Indian Bushmen

Indian Bushmen Adventure & Alternate Tour Organizer We want to guide you closer to nature and help you in the process of rejuvenating yourself.

Those of you who are tired of conducted sightseeing trips, those of you who are itching to step outside the well trodden path: adventure tourism beckons you. Those of you who find pleasure in exploring the boundaries of your physical and mental stamina and rediscover yourself in the process, those of you who wish to feel the power of nature by taking calculated risks and challenges: adventure to

urism beckons you.
“Indian Bushmen” wants to do just that. Because, travel, for us, is not just a profession, it’s a passion, a hunger for adventure, tempered by responsibility.

A special tour for special people.HORNBILL FESTIVAL & DZUKOU VALLEY TREKINDIA'S FAR NORTH EAST, 16 TRIBES AND A FESTIVAL...
17/07/2025

A special tour for special people.
HORNBILL FESTIVAL & DZUKOU VALLEY TREK

INDIA'S FAR NORTH EAST, 16 TRIBES AND A FESTIVAL OF FESTIVALS WITH A HEAVENLY TREK!!

09.12.25 Dimapur to 13.12.25 Dimapur
4 nights 5 days, Rs.11450.00 per person (MAP)

INCLUDINGS -
Accommodation (sharing basis), car, food from day one breakfast to last day breakfast (only breakfast & dinner), festival entry fee, Dzukou Valley entry fee, trek guide, tour manager

EXCLUDINGS -
Packaged drinking water, lunch, porter, train or air fare, camera entry fee, any ride, any entry charge except Dzukou Valley & fastival ground, any emergency service cost or anything not mentioned in 'INCLUDINGS' list.

Don't miss the opportunity, limited seats, rush in your entries now...

For further enquiry and booking,
Call / Wtsap 9830304804
Email: [email protected]

👉 Sikkim & Sikkim offbeat👉 Darjeeling & Darjeeling offbeat👉 Kalimpong & Kalimpong offbeat👉 Dooars & Dooars offbeat.Conta...
13/07/2025

👉 Sikkim & Sikkim offbeat
👉 Darjeeling & Darjeeling offbeat
👉 Kalimpong & Kalimpong offbeat
👉 Dooars & Dooars offbeat.

Contact for any information and booking -
Call / WhatsApp - 9830304804
Indian Bushmen

√ Leisure Trip
√ Offbeat Trip
√ Trekking & Camping
√ Soft Adventure
√ Hotel & Homestay Booking
√ Car Booking

সবুজ পৃথিবী। বর্ষায় প্রকৃতি অসাধারণ। বিভিন্ন সময়ে পাহাড়ে গিয়ে দেখেছি বর্ষার রুপ প্রায় নেশাগ্রস্থ করে ফেলে। তার এই আবেদন ...
23/05/2024

সবুজ পৃথিবী।

বর্ষায় প্রকৃতি অসাধারণ। বিভিন্ন সময়ে পাহাড়ে গিয়ে দেখেছি বর্ষার রুপ প্রায় নেশাগ্রস্থ করে ফেলে। তার এই আবেদন সারা বছরে আর কখনো পাওয়া যায় না। ছবিটা গতবছরে তোলা সিটংএর অন্তর্গত যোগিঘাটের। রিয়াং নদীর পাড়ে যোগিঘাট বর্ষায় দু-তিনটে দিনের জন্য অনবদ্য। এখানে থেকে সিটং ঘুরে নেওয়া যেতে পারে। মংপু, অহলদাঁড়া, নামথিং পোখারি, সিঙ্কোনা বাগান, দুশো বছরের পুরোনো মাটি আর কাঠ দিয়ে তৈরি লংঘো পেলিং গুম্ফা ইত্যাদি। চাইলে ছোট্ট হাঁটায় লেপচা ফলস অভিযানটা সেরে ফেলুন, মোটামুটি ঘন্টা তিনেক লাগবে। তাছাড়া রিয়াং নদীতে ঝুপ্পুস স্নান তো আছেই!!! যেতে পারেন, মন ভরে যাবে।
বুকিং আর তথ্যের জন্য যোগাযোগ আমার সাথে এই নাম্বারে -
9830304804
Indian Bushmen

না, এটা দার্জিলিং নয়। জায়গাটা সিকিমের দক্ষিনে অবস্থিত একমাত্র চা বাগান, টেমি বা তিমি। দক্ষিন সিকিমে খুব কম মানুষই ঘুরতে ...
22/05/2024

না, এটা দার্জিলিং নয়। জায়গাটা সিকিমের দক্ষিনে অবস্থিত একমাত্র চা বাগান, টেমি বা তিমি। দক্ষিন সিকিমে খুব কম মানুষই ঘুরতে যান, গেলেও ওই দিনে দিনে নামচি - রাবংলা ব্যস। বোরোং, টেমি, ইয়াংগাং, পাথিং, চেমচে, রালং, তারেভীর আরো কত নাম করব!? এ্যডভেঞ্চারের জন্যও আছে স্কোপ, ট্রেকিংএ মৈনাম- ভালেদুঙ্গা বিখ্যাত, আর হাল্কা ছোট্ট হাইকিং করতে চাইলে আমার ফেভারিট টেনডং পাহাড়। দক্ষিন সিকিম যেতে গেলে সেবক হয়ে মেল্লি চেকপোস্ট পেরিয়ে যাওয়া হয় সাধারণত, তবে পশ্চিম সিকিম বা গ্যাংটকের সাথে কম্বিনেশন করেও ঘোরা যেতে পারে, এমনকি দার্জিলিংএর সাথেও রাখা যেতে পারে। বরং দার্জিলিংএর সাথে রাখাটাই বেশি সুবিধা যুক্ত দূরত্বের নিরিখে। অথবা শুধুই দক্ষিন সিকিমের এদিক সেদিক। ভ্রমণার্থীরা আরো এক্সপ্লোর করুন, চেনা পথের ছক ভাঙুন, নতুন পথ গড়ুন। চেনা বা অচেনা দুটোরই আবেদন আছে তবে তা ভিন্ন, দুটোরই স্বাদ নিন, এখানে কেউ আটকানোর নেই 🙂

দক্ষিন সিকিম নিয়ে প্ল্যানিং বা বুকিংএর জন্য যোগাযোগ করুন আমার সাথে এই নাম্বারে...
9830304804
Indian Bushmen

সবুজ পৃথিবী। বর্ষায় প্রকৃতি অসাধারণ। বিভিন্ন সময়ে পাহাড়ে গিয়ে দেখেছি বর্ষার রুপ প্রায় নেশাগ্রস্থ করে ফেলে। তার এই আবেদন ...
21/05/2024

সবুজ পৃথিবী।

বর্ষায় প্রকৃতি অসাধারণ। বিভিন্ন সময়ে পাহাড়ে গিয়ে দেখেছি বর্ষার রুপ প্রায় নেশাগ্রস্থ করে ফেলে। তার এই আবেদন সারা বছরে আর কখনো পাওয়া যায় না। ছবিটা গতবছরে তোলা সিটংএর অন্তর্গত যোগিঘাটের। রিয়াং নদীর পাড়ে যোগিঘাট বর্ষায় দু-তিনটে দিনের জন্য অনবদ্য। এখানে থেকে সিটং ঘুরে নেওয়া যেতে পারে। মংপু, অহলদাঁড়া, নামথিং পোখারি, সিঙ্কোনা বাগান, দুশো বছরের পুরোনো মাটি আর কাঠ দিয়ে তৈরি লংঘো পেলিং গুম্ফা ইত্যাদি। চাইলে ছোট্ট হাঁটায় লেপচা ফলস অভিযানটা সেরে ফেলুন, মোটামুটি ঘন্টা তিনেক লাগবে। এই ছবিটা লেপচা ফলস থেকে ফেরার সময়। তাছাড়া রিয়াং নদীতে স্নান তো আছেই!!! যেতে পারেন, মন ভরে যাবে।
বুকিং আর তথ্যের জন্য যোগাযোগ এই নাম্বারে -
9830304804
Indian Bushmen

কন্যাম চা বাগান।পূর্ব নেপালের ইলাম জেলার কণ্যাম, চা বাগানের স্বর্গ রাজ্য। বলা ভালো নেপালে উৎপাদিত চা'য়ের বেশিরভাগটাই এখা...
21/05/2024

কন্যাম চা বাগান।

পূর্ব নেপালের ইলাম জেলার কণ্যাম, চা বাগানের স্বর্গ রাজ্য। বলা ভালো নেপালে উৎপাদিত চা'য়ের বেশিরভাগটাই এখানকার। এই বিস্তৃত সৌন্দর্যে মেঘ-কুয়াশার খেলা দেখতে চাইলে একটা দিন এখানে থাকতে হবে। থাকার জন্য চা বাগানের মধ্যে এই হোমস্টেটা একবার ট্রাই করে দেখতে পারেন। এখানে দুভাবে আসা যায়, এক কাঁকরভিটা হয়ে এবং আরেকটি পশুপতি ফটক হয়ে। ২ রাত ৩ দিন কমপক্ষে হাতে সময় নিয়ে প্ল্যান করুন, দিন বেশি থাকলে তো কথাই নেই। যাতায়াত, থাকা-খাওয়া, ট্যুর প্ল্যান সবকিছু সুন্দর ভাবে সম্পন্ন হয়ে যাবে আমাকে এই নাম্বারে ফোন করলে -
9830304804
INDIAN BUSHMEN

মুল পোখরি ট্রেক।মূল পোখরি বা ফুসরে লেক পূর্ব সিকিম এবং কালিম্পং জেলার সীমান্তে একটি অখ্যাত স্বর্গের ঠিকানা। নেওড়া ভ্যালি...
21/05/2024

মুল পোখরি ট্রেক।
মূল পোখরি বা ফুসরে লেক পূর্ব সিকিম এবং কালিম্পং জেলার সীমান্তে একটি অখ্যাত স্বর্গের ঠিকানা। নেওড়া ভ্যালি ন্যাশনাল পার্কের গা ঘেঁষে অবস্থিত এই লেকের জলে খেলে বেড়ায় কাঞ্চনজঙ্ঘার ছায়া। এখানে আগে বেশ ক'বার ক্যাম্পিং প্রোগ্রাম করলেও এবার একটা ছোট্ট এবং সহজ ট্রেকের প্ল্যান করেছি। মুল পোখরির নিচে আসেপাশে ছড়িয়ে আছে দারুণ দারুণ ছবির মতো মিষ্টি সব গ্রাম। সেই সব গ্রামের বাড়িতেই থাকব আর গ্রামের-জঙ্গলের হাঁটা পথ ধরে পৌঁছবো মুল পোখরি। খুবই সহজ ট্রেক, ট্রেক না বলে একে হাইক বলা যেতে পারে। খুব ধীরে হাঁটলেও মোটামুটি ঘন্টা চারেকের মতো সময় লাগতে পারে। আগ্রহীরা বিশদে জানার জন্য ফোন / হোয়াটসঅ্যাপ করুন 9830304804
Indian Bushmen

Njp. to Njp. 2 night 3 days
Rs.6500/- per person (min. 6 heads). Any day any time!

গরুবাথান টার। ২০২২ এ দ্য ট্রাভেলারের বর্ষাফুর্তি উৎসব হয়েছিলো এখানেই। যেমন সুন্দর জায়গা তেমনই ভালো মানুষ হোমস্টেটির মালি...
12/05/2024

গরুবাথান টার। ২০২২ এ দ্য ট্রাভেলারের বর্ষাফুর্তি উৎসব হয়েছিলো এখানেই। যেমন সুন্দর জায়গা তেমনই ভালো মানুষ হোমস্টেটির মালিক। কিছু অনুভুতি থাকে যেখানে 'ফাটাফাটি', 'অসাম', 'সাংঘাতিক' ইত্যাদির বিশেষণ খাটে না, যেখানে গেলে প্রাণটা জুড়িয়ে যাবার অনুভুতিটাই শুধু থাকে। গরুবাথান টার তেমনই জঙ্গলে ঘেরা একটুকরো মিষ্টি একটা পাহাড়ি গ্রাম এবং যথার্থ অফবিটও বটে। উষ্ণ আতিথেয়তা এবং হারবাল চা থেকে সময় বিশেষে লোকাল কুইজিন, খাবারদাবারের ব্যাপারেও এনারা অনেকটাই আন্তরিক। নিচের ছবি গুলো দেখলে কিছুটা আন্দাজ পাওয়া যেতে পারে।
নিউ মাল জংশন থেকে খুব কাছে, এর একদিকে মাল নদী আরেক দিকে চেল নদী, কাছাকাছি আছে ডালিম খোলাও। দু তিন দিন এখানে পড়ে থাকুন, একটা ছোট্ট চার্চ কেন্দ্রিক পাহাড়ি গ্রাম্য জীবন দেখুন। অ্যাডভেঞ্চার প্রিয় মনের খিদে মেটাতে ছোটখাটো সহজ হাইকিং-ট্রেকিং, নদীতে স্নান, পিকনিক ইত্যাদির সুযোগ রয়েছে। চাইলে গাড়ি নিয়ে এদিক সেদিক বা লাভা'র দিকে সাইটসিইং করেও আসা যায়। নিউ মাল জংশনকে মাঝে রেখে গরুমারা'র জঙ্গলও খুব দূরে নয়। মোটকথা আপনার ভ্রমণের দিনগুলিকে অসাধারণ ভাবে এক্সপ্লোর করতে পারবেন, সে সুযোগ এখানে আছে। হোমস্টের বুকিংএর জন্য বা ওই অঞ্চল নিয়ে আপনার উপযুক্ত দারুণ একটা প্ল্যান সাজিয়ে দিতে যোগাযোগ করুন আমার সাথে এই নাম্বারে...
9830304804
Indian Bushmen

দামেগাও।পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু তে যাওয়ার বেসক্যাম্প মানেভঞ্জ্যাংএর নাম শুনেছেন নিশ্চয়ি। সেই মানেভঞ্জ্যাং ...
07/05/2024

দামেগাও।

পশ্চিমবঙ্গের সর্বোচ্চ শৃঙ্গ সান্দাকফু তে যাওয়ার বেসক্যাম্প মানেভঞ্জ্যাংএর নাম শুনেছেন নিশ্চয়ি। সেই মানেভঞ্জ্যাং থেকে ঢিল ছোঁড়া দূরত্বে এই একচিলতে পাহাড়ি গ্রাম দামেগাও। সদ্য গড়ে ওঠা এই হোমস্টের থাকাটা দারুণ, হোমস্টের মালিক ছেলেটিও বেশ ভালো, খুব এনার্জেটিক। দামেগাওয়ের একদিকে যেমন সিঙ্গালিলা রেঞ্জের শুরু,আরেক দিকে নিচে বয়ে চলেছে শাওজিখোলা। এখান থেকেই আপনাদের পছন্দ মতো সান্দাকফুর রাস্তায় যেমন ট্রেক করতে পারেন, তেমনই ছোট্ট হাইক করে জঙ্গল আর পাহাড়ি গ্রামের মধ্যে দিয়ে দেখতে দেখতে চলে যেতে পারেন ব্ল্যাক ফলস এবং আরো কিছুটা নিচে শাওজিখোলা। আর শাওজিখোলায় নামলে নদীর স্নানটা একদম মিস করবেন না। স্নান করার পর চাইলে নদীর ধারে ছোট করে লাঞ্চটাও সেরে ফেলতে পারেন কিন্তু। আর যদি শরীরকে খুব ব্যস্ত না করতে চান তবে একটা দিন হোমস্টের ঝুল বারান্দা থেকে পাহাড়, পাখি দেখতে দেখতে কাটিয়ে দিতেই পারেন। গল্প অনেক রকমের হতে পারে, আপনার কল্পনা আপনার চাওয়ার মতো করে মুহুর্ত তৈরি করতে পারাটাই আমার চ্যালেঞ্জ এবং সার্থকতা। এখান থেকে দার্জিলিং প্রায় ২ ঘন্টা, এবং আরেকটি অসাধারণ পাহাড়ি জনপদ ধোত্রে, যেখান থেকে কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান, মোটামুটি ঘন্টা খানেক। এই রাস্তায় আরো অনেক সুন্দর সুন্দর গল্প আছে, নদী-জঙ্গল-কাঞ্চনজঙ্ঘার রসায়ন আছে, আছে একেবারে যথার্থ ভার্জিন অফবিট। আর আপনার এই জার্নিকে যথাযথ সুন্দর করে তুলতে আছি আমি 🙏🙂

দার্জিলিং এবং অফবিটের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে এই নাম্বারে -
9830304804
INDIAN BUSHMEN

ভাতৃপ্রতিম বন্ধু সুপ্রিয় পুনেতে একটি বিখ্যাত কর্পোরেট সংস্থায় কর্মরত। এই ধরনের চাকরিতে যে ধরনের ওয়র্কলোড থাকে এবং কিছু ব...
05/05/2024

ভাতৃপ্রতিম বন্ধু সুপ্রিয় পুনেতে একটি বিখ্যাত কর্পোরেট সংস্থায় কর্মরত। এই ধরনের চাকরিতে যে ধরনের ওয়র্কলোড থাকে এবং কিছু বেশি অর্থের বিনিময়ে যে মানসিক প্রেসার নিতে হয় তা আমাদের সকলেরই খানিকটা জানা। তাই যখন ফোন পেলাম, "সপ্তর্ষি দা সিকিম যাবো মোটামুটি ৯/১০ দিনের মতো সময়, ব্যবস্থা করে দাও", তখন ভাবলাম "আহা বেচারার চাকরিটা বুঝি আর নেই"!!!!। সৌভাগ্যক্রমে ভাবনাটা ভুল ছিলো, ইশ্বরের আশির্ব্বাদে ভাইয়ের চাকরি পুনে থেকে ব্যাঙ্গালোরে ট্রান্সফার হয়েছে আর এই ট্রাঞ্জিট সময়ে এদিকসেদিক করে একটু সময় সে বার করতে পেরেছে। যাইহোক, এই নয় দশ দিনের প্ল্যানে সিকিমের উত্তর - দক্ষিন - পূর্ব - পশ্চিমের প্রায় মেইন মেইন জায়গা গুলি নিয়ে একটা ইটিনেরারি সাজানো হলো। আরো দিন চারেক হলে ভালো হতো, কিন্তু সিকিম নিয়ে ১০ দিনের প্ল্যানই বা ক'জন বাঙালি করে!!
তাদের ঘুরে বেড়ানোর কিছু আনন্দের মুহুর্ত সে আমার সাথে শেয়ার করেছে, আমিও তার অনুমতি নিয়ে শেয়ার করলাম আপনাদের সাথে। 🙂

সমগ্র সিকিম এবং দার্জিলিংএর অফবিট জায়গা গুলি নিয়ে প্ল্যানিং বা বুকিংএর জন্য যোগাযোগ করুন আমার সাথে এই নাম্বারে -
9830304804
INDIAN BUSHMEN

গোপালধারা চা বাগানে আপনার একটা দিন।চা বাগানের নৈসর্গিক দৃশ্যের প্রেক্ষাপটে আপনার একটা অন্যরকম দিন। তথাকথিত দার্জিলিং ট্য...
29/04/2024

গোপালধারা চা বাগানে আপনার একটা দিন।

চা বাগানের নৈসর্গিক দৃশ্যের প্রেক্ষাপটে আপনার একটা অন্যরকম দিন। তথাকথিত দার্জিলিং ট্যুর প্যাকেজের ব্যস্ততায় একটা দিন হোক অবসরের। আর যদি চায়ের সমঝদার হন তো কথাই নেই, দিনটা হোক খাঁটি দার্জিলিং চায়ের "ফ্লেভার আর লিকার" বিশ্লেষণের। দার্জিলিঙ থেকে চা কিনে ঠকার অনেক গল্প আছে, এখানে আমাদের হোমস্টে থেকেই আপনি পেয়ে যাবেন পছন্দ মতো খাঁটি জিনিসটি। হোমস্টের পজিশনটিও অসম্ভব সুন্দর, আসলেই এটা একটা ভিউ পয়েন্ট। এবার দার্জিলিংএর প্ল্যানে গোপালধারায় রাখতেই পারেন একটা দিন।

অফবিট দার্জিলিঙ নিয়ে দারুণ দারুণ প্ল্যানের জন্য যোগাযোগ করতে পারেন আমার সাথে এই নাম্বারে - 9830304804
INDIAN BUSHMEN

লামাহাটা।একদিকে কালিম্পং আরেক দিকে দার্জিলিং। পাহাড়ি পথ বেয়ে চলে যাওয়া যায় সিটংএর দিকেও। লামাহাটা,   নামের কারণ এখনো জান...
26/04/2024

লামাহাটা।

একদিকে কালিম্পং আরেক দিকে দার্জিলিং। পাহাড়ি পথ বেয়ে চলে যাওয়া যায় সিটংএর দিকেও। লামাহাটা, নামের কারণ এখনো জানিনা, কেউ জানলে নিচে কমেন্ট বক্সে প্লিজ জানাবেন। এখানে একটি ছোটো ইকো পার্ক রয়েছে, হাঁটাহাঁটি করলে ভালোই লাগবে।রয়েছে পাইন ফরেস্ট, আর রয়েছে কাঞ্চনজঙ্ঘা। তারসাথে ছবির হোমস্টে তে যদি থাকেন একটা ছোট সুইমিং পুল টাইপেরও পাবেন। পাহাড়ী নদীতে স্নান করলেও পাহাড়ে কখনো সাঁতার কাটি নি, কেমন লাগবে কে জানে!। দার্জিলিঙ অফবিটের(?) মধ্যে লামাহাটা কিন্তু একটা ভালো চয়েস হতে পারে।

দার্জিলিং এবং দার্জিলিং অফবিটের জন্য যোগাযোগ করুন আমার সাথে এই নাম্বারে -
9830304804
INDIAN BUSHMEN

Address

23/5, Northern Avenue, Kol/
Kolkata
700037

Opening Hours

Monday 9am - 10pm
Tuesday 9am - 10pm
Wednesday 9am - 10pm
Thursday 9am - 10pm
Friday 9am - 10pm
Saturday 9am - 10pm
Sunday 9am - 10pm

Telephone

+91 98303 04804

Website

Alerts

Be the first to know and let us send you an email when Indian Bushmen posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Indian Bushmen:

Share

Category