26/01/2025
ড্রিম টু আমেরিকা ! আমেরিকার স্বপ্ন পূরণ হোক সবার ।
2025 সাল হবে আমাদের জন্য নিজেকে প্রস্তুত করার সেরা সময় । আমরা ধীরে ধীরে আমাদের লক্ষ্যের দিকে এগিয়ে যাব ইনশাল্লাহ । একেবারে অল্প খরচে ঘরে বসে একা একা কিভাবে নিজের অ্যাপ্লিকেশন করবেন এটাই হবে আমাদের চ্যালেঞ্জ । আমরা আমাদের আমেরিকান স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ ।
এজন্য আমার টিম সর্বদা আপনাদের পাশে থাকবে । একটি টাকাও কাউকে না দিয়ে শুধুমাত্র ১৮৫ ডলার এম্বাসির ফ্রি দিয়ে আমরা এম্বাসির জন্য নিজেকে রেডি করব । আমরা একটা রেকর্ড করতে চাই ।
শুধু তাই নয়, আমরা ৬ মাস থেকে ১ বছরের জন্য একটা প্ল্যান সাজাবো । নিজের প্রোফাইলকে এই এক বছরে অনন্য উচ্চতায় নিয়ে যাবো, নিজেকে ভিসা উপযোগী করে গড়ে তুলতে হবে ।
এই এক বছরের মধ্যে অপ্রয়োজনীয় খরচ বাঁচিয়ে অল্প খরচের মধ্যে এশিয়ার কয়েকটি দেশ ভ্রমণ করার প্ল্যান করতে হবে । আমরা গ্রুপ করে ট্যুরের ব্যবস্থা করব ।
নিজের ভাষাগত দক্ষতা ( বাংলা ) develop করতে হবে । আমেরিকান এম্বাসিতে কি ধরনের প্রশ্ন করে সেগুলো ব্যাপকভাবে স্টাডি করতে হবে ।
এমনভাবে নিজেকে প্রস্তুত করতে হবে যেন কোন হেজিটেশন ছাড়াই সুন্দরভাবে এম্বাসির ইন্টারভিউ হয়ে যায় । আমরা একাধিক এম্বাসি ট্রেনিং করাব । যেন একজন দুর্বল এপ্লিকেন্টও দক্ষ হয়ে ওঠে । ( যদিও এম্বাসির ইন্টারভিউ বাংলাই দেওয়া যায় ) ।
যাদের টাকা-পয়সা কম আছে, তারা এপ্লিকেশন শিখে অন্যদের হেল্প করার মাধ্যমে কিছু টাকা পয়সা ইনকামের ব্যবস্থা করতে পারেন । এতে করে নিজে আর্থিকভাবে স্বাবলম্বী হওয়া যাবে এবং অন্য কেউ সাহায্য করা যাবে ।
কেউ আমাদের থামিয়ে রাখতে পারবে না ইনশাল্লাহ । আমরা যদি নিজেকে খুব সুন্দর করে প্রস্তুত করি, তাহলে আমেরিকার ভিসা ভাগ্যে না থাকলেও কানাডা হবে অথবা অস্ট্রেলিয়া হবে অথবা ইউরোপ হবে । আমরা থেমে থাকবো না ইনশাআল্লাহ । যদি নিজেকে সেভাবে প্রস্তুত করা যায়, আল্লাহ একটা না একটা ব্যবস্থা করে দিবেন ইনশাআল্লাহ ।
আমাদের জার্নি মাস্টার ক্লাস থেকে শুরু হবে, এই মাস্টার ক্লাসে আমেরিকার a to z বিষয় নিয়ে ধারণা পেয়ে যাবেন, এবং নিজের অ্যাপ্লিকেশন কিভাবে করবেন সেই সম্পর্কে বিস্তারিত ধারণা পেয়ে যাবেন । ছয় মাস/ ১ বছরের একটা প্ল্যান দেওয়া হবে ।
মাস্টার ক্লাস শেষে যারা আগ্রহী থাকবেন তাদের নিয়ে আগামী এক বছরের জন্য Bootcamp কমিউনিটি তৈরি করা হবে। দেখি আমাদেরকে থামায় ।
কিভাবে কি করতে হবে সবকিছু আমরা বলে দেব, আলাদা ব্যাচ করে, টিম করে, ওয়ার্ক শপ করিয়ে শূন্য থেকে গড়ে তোলা হবে । যাদের প্রোফাইল দুর্বল, তাদের জন্য আলাদা ব্যাচ করা হবে ।
আমাদের লক্ষ্য থাকবে মাত্র ২৫ থেকে ৫০ হাজার টাকার মধ্যে আমেরিকার ভিসা পাওয়া । একবার আমেরিকার ভিসা হলে এয়ার টিকেট অন্যান্য খরচ ম্যানেজ হয়ে যাবে ইনশাল্লাহ ।
অবশ্যই মাষ্টার ক্লাসে রেজিস্ট্রেশন করে, প্রাইমারি মেম্বার হয়ে যাবেন । মাস্টার ক্লাস থেকে আমাদের জার্নি শুরু হয়ে যাবে ইনশাল্লাহ ।
আমাদের এই জার্নি শুধুমাত্র তাদের জন্য যাদের স্বপ্ন এখনো মরে যায়নি । যারা ভালো কিছুর জন্য অপেক্ষা করছেন ।
কে কে প্রস্তুত আছেন আমাদের মেম্বার হতে ? অবশ্যই কমেন্ট করে জানাবেন ।
কমেন্ট বক্সে দেওয়া ফেসবুক এবং টেলিগ্রাম গ্রুপে অবশ্যই জয়েন করবেন । নিয়মিত ভিডিও পেতে ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করবেন ।
মনে রাখবেন, এই কমিউনিটি আপনাদের সবার ।
এই পোস্টটি সর্বোচ্চ পরিমাণ শেয়ার দিবেন । যেন আমাদের বড় একটি কমিউনিটি তৈরি হয় ।
আপনারা জানেন সর্বোচ্চ শেয়ারকারীদের মধ্য থেকে বাছাই করে আমরা সম্পূর্ণ ফ্রিতে আমেরিকার এপ্লিকেশন করে দিব একটি টাকাও খরচ হবে না এবং ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেস বছরজুড়ে চলমান থাকবে । নিজের কাছের অন্তত ২০ জন বন্ধুকে আমাদের এই পেইজে ইনভাইট করবেন ।
কে কে থাকছেন আমাদের সাথে জানান ।
যারা নতুন জয়েন করেছেন আমাদের পেইজে তারা কমেন্টে দেওয়া পোস্টগুলো পড়ুন । তাহলে আমাদের মিশন সম্পর্কে আপনাদের ধারণা হয়ে যাবে ।