ্গে যুক্ত করবে। জানানো হয়েছে, এই রেলপথ শুধুমাত্র মানুষ পরিবহণের জন্য ব্যবহার করা হবে না, একই সঙ্গে পণ্য, জল এবং তেল পরিবহণ করতেও ব্যবহার করা হবে।

কী বলছেন দুবাইয়ের আধিকারিক?

সংযুক্ত আরব আমিরশাহীর জনপ্রিয় সংবাদ পত্রিকা খালিজ টাইমসের মতে, সেদেশের ন্যাশনাল অ্যাডভাইসার ব্যুরো লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান পরামর্শদাতা আবদুল্লাহ আলশেহি এই প্রকল্পের ব্লু-প্রিন্ট সামনে এনেছেন। এদেশের সংবাদমাধ্যম নবভারত টাইমস আবদুল্লাহ আলশেহির বিবৃতি প্রকাশ করেছে। আলশেহির মতে, ‘‘এটি একটি ধারণা (দুবাই-মুম্বাই সমুদ্রের তলদেশ দিয়ে ট্রেন পথ)। আমরা ভারতের মুম্বই শহরকে দুবাই পর্যন্ত যুক্ত করাব। সমুদ্রের নীচে (Underwater Train) অতি-উচ্চ গতির রেল নেটওয়ার্কের মাধ্যমে আমরা সংযুক্ত করতে চাই দুই শহরকে। এটি দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্যকেও বাড়িয়ে তুলবে। এরমাধ্যমে ভারতে তেল রফতানি করা হবে। একইসঙ্গে নর্মদা থেকে অতিরিক্ত জল আমদানি করা হবে।’’ তাঁর আরও সংযোজন, ‘‘এই পরিকল্পনাটি অনেক দিক থেকে বিবেচনা করতে হবে আমাদের। আমরা প্রকল্পটির জন্য সম্ভাব্য সমীক্ষাও চালাব। যদি এমন ধারণা বাস্তবে রূপান্তরিত হয়, তাহলে এই রেল নেটওয়ার্ক প্রায় ২০০০ কিলোমিটার দীর্ঘ হবে।’’

মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডোর

২০২৩ সালের সেপ্টেম্বরে দিল্লিতে অনুষ্ঠিত হয় জি২০ শীর্ষ সম্মেলন। সেসময় ভারত, সংযুক্ত আরব আমিরশাহী, মার্কিন যুক্তরাষ্ট্র, সৌদি আরব, ফ্রান্স, ইতালি এবং জার্মানি প্রভৃতি দেশগুলি মধ্যপ্রাচ্য-ইউরোপ অর্থনৈতিক করিডর (IMEEC)-এর বিষয়ে আলোচনা করে। এক্ষেত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে দুবাই-মুম্বই রেলপথ। সম্প্রতি আবুধাবিতে ভারতীয় দূতাবাসের এক বিবৃতিতে বলা হয়েছে

সুত্র : মধ্যম বাংলা

মাত্র তিন ঘন্টায় কলকাতা থেকে চেন্নাই ভ্রমণ, মাত্র ৬০০ টাকা ভাড়ায়, কল্পনার মতো শোনালেও এই স্বপ্ন শীঘ্রই বাস্তবে পরিণত হতে...
03/03/2025

মাত্র তিন ঘন্টায় কলকাতা থেকে চেন্নাই ভ্রমণ, মাত্র ৬০০ টাকা ভাড়ায়, কল্পনার মতো শোনালেও এই স্বপ্ন শীঘ্রই বাস্তবে পরিণত হতে পারে। আইআইটি মাদ্রাজের ইনকিউবেশন সেলের সমর্থিত একটি স্টার্ট-আপ ওয়াটারফ্লাই টেকনোলজিস এই আশ্চর্যজনক দাবি করেছে।

ব্যবসায়ী আনন্দ মাহিন্দ্রা এতে বেশ মুগ্ধ বলে মনে হচ্ছে, এমনকি তিনি মন্তব্য করেছেন যে আইআইটি মাদ্রাজ স্টার্ট-আপগুলিকে প্রচারের ক্ষেত্রে সিলিকন ভ্যালির সাথে প্রতিযোগিতা করছে বলে মনে হচ্ছে। এই নতুন আবিষ্কার সম্পর্কে তার পোস্টটি মানুষের দৃষ্টি আকর্ষণ করেছে এবং ভাইরাল হয়েছে।

আনন্দ মাহিন্দ্রা সোশ্যাল মিডিয়া X-এ পোস্ট করেছেন: “প্রায় প্রতি সপ্তাহেই একটি নতুন প্রযুক্তিগত উদ্যোগের খবর পাওয়া যায়।” "এটা আমার কাছে যেটা ভালো লেগেছে তা হলো আমাদের বিশাল জলপথ ব্যবহারের প্রতিশ্রুতিই নয়, বরং এই গাড়ির নকশাও অসাধারণ!"

এর আগে, অ্যারো ইন্ডিয়া ২০২৫-এ, কোম্পানির সহ-প্রতিষ্ঠাতা হর্ষ রাজেশ বলেছিলেন যে তারা বৈদ্যুতিক সমুদ্র-গ্লাইডার ব্যবহার করে এই যাত্রাকে সস্তা এবং দ্রুততর করার পরিকল্পনা করছেন। এগুলি হবে উইং-ইন-গ্রাউন্ড (WIG) কারুশিল্প যা জল থেকে উড়ে যাবে এবং চার মিটার উচ্চতায় উড়বে।

দ্য নিউ ইন্ডিয়ান এক্সপ্রেসে প্রকাশিত একটি প্রতিবেদন অনুসারে, তিনি আরও বলেন, "কলকাতা থেকে চেন্নাই পর্যন্ত ১,৬০০ কিলোমিটার যাত্রা প্রতি আসন মাত্র ৬০০ টাকায় সম্পন্ন করা যেতে পারে, যা একটি এসি থ্রি-টায়ার ট্রেনের টিকিটের চেয়েও সস্তা।"

স্টার্ট-আপের আরেক সহ-প্রতিষ্ঠাতা কেশব চৌধুরী এই অনন্য ধারণার পিছনে বৈজ্ঞানিক যুক্তি ব্যাখ্যা করেছেন। তিনি উল্লেখ করেছেন যে বিশেষ বিমানটি জলের পৃষ্ঠের খুব কাছাকাছি উড়বে, যার ফলে ভূমির প্রভাবের সুবিধা গ্রহণ করবে। এটি ডানার ঘর্ষণ কমায় এবং এয়ার কুশনিংয়ের কারণে লিফট বৃদ্ধি করে, যা কম গতিতেও উড়তে সক্ষম করে।

উদাহরণস্বরূপ, একটি সাধারণ এয়ারবাস A320 বা বোয়িং 737 কলকাতা থেকে চেন্নাই উড়তে 2.5 থেকে 3 টন এভিয়েশন টারবাইন জ্বালানি (ATF) খরচ করে, যার বর্তমান মূল্য প্রতি কিলোলিটারে প্রায় 95,000 টাকা। তবে, ওয়াটারফ্লাইয়ের সিগ্লাইডার এই খরচ উল্লেখযোগ্যভাবে কমাতে পারে, যার ফলে টিকিটের দাম খুব সাশ্রয়ী হবে।

কেশব চৌধুরী আরও উল্লেখ করেছেন যে তার ডিজাইনের উৎপাদন খরচ একটি প্রচলিত বিমানের তুলনায় উল্লেখযোগ্যভাবে কম হবে। "যেহেতু আমরা উচ্চ উচ্চতায় উড়ে যাই না, তাই আমাদের কম বায়ুচাপের সাথে লড়াই করতে হয় না, যার অর্থ আমাদের বিমানগুলিকে এত শক্তিশালীভাবে তৈরি করার প্রয়োজন হয় না। এটি নির্মাণ ব্যয় উল্লেখযোগ্যভাবে হ্রাস করে," তিনি ব্যাখ্যা করেন।

তাছাড়া, এই বিমানের ইঞ্জিনকে প্রচলিত বিমানের মতো শক্তিশালী হতে হবে না। "একটি বিমানকে রানওয়ে শেষ হওয়ার আগে উড্ডয়ন করতে হয়, তবে আমাদের কাছে পুরো সমুদ্র রয়েছে। আমাদের জন্য, রানওয়ে অফুরন্ত, এবং এটি ইঞ্জিনের উপর অযথা চাপ সৃষ্টি করে না।"

বর্তমানে, প্রকল্পটি প্রাথমিক পর্যায়ে রয়েছে। অ্যারো ইন্ডিয়াতে, কোম্পানিটি কেবল তার নকশা উপস্থাপন করেছে। ১০০ কেজি ওজনের প্রথম প্রোটোটাইপটি আগামী কয়েক মাসের মধ্যে প্রস্তুত হওয়ার আশা করা হচ্ছে এবং ২০২৫ সালের শেষ নাগাদ এক টনের প্রোটোটাইপটি উড়তে সক্ষম হবে। কোম্পানিটি ২০২৬ সালের মধ্যে ২০ আসন বিশিষ্ট একটি মডেল তৈরি করার লক্ষ্য নিয়েছে, যা চেন্নাই থেকে কলকাতা ভ্রমণ করতে সক্ষম হবে।

আইআইটি মাদ্রাজ এই প্রকল্পের জন্য আর্থিক সহায়তা প্রদান করেছে এবং কোম্পানিটি এখন প্রতিরক্ষা খাত থেকে আরও তহবিল সংগ্রহের চেষ্টা করছে। ভবিষ্যতে, এই প্রযুক্তি কার্গো শিপিং এবং নজরদারি কার্যক্রমেও প্রয়োগ করা যেতে পারে।

My dream for Old age 🌈❤️🥰🍃🏡🌅
14/01/2025

My dream for Old age 🌈❤️🥰🍃🏡🌅

🇮🇳🇮🇳 India to bid to host 2036 Olympic Games ...
12/01/2025

🇮🇳🇮🇳 India to bid to host 2036 Olympic Games ...

Address

Kolkata

Telephone

9239173173

Website

Alerts

Be the first to know and let us send you an email when Pradip Ghosh Solo Traveler posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Pradip Ghosh Solo Traveler:

Share

Category