Sundarban Travel Chhuti Chhuti

Sundarban Travel Chhuti Chhuti Travel Chhuti Chhuti is an integrated Travel & Tourism Services provider, built around service exce

Travel Chhuti Chhuti is an integrated Travel & Tourism Services provider, built around service excellence, trust and integrity, providing a memorable experience to all its customers. It believes in creating and managing long term sustainable relationships, based on its belief of Always More For You. The business and service architecture is seamlessly built through cutting-edge technology, process

es and a futuristic vision. Talented and dedicated team of professionals from the tourism and hospitality industry ensure high standards of service excellence.

😝🍟  সুন্দরবন ভ্রমন ও বাঘ না দেখার কাহিনী  🐯✊ - সুন্দরবনে যাচ্ছি, - বাঘ! 🐅- ধূর সে আবার দেখা যায় নাকি?  আদেও আছে? 😆- দুদ...
19/06/2024

😝🍟 সুন্দরবন ভ্রমন ও বাঘ না দেখার কাহিনী 🐯✊

- সুন্দরবনে যাচ্ছি,
- বাঘ! 🐅
- ধূর সে আবার দেখা যায় নাকি? আদেও আছে? 😆
- দুদিন খেয়ে দেয়ে আনন্দ করে, ছুটিটা কাটিয়ে আসব।
@ তবে দীঘা যাচ্ছিস না কেন? নতুবা মন্দারমনি! 🤔
- দূর ! সে তো অনেক বার ঘোরা, আর দীঘা কি সুন্দরবনের মতো? এলাহী খাবার দাবার, নৌকা বিলাস, তাও এত সস্তায়! গোটা পৃথিবীতে এত এই দামে এতো কিছু খুঁজে পাবি না।

আমরা সচরাচর এটা শুনেই অভ্যস্ত।

সত্যি কথা বলতে, বেশ কিছু বছর সুন্দরবনে ভ্রমনার্থীদের আনাগোনা চোঁখে পরার মতো, যা আজ বাড়তে বাড়তে জনজোয়ারে পরিনত হয়েছে।

সে বাড়বাড়ন্ত কিছুটা 🐅 বাঘ ও প্রকৃতির অমোঘ টানে, বেশিরভাগটাই 🍤 রসনা তৃপ্তির ঘনঘটায়, বাকিটা 🤳 ফুড ব্লগার দের সান্নিধ্যে। চিংড়ি, ভেটকি, কাঁকরা, খাসির মাংস, ইলিশের বাইরেও যে এক সুন্দরবন আছে তা অনেকেরই অজানা, এটাই চরম সত্য।

পৃথিবীর বৃহত্তর ম্যানগ্রোভ বনাঞ্চল 🌳🌳 সুন্দরবনের পড়তে পড়তে যে রোমাঞ্চ, তা বেশিরভাগ সময় বাহ্যিক আনুষঙ্গিকতায় ঢাকা পরে যায়।

এখানে দেখা যাচ্ছে একদল ট্যুরিস্ট ওয়াচ টাওয়ার এ নামতে ব্যস্ত, কেউ বন্য প্রাণীর আশায়, কেউ আবার ভ্রমনের তালিকা থেকে একটা টিক মার্ক 😜😝 যেন বাদ না পরে তার তাগিদে।

এর মাঝে এক বাঘ সুযোগ বুঝে খাঁড়ি পার করছে, বোটের পিছন থেকে যে বাঘ পেরিয়ে গেল তা অজানাই রয়ে গেল, সুন্দরবন ভ্রমন হলো কিন্ত সে অধরাই রয়ে গেল।

মনে অনেক প্রশ্ন আসতে পারে, তার মধ্যে কিছু সদর্থক -
- তাহলে বাঘ কিভাবে দেখব?
- কিভাবে সুন্দরবন ঘুরলে ওয়াইল্ডলাইফ দেখার সুযোগ বাড়বে?
- সুন্দরবনে ওয়াইল্ডলাইফ দেখার উপযোগী সময় কখন।
কিছু নেতিবাচক -
- সুন্দরবন যাবো কিন্তু জমিয়ে খাবো না? বাঘ দেখার আবার অন্য পন্থা হয় নাকি?
- ইনি সব জেনে গেছে, আমাদের ঘোরার আনন্দ কে এভাবে হেয় করছে।
না কাউকে হেয় নয়, বরং এই পোস্ট তাদের জন্য যারা সত্যিই সুন্দরবনে যায় প্রকৃতি ও ওয়াইল্ডলাইফ কে ভালোবেসে, যারা বাঘ দেখার আশায় বারে বারে সুন্দরবন গিয়েও ব্যর্থ হয়েছে।

লেখাটা লম্বা হচ্ছে তাই, আমার পরবর্তী পোস্টে আমাদের বাঘ দেখার গল্প শোনাবো, আর হ্যা, আরও কিছু জ্ঞান দেব 😂 যা আপনার পরবর্তী সুন্দরবন ভ্রমণে বাঘ দেখার সম্ভবনা কে বাড়িয়ে, তুলবে।

Address

Kolkata
700005

Alerts

Be the first to know and let us send you an email when Sundarban Travel Chhuti Chhuti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Sundarban Travel Chhuti Chhuti:

Share

Category