
08/05/2025
গ্রীষ্মকালে, বিশেষ করে মে-জুনে, বক্সার আবহাওয়া অপেক্ষাকৃত শুষ্ক ও মনোরম থাকে। বর্ষা শুরু হওয়ার আগে এই সময়ে বৃষ্টি খুব একটা হয় না, ফলে বনের কাঁচা রাস্তা ও ট্রেকিং ট্রেইলগুলি সহজে চলাফেরা করার উপযোগী থাকে। পর্যটকরা নির্বিঘ্নে জঙ্গল সাফারি, বার্নেশ ভ্যালি ট্রেক কিংবা রক্সা ভ্যালির মতো জনপ্রিয় জায়গাগুলো ঘুরে দেখতে পারেন।
এছাড়া এই সময়ে বক্সার বন্যপ্রাণীদের দেখার সম্ভাবনাও বেশি থাকে। গ্রীষ্মকালে পানি ও খাদ্যের সন্ধানে বন্যপ্রাণীরা খোলা জায়গায় আসে, ফলে রয়েল বেঙ্গল টাইগার, হাতি, চিতল হরিণ, বুনো শুয়োর এবং বিভিন্ন প্রজাতির পাখি সহজেই দেখা যায়। যারা বন্যপ্রাণী ও পাখি পর্যবেক্ষণের শখ রাখেন, তাদের জন্য এটি এক সোনালী সুযোগ।